নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ভার্সুয়াল জগতটা খুবই অদ্ভুত!

১৫ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৩৭

ভার্সুয়াল জগতটা খুবই অদ্ভুত!

তার চেয়েও অদ্ভুত আইডির পেছনের মানুষ গুলো.... প্রতিটা মুহূর্তের অনুভূতি শেয়ার করছি যাদের সাথে... হয়তো তাদের সাথে কোনদিন দেখাই হবে না, সরাসরি বসে আড্ডা কিংবা এককাপ চা বা কফিও
খাওয়া হবে না... তার পরেও তাদের সাথে মন থেকে সম্পর্ক....মাঝে মাঝে কত আপন কত কাছের মানুষ মনে হয়!

এখানে অনেক সু-লেখকও প্রাণপণ চেষ্টায় কল্কে পান না, আবার কেউ কেউ অন্যের লেখা চুরি করে বুক ফুলিয়ে তা নিজের টাইম লাইনে পোস্ট করেও লাইক আর কমেন্টের বন্যায় আপ্লুত হন। গদগদ চিত্তে ধন্য হয়ে তিনি আবার শেয়ারের অনুমতিও দিয়ে দেন। এবং বজ্রকঠিন স্বরে নির্দেশ দেন শেয়ারের নিচে তার নামটা লিখে দিতে!!

ফেসবুক কিম্বা ব্লগে আমি যদি খেটে খুটে, মেধা শ্রম ব্যয় করে একটা ভালো লেখা লিখি সেই লেখা মাত্র অল্প কয়েকজন পড়েন.... অন্যদিকে ফেসবুকে ৫/১০ শব্দের একটা চটুল লেখা পোস্ট করি সাথে সাথে কয়েক শত বন্ধু হাহা হিহি দিয়ে কমেন্টের ঝড়ে ভাসিয়ে দেয়!!!

ভালো থাকুক পারস্পরিক আত্মার সাথে আত্মার সম্পর্ক।।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার বলেছেন অনেক শুভেচ্ছা রইল

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: ৫,৬,৭ নং লাইনের কথাগুলোর প্রমাণ আমি নিজেই পেয়েছি। একজন কলেজ প্রভাষক আমার একটা পোস্ট তার নিজের নামে চালিয়ে দিয়ে অনেকটা এরকমই ভাব ধরেছিলেন। এটা তো আমার নিজের চোখে ধরা পড়া। শুভানুধ্যায়ীরা আমার এরকম আরও কিছু চুরি হয়ে যাওয়া লেখার সন্ধান দিয়েছিলেন, কিন্তু আমার ইচ্ছে হয় নি সেগুলো দেখার।

তবে, ভার্চুয়াল এ জগতের কারণেই বেশ কিছু আলোকিত মানুষের সাথে আমার সখ্য হয়েছে। এ নিয়ে আমি গর্বিত।

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৬

জুল ভার্ন বলেছেন: আমিও লক্ষ্য করেছি-বেশীর ভাগ ব্লগারগণই অন্যের লেখা জোড়াতালিদিয়ে নিজের নামে চালিয়ে দেয়।

অবশ্যই ব্লগে কিছু ভালো মানুষ আছেন-যাদের জন্যই ব্লগ ছেড়ে যাওয়া যায়না।

শুভ কামনা নিরন্তর।

৩| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কয়েকটা লেখা বাংলাদেশ প্রতিদিনে প্রাকাশিত হয়ে গিয়েছিলো বেশ কয়েক বছর আগে, অন্যের নামে।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২২

জুল ভার্ন বলেছেন: ঠিক একই ভাবে আমার লেখাও অন্যের নামে প্রকাশিত হয়। আমি লাইক কমেন্ট পাই-গড়ে ২০ টা, আর যারা নকল করে , কপি করে তারা লাইক কমেন্ট পায় দুই শতাধিক।

৪| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: ভার্চুয়াল আর বাস্তব জগত এক না ভাইসাহেব।
দুইটা দুই রকম দুনিয়া। আসল দুনিয়া হচ্ছে বাস্তব। ফেসবুক হলো মুখোশের দুনিয়া।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫২

জুল ভার্ন বলেছেন: মানুষের মুখোশ হচ্ছে ফেসবুক।

৫| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩২

ইসিয়াক বলেছেন: ইদানীং আমি ব্লগে ছাড়া আর কোথাও লেখা পোস্ট করছি না। নিজের ফেসবুক ওয়ালে বা পেজ কিম্বা কোন গ্রুপে কোন জায়গায় না।


কিছু দিন আগে বেশ কিছু লেখা অন্যের নামে বিভিন্ন জায়গায় দেখার পর ভীষণ কষ্ট পেয়েছিলাম। জানি প্রতিবাদ করে লাভ হবে না। শুধু শুধু অপমানিত হতে হবে।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৬

জুল ভার্ন বলেছেন: আমি ফেসবুকে খুব এক্টিভ ছিলাম, কিন্তু এক ঘয়েমি কাটাতে ফেসবুকে সময় কম দিয়ে বই পড়ায় মনোযোগ দিয়েছি।

৬| ১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১

মিরোরডডল বলেছেন:




এই অদ্ভুত ভার্চুয়াল জগতে একটা সম্মোহনী ভালোলাগা আছে ।
অনলাইনের বন্ধুত্বকে অনলাইনেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি ।

অফলাইন আর অনলাইন প্যারালাল চলছে, দুটো কমপ্লিটলি দুইরকম ।
অফলাইন বড্ড বেশি বাস্তবতা আর অনলাইন কিছুটা কল্পনা মেশানো ।

২০০৬ ফেসবুক শুরু করেছিলাম, তারপর একেবারেই ইন্যাকটিভ ।
এখন মাঝে মাঝে ম্যাসেঞ্জারে ইনবক্সিং, এটুকুই ।

আই’ম গ্ল্যাড সামুতে এসেছিলাম, I found lots of good soul here.

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০১

জুল ভার্ন বলেছেন: একদা আমি সামু সহ বিভিন্ন ব্লগে খুব স্বাচ্ছন্দ ছিলাম। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ব্লগ ছেড়ে দিয়েছিলাম প্রায় ৯ বছর। ওই সময়টা ফেসবুকে এক্টিভ ছিলাম এবং বলা যায় ফেসবুক আসক্ত ছিলাম। ইদানীং সোস্যাল মিডিয়া এড়িয়ে চলতে সমস্যা হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.