|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
এপিটাফ
এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...
খুঁজে নিও আমার অবর্তমানে...
কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।
আমার অদক্ষ কলমে...
যদি পারো ভালোবেসো তাকে...
ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,
যে অকারণে লিখেছিল মানব
শ্রাবণের ধারা....
অঝোর শ্রাবণে।।
 ১২ টি
    	১২ টি    	 +৪/-০
    	+৪/-০  ১২ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৪
১২ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৪
জুল ভার্ন বলেছেন: কৃতজ্ঞতা জানাই প্রিয় ভাই।
২|  ১১ ই অক্টোবর, ২০২১  রাত ৮:৫৬
১১ ই অক্টোবর, ২০২১  রাত ৮:৫৬
অক্পটে বলেছেন: সুন্দর প্রকাশ। আমরা সবাই একদিন নাই হয়ে যাব।
  ১২ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৫
১২ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৫
জুল ভার্ন বলেছেন: নিঃসন্দেহে।
৩|  ১২ ই অক্টোবর, ২০২১  সকাল ৯:৫৫
১২ ই অক্টোবর, ২০২১  সকাল ৯:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কবিতা লেখেন তো অনেক শুভেচ্ছা রইল
  ১২ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৬
১২ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৬
জুল ভার্ন বলেছেন: দীর্ঘদিন যাবত লিখতে চেষ্টা করি কিন্তু কবিতা হয়ে ওঠে না।
আপনার জন্যও শুভ কামনা।
৪|  ১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:০৭
১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
  ১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:১৯
১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:১৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫|  ১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:১২
১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:১২
প্যারানরমাল পারসন বলেছেন: সুন্দর লেখা।
  ১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:৪৫
১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:৪৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬|  ১২ ই অক্টোবর, ২০২১  বিকাল ৩:০৬
১২ ই অক্টোবর, ২০২১  বিকাল ৩:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
দারুণ ভাবনা ও অনুভূতি।
শেষ দুই লাইন হৃদয় ছুঁয়ে গেল।
  ১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৫
১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২১  রাত ৮:২৪
১১ ই অক্টোবর, ২০২১  রাত ৮:২৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পাঠক হৃদয়কে মায়ায় জড়িয়ে নেয়। আমি স্পর্শিত।
কবিতায় ভাললাগা। + +