![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জড়পদার্থ....
কিছুই লিখতে পারছিনা।
কারণ, পারিপার্শ্বিক অবস্থাটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে চেপে বসেছে। বর্তমান সময়ের গ্লানি, অনিরাপত্তাবোধ - সবকিছু মিলে আজ এক কালো ধোঁয়াশা চারিদিকে। আর আমি এখন এক গা সওয়া নাগরিক, যে বাঁচতে পারে মৃত্যুর ভ্রুকুটির সাথে হাত মিলিয়ে। যে বাঁচতে শিখেছে অন্যায়ের প্রতিবাদ না করে। যে বাঁচতে শিখেছে প্রতিদিন খুঁটে খুঁটে খেয়ে বা না খেয়ে। .....
যে বাঁচতে শিখেছে অশ্বডিম্ব সামাজিক সুরক্ষার ঘোষণার নীচে। যে বাঁচতে শিখছে বিনা ত্রাণের পরিত্রানে....।
আমি আজকাল চোখ বুজলেই ঘুমোতে পারিনা, আমি আজকাল ঘুমের মধ্যেও যে স্বপ্ন দেখি তা পরাবাস্তবতার হাত ধরে কোনো জীর্ণ পাতাঝরা কবিতা হয়ে যায় না, যেখানে কেউ রূপকের আড়ালে দুঃখ বা যন্ত্রণার কথা বলে না।
পরাবাস্তবতা আজ চূড়ান্ত কঠিন বাস্তব, যে নগ্ন হয়ে প্রতিদিন সংবাদ পত্রের প্রথম পাতায় হাজির হয় 'সুপ্রভাতের' সাথে।
হাজার মাইল হেঁটে আসা পথভোলা পথিক আমি। আত্মনির্যাতনে যার অনিবার্য মৃত্যুর মুখোমুখি।
তাই আজ আমি নিশ্চুপ...
আমার বাকশক্তি নেই, আমার কোন শব্দ ছিলোনা। আমার কোন শব্দ নেই যেটা দিয়ে আমি খুব জোরের সাথে বলতে পারি...
আর নয় বেশিক্ষন এ দুঃস্বপ্নের প্রহর...
দূর থেকে আজও পৃথিবীর রং সবুজে নীল...
পাতাঝরা দিনের শেষে লুকিয়ে আছে কিশলয়ের নতুন আকাঙ্খা..
শুধু সময়ের অপেক্ষা এক নতুন
বসন্তের...
আমার বরফ শীতল জিভ
জড়িয়ে আসছে....
বসন্তের অপেক্ষা বড় দীর্ঘ আজ....।
১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: আমি যা চাই সৃষ্টিকর্তা তা চান না।
২| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: এই তমসাচ্ছন্নতার অবসান ঘটুক.... এটাই প্রার্থনা
১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: মোটিভেশন একটা লাঠি হতে পারে মাত্র, সম্পূর্ণ পাহাড় বেয়ে উঠতে হবে নিজেকেই। সাফল্যের শতকরা পঁচানব্বই ভাগই নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর।
১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৩
জুল ভার্ন বলেছেন: সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে এই পদ্ধতি এপ্লিকাবল।
৪| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ২:২৪
কামাল১৮ বলেছেন: @ জটিল ভাই,বড় জটিল করে বেধেছেন।
হতাশা প্রকাশ হয়েছে আজকের লেখায়।এর চেয়ে খারাপ দিন আসছে সামনের দিনগুলিতে,তার পর আসবে আশার আলো।
-
১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৫
জুল ভার্ন বলেছেন: অন্ধকার ভেদ আসবে আলো।
৫| ১৬ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:০৬
নেওয়াজ আলি বলেছেন: সমাজ নিয়ন্ত্রণ করে এখন ক্ষমতাবান লোক। দেখতে এবং শুনতে পারবেন তবে বলতে পারবেন না।
১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৭
জুল ভার্ন বলেছেন: বকো আর ঝকো-কানে দিয়েছি তুলো,
মারো আর ধরো পিঠে বেঁধেছি কুলো"!
৬| ১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫৩
শেরজা তপন বলেছেন: কি বলব ভাই- কিছুটাতো জানি
আপনার প্রতি সমবেদনা জানানো ছাড়া আর যে কোন উপায় নেই
১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৮
জুল ভার্ন বলেছেন: মার জন্য দোআ করবেন ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫২
জটিল ভাই বলেছেন:
বসন্ত আর হষন্ত এই দুটোই মনে হয় বিলুপ্তির পথে। মানুষ নামটা বদলানো এখন সময়ের দাবী।
তারপরও বলবো ভালো স্বপ্ন দেখুন আর আমাদের বাঁচার আশা দিন। ধন্যবাদ।