নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আসুন, ঘর থেকেই ডেঙ্গু প্রতিরোধ শুরু করি............
মশাবাহিত একটি রোগ হচ্ছে ডেঙ্গু। এটি ভাইরাসজনিত একটি জ্বর, যা ডেঙ্গু ভাইরাস দিয়ে হয়। মশার কামড়ে এই ভাইরাস একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়ায়। তবে মশা কামড়ালেই ডেঙ্গুজ্বর হয়ে যাবে তা কিন্তু নয়। মশা অনেক রকম আছে, সব মশার কামড়েই ডেঙ্গু হয় না। শুধুমাত্র "এডিস ইজিপটাই" বা "এডিস এলরোপিকটাস" জাতের স্ত্রী মশার কামড়ে এ রোগ হয়। যদি কোন এডিস মশা ডেঙ্গু জ্বরের কোন রোগীকে কামড়ায়, তারপর ঐ মশাটিই যদি সুস্থ কোন লোককে কামড়ায় তবেই সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে। ইদানীং অবশ্য কিউলেস্ক মশা দিয়েও এ রোগ হয় বলে কথা উঠেছে, তবে তা এখনো নিশ্চিত হয়নি। মজার ব্যাপার হলো, এই এডিস মশা দিনেই বেশি কামড়ায় এবং রোগ ছড়ায়। এডিস মশার আরেকটি ব্যতিক্রমি বৈশিষ্ট্য হলো, এরা ছোট্ট আবদ্ধ স্থানের স্বচ্ছ পানিতে জন্মায়। যেমন ফুলের টবে, ফুলদানিতে, এয়ারকন্ডিশনার ও ফ্রিজের নিচের ট্রেতে। অর্থাৎ এডিস মশা নদী-নালা-ডোবা-খাল-বিল-পুকুরের চেয়ে তুলনামূলকভাবে ঘরের ভেতরেই বংশবিস্তার করে বেশি। আর সেজন্যই লক্ষণীয় যে, ডেঙ্গুজ্বরের প্রকোপ গ্রামের চেয়ে শহরাঞ্চলে এবং গরিবের চেয়ে অভিজাত শ্রেণীর মধ্যে তুলনামূলকভাবে বেশি।
শুনলে হয়তো আঁতকে উঠবেন, আমাদের অনেকেরই অজান্তেই ডেঙ্গুজ্বর হয়ে গেছে। প্রকৃতপক্ষে ডেঙ্গুজ্বর বাংলাদেশে আগেও ছিল, তবে সেটা এত ব্যাপক আকারে না থাকায় এবং নিশ্চিত না হওয়ায় প্রকাশ পায়নি। সাধারণ ভাইরাস জ্বর বলেই সেটাকে ধরে নেয়া হতো। পৃথিবীর বিভিন্ন দেশেই ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব আছে। আমাদের আশেপাশের দেশগুলোতেও এ জ্বরের প্রকোপ রয়েছে। এতদিন ধারণা করা হতো, আমাদের দেশে ডেঙ্গু জ্বর শুধু বর্ষা মৌসুমেই হয়। এখন কিন্তু দেখা যাচ্ছে সারা বছর জুড়েই কমবেশী ডেঙ্গুজ্বর হচ্ছে। জনগণ ও চিকিৎসকগণ ডেঙ্গুজ্বর সম্পর্কে প্রথম দিকে অনেকটাই অনভিজ্ঞ ছিলেন। দিনে দিনে অভিজ্ঞতার পাল্লা ভারী হচ্ছে। আর ভয়, ভীতি, সংশয়ও দিন দিন কেটে যাচ্ছে। মশার কামড়ে শুধু ডেঙ্গুজ্বরই নয়, আরো বেশ কয়েকটি রোগ ছড়ায়। যেমন ম্যালেরিয়া, ফাইলেরিয়া ইত্যাদি। ম্যালেরিয়া জ্বরেও অনেকের মৃত্যু ঘটে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার "সেরিব্রাল ম্যালেরিয়া" অত্যন্ত ভয়াবহ।
ডেঙ্গুজ্বর জটিল আকার ধারণ করলে মৃত্যুর কারণ হতে পারে-এ কথা ঠিক। তবে জ্বর হলেই তা ডেঙ্গুজ্বর, ডেঙ্গু হলেই মারাত্মক কিছু, ডেঙ্গুজ্বর হলেই রক্ত দিতে হবে আর রক্ত মানেই মৃত্যুর হাতছানি-এ ধরনের ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়। কারণ জ্বর অনেক কারণেই হয়ে থাকে এবং অনেক ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া দিয়েই জ্বর হয়। তার মধ্যে ডেঙ্গুজ্বর শুধু এক ধরনের জ্বর। আর অধিকাংশ ডেঙ্গুজ্বরই আপনা-আপনিই ভালো হয়ে যায়। ম্যালেরিয়া ও টাইফয়েড জ্বরও কম মারাত্মক নয়।
আক্রান্ত এডিস মশা কামড়ানোর এক সপ্তাহের মধ্যে সাধারণত ডেঙ্গুজ্বরের লক্ষণ দেখা দেয়। সাধারণ ডেঙ্গুজ্বরে উচ্চ তাপমাত্রা, মাথায়-চোখে-মাংসপেশীতে ও হাড়ে তীব্র ব্যথা হতে পারে। যা কয়েকদিন পরে এমনিতেই ভালো হয়ে যায়। ডেঙ্গুজ্বরের জটিলতা জ্বর চলে যাবার পরেই সাধারণত বেশি হয়। আর তাই জ্বর চলে গেলেও রোগীকে আশংকামুক্ত হবার জন্য অন্তত ৭২ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে। আর জটিল ডেঙ্গু হিমোরেজিক জ্বরের বেলায় এসব লক্ষণের সঙ্গে শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ শুরু হতে পারে। যেমন-ত্বকের নিচে, মাঢ়ি দিয়ে, নাক দিয়ে এবং বমি বা পায়খানার সঙ্গে। রক্তক্ষরণ বেশি হলে বা বিশেষ কোন প্রয়োজনে কোন কোন রোগীকে আইভি স্যালাইন, রক্ত বা রক্তের প্লেটলেট দেবার দরকার হতে পারে। ডেঙ্গুজ্বরে মৃত্যুহার খুব বেশি না হলেও কিছুটা ঝুঁকিপূর্ণ বলে রোগীর সেবা-যত্ন ও চিকিৎসা সব সময় একজন চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়াই বাঞ্ছনীয়।
সাধারণত ডেঙ্গুজ্বরে রোগীকে বাসায় রেখে চিকিৎসা করলেও চলে। রোগীর সমস্যা অনুযায়ী চিকিৎসা করলেই রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তবে জটিলতা দেখা দিলে ঝুঁকি না নিয়ে হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা করানোই নিরাপদ। যাতে করে রোগীর যখন যা প্রয়োজন তা করা যায়। ডেঙ্গুজ্বরে রোগীর খাওয়া-দাওয়ায় কোন প্রকার বাছ-বিচার নেই। বরং শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে এবং দ্রুত আরোগ্য লাভ করতে পানি, অন্যান্য তরল ও স্বাভাবিক খাবার বেশি বেশি করে খেতে হবে।
দু'টি কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। তা হলো (১) ডেঙ্গুজ্বরে ব্যথা ও তাপমাত্রা কমাতে প্যারাসিটামল ছাড়া অন্য কোন ওষুধ ব্যবহার করা যাবে না। (২) ডেঙ্গুজ্বরের রোগীকে অবশ্যই সারা দিন-রাত মশারির নিচে রাখতে হবে। কারণ এই রোগীটিকে মশা কামড়ালে ঐ মশা আবার যাকে কামড়াবে তারই ডেঙ্গুজ্বর হবে।
বিজ্ঞানীদের অবিরাম চেষ্টার পরও ডেঙ্গুজ্বর প্রতিরোধে আজ পর্যন্ত কোন নিশ্চিত কার্যকরী কোন ভ্যাক্সিন বা টিকা বের হয়নি। ডেঙ্গুজ্বরের জীবাণু ভাইরাস হওয়াতে এর কোন সরাসরি সুনির্দিষ্ট ওষুধও নেই। কাজেই ডেঙ্গুজ্বর যাতে না হয়, সেদিকেই সবার দৃষ্টি দেয়া দরকার। যার জন্য প্রয়োজন ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশাকে ঘরের ভেতর ও বাইরে থেকে সমূলে ধ্বংস করা। আর সচেতনতাই এক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি। তাই আসুন, আমরা সবাই নিজ ঘর থেকেই ডেঙ্গু প্রতিরোধ শুরু করি।।
ডেঙ্গু মশা কি ভাবে চিনবেনঃ এই মশা অন্য সব মশার চাইতে ভীষন আন্সমার্ট! মশা বসা অবস্থায় লেজ নীচের দিকে নুইয়ে থাকে কিন্তু পাখা থাকে উপড় দিকে। সাইজে কিছুটা বড়। গায়ের রঙ কালো এবং ধুসর। স্বভাবে কিছুটা বেহায়া টাইপের। অনেকটা আগ্রাসী মনোভাবের। তাড়ালেও সহজে চলে যায়না। কিছুটা ধীর লয়ে উড়ে।
১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: ডেংগুর ভয়াবতা ভূক্তভোগীরা ছাড়া কেউ বুঝবেনা।
২| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
ঢাকা শহরের কতভাগ মানুষ সচেতন হবে?
১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৮
জুল ভার্ন বলেছেন: শূন্য সারমর্মহীন প্রশ্ন!
৩| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: সুরভির এই তো কিছু দিন আগে ডেঙ্গু হয়েছিলো। বিরাট বিপদ গেছে।
১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৯
জুল ভার্ন বলেছেন: আমার স্ত্রীর চিকুনগুনিয়া হয়েছিলো ২০২১৬ সনে যার পার্শ্বপ্রতিক্রিয়া এখনও আছে।
৪| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: গত কয়কেদিন ধরে শ্বশুরকে নিয়ে হাসপাতালে আছি, আইসিইউতে, কারণ ডেঙ্গু।
২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২৪
জুল ভার্ন বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ আলীম।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: খুবই মারাত্মক জ্বর ডেঙ্গু। একজনকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করায়।করোনার আগে ঢাকা ও কলকাতায় ডেঙ্গু জ্বর ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। আমার পরিবারের দুই জন আক্রান্ত হয়েছিল। তারমধ্যে বড়বুবুর অবস্থা অত্যন্ত শোচনীয় হয়।পরপর কয়েকদিন কলকাতা থেকে রাতের বেলা রক্ত নিয়ে এসে অবশেষে আরোগ্য লাভ করে।