নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ফেসবুক; মুখ না মুখোশ......
এক যুগ আগে ফেসবুকে নিজের নামে যখন আইডি খুলি তখন অনেক কিছুই জানতাম না, এখনো খুব কমই জানি এই সামাজিক মাধ্যমটি সম্পর্কে।
যেহেতু ব্লগে লেখালেখির জন্য কিছুটা পরিচিতি ছিলো তাই প্রথমদিকে ব্লগার বন্ধুরাই ফেসবুক বন্ধু ছিলেন। তারপর সমমনা ও অন্যান্য রাজনীতি সমর্থক বন্ধুদের সাথে সাথে শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের অনেক জ্ঞানী গুণীজনদের সংস্পর্শে আসার সুযোগ পাই। ২০১৮ সনের অক্টোবর পর্যন্ত ফ্রেন্ড সংখ্যা চার হাজারের কাছাকাছি হলেও "ফলোয়ার" সংখ্যাটা ৪৬ হাজার প্লাস হয়ে যায়। যদিও অনেকের তুলনায় এটা নগণ্য হলেও আমার মতো অতি ক্ষুদ্র ও নগণ্য মানুষের জন্য অনেক বড়ো অর্জন ছিলো। তাই বন্ধুত্বের হাত যাঁরাই বাড়িয়েছেন, বা আমার ডাকে সাড়া দিয়েছেন; কৃতজ্ঞ চিত্তে আমি তাঁদের স্মরণ করি।
ফেসবুক আমাকে দিয়েছে অনেক কিছু।
** দেশ বিদেশের বহু পুরাতন বন্ধু, যাঁদের সাথে বহুদিন যোগাযোগ ছিলোনা, নতুন করে তাদের অনেকের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে।
** বহু বন্ধু আত্মীয়, যাঁদের সাথে দেখা সাক্ষাৎ দূরের কথা- নিয়মিত ফোনেও যোগাযোগ করে ওঠা হয় না, তাদের সাথে ফেসবুকে নিয়মিত ভাবের ও ভাবনার আদানপ্রদান ঘটে।
** নতুন অনেককে বন্ধু হিসেবে পেয়েছি, তাঁদের অনেকের সাথেই গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে।
** অনেক গুণী ও অভিজ্ঞ মানুষের সাথে যোগাযোগ রাখার সুযোগ হয়েছে; যা কিছুটা আলোকপ্রাপ্তি ও জীবনের প্রতি উৎসাহ বেড়েছে।
অন্যদিকে, হারিয়েছিও অনেক কিছু.... খারাপটুকু অপ্রকাশিতই থাক....
কিন্তু বিগত বেশ কয়েকটি ঘটনা মনটাকে অশান্ত করেছে। কখনো মনে হয়েছে, বেশিরভাগ মানুষই সামাজিক নয় বলেই এই বিভ্রান্তিকর সামাজিক মাধ্যমের রমরমা। এদের মুখের আড়ালে মুখোশ....কিম্বা মুখোশের আড়ালে মুখ!
তাই ফেসবুক বন্ধুদের আমি আমার মতো করে কয়েকটি "ক্যাটাগরি"তে ভাগ করেছি (কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, প্লিজ)।
(১) অতিবন্ধু: আপনি হয়তো একটি দীর্ঘ অনুচ্ছেদ লিখে পোস্ট করলেন, লেখাটা পড়তে নূনতম তিন-চার মিনিট হয়তো লাগার কথা। তিন-চার সেকেন্ডেই এঁরা আপনাকে লাইক দেবেন।
(২) গুপ্ত বন্ধু: এঁরা ফেসবুকে কিছু পোস্ট করবেন না। কিন্তু বন্ধু সংখ্যা বাড়িয়ে যাবেন। আর আপনি কি করছেন, কি ভাবছেন, সবকিছুই নজরদারি করতে থাকবেন। এঁদের উপস্থিতি অনেকটা ভৌতিক গা-ছমছমে ব্যাপার।
(৩) সুপ্ত বন্ধু: এঁরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন; বন্ধু হবেন। কিন্তু আপনার কোনো পোস্ট দেখার সময় পাবেন না। এরা বোঝা হলেও, ক্ষতিকারক নয়, ভালো কারকও নয়।
(৪) রুষ্ট বন্ধু: আপনি যাই পোস্ট করুন, এনাদের কাছে চক্ষুশূল হবেন। আপনার প্রতিটি বক্তব্যকে এনারা বাঁকাচোরা কথায় "ইয়ার্কি" করবেন! আপনার লেখায় কোনো ভুলত্রুটি থাকলে এনারা তা শুধরে নিতে সাহায্যও করবেনা।
(৫) ভালো বন্ধু: এনারা আপনার সমালোচনা ও প্রশংসা দুই করবেন।
(৬) বিজ্ঞাপনি বন্ধু: আপনার লেখা পড়ে মন্তব্য করতে না পারার জন্য তাদের হাহাকারে আকাশ বাতাস বিদীর্ণ। আপনাকে মেসেঞ্জারে খোঁচাবে। এঁরা বন্ধু হয়েই এক মিনিটে ঝটপট ২০/২৫ টা পোস্টে লাইক দেবে, কদাচিৎ কমেন্টও করবে। তারপর আপনাকে তার পেইজে লাইক করতে ইনভাইট করবে। বিজ্ঞাপন খারাপ নয়, সহ্যের সীমা অতিক্রম না করলেই হলো।
(৭) চোর বন্ধু: 'হাইপো' বন্ধুও বলতে পারেন। এরা ব্লগেও সক্রিয়। এরা অন্যের তোলা ছবি, লেখা এবং সাহিত্যানুরাগীদের প্রবন্ধ, বিশ্লেষণ কপি করবে। কিছু শব্দ, বাক্য পাল্টে বা হুবহু একই রেখে অন্য কোথাও ব্যবহার করবে।
এ তালিকা অনেক বাড়ানো যায়। তবে এই পর্যন্ত পড়েই মনে হয় আমার অর্ধেক "বন্ধু" আমার প্রতি বিরাগভাজন হয়েছেন।
এই লেখা আমার কোনো অহংকার প্রকাশের জন্য নয়। কাউকে আঘাত দেওয়ারও জন্য নয়। বরং নিজ মনের বাইরে একটা প্রাচীর দেওয়ার জন্য।
আপনি যদি লাইক কমেন্টস এটেনশন শিকার না হন তাহলে অধিক বন্ধু রাখার দরকার নেই। অনেককে বন্ধুত্বের দায় থেকে রেহাই দেবেন। হয়তো আগাছার সাথে কিছু ভেষজসম্পদও বাদ পরে যাবে- তবুও স্বস্তিতে থাকবেন।
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন পোস্ট
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফেবু এখন দরকারী আবার অদকারী তরকারির মত।
২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৫
জুল ভার্ন বলেছেন: দরকারীর চাইতে অদরকারীই বেশী।
৪| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২২
ফুয়াদের বাপ বলেছেন: ফেবু বন্ধুদের বিভাজনের ভালো বিশ্লষন করেছেন।
২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ @ফুয়াদের বাপ
৫| ২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: ফেইসবুকের ভালো মন্দ দুইটাই আছে। তবে আমরা বেশিরভাগ লোক এটার খারাপ ব্যবহার বা অপব্যবহার করি। আমি আমার এক বাল্য বন্ধুকে ৩২ বছর পর ফেইসবুকের মাদ্ধমে খুঁজে পেয়েছি।
২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১০
জুল ভার্ন বলেছেন: খারাপ দিকটাই বেশী। আমিও আমার অনেক বাল্যবন্ধু, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের খুঁজে পেয়েছি ফেসবুকের মাধ্যমে।
৬| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: ফেসবুক হলো ভালো বিনোদনের জায়গা।
২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১০
জুল ভার্ন বলেছেন: বিনোদন তবে বেশীরভাগই অসুস্থ্য বিনোদন বললে ভুল বলা হবেনা!
৭| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ফেসবুক বেশি দেখা হয়না তাই কমেন্ট করতে পারছি না।
২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১১
জুল ভার্ন বলেছেন: মোবাইলে ফেসবুক করতে সমস্যা নাই বলেই আমি ফেসবুকেই বেশী সময় দেই।
৮| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৫
নান্দনিক নন্দিনী বলেছেন: ফেসবুকে আমার দুই ধরনের বন্ধু আছে।
একদল ভাবের আর আরেকদল অভাবের।
প্রথমদল ট্রিপ পাচ্ছি কবে...
দ্বিতীয়দল মাসের শেষ তো কি হইছে, একপ্লেট কাচ্চি খাওয়াবোনে চলে আয়!
২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: আপনার ভাগ্য সুপ্রসন্ন!
৯| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১০
মেহেদি_হাসান. বলেছেন: ফেইজবুকে ঢুকলে আমাকে স্যাডনেসে জড়িয়ে ধরে।
২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: তাহলে ফেসবুক এড়িয়ে চলবেন।
১০| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৯
উদারত১২৪ বলেছেন: হুম ভালো ছিলো
বাঙালি সম্পর্কে বাবরের মূল্যায়ন কতটুকু ছিল দেখুন
২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: বন্ধু বিশ্লেষণ শতভাগ সঠিক হয়েছে।