নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

I don\'t care.......

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭

I don't care.......

আমার সমস্যা নেই যদি আপনি ভীষণ বড়লোক হন। নামিদামী ব্র্যান্ডের জুতো জামা পরেন, দামী গাড়িতে চাপেন বা হররোজ ফাইভ স্টারে ভুড়িভোজ করেন। আমার সমস্যা যদি আপনি একটা অসহায়ের থেকে মুখ ফিরিয়ে নেন বা রেস্টুরেন্টে ওয়েটারকে সম্মান না দেন, রিকশাওয়ালাকে তুইতোকারি করেন কিম্বা কাজের মেয়েটির সাথে অমানবিক আচরণ করেন।

আমার কোনো আপত্তি নেই যদি, আপনি একজন গরিবকে একবেলা খাইয়ে বা একটা পথশিশুকে নতুন জামা কিনে দিয়ে ইন্সটা বা ফেবুতে ফটো আপলোড করেন। আমার আপত্তি বরং তখন হবে যখন আপনি ইন্সটা বা ফেবুতে নাম কুড়ানোর জন্যই সেটা করেন আর অন্যসময় ওদের দিকে তাকিয়েও দেখেন না।

আমার আগ্রহ নেই আপনার ধর্মে, রাজনৈতিক মতামতে। আমার আগ্রহ বরং উপরিউক্ত সবকটা বিষয়ে আপনার সাথে অমিলওয়ালা একটা মানুষের সাথে আপনার ব্যবহার ভালো না খারাপ হয় সেটা দেখায়।

আমার কিছু যায় আসেনা আপনার গায়ের রং সাদা না কালো! আপনি বেঁটে না মোটা! যদি আপনি 'আপনি' হওয়ার জন্য লজ্জিত না হন তবে আমিও আপনার জন্য বুক ফুলিয়ে ঘুরতে রাজি।

আমি জানতে চাইনা আপনি নারী ধর্ষণের প্রতিবাদে কতবার রাস্তায় মিছিলে নেমেছেন, কতগুলো মোমবাতি গলে গ্যাছে আপনার আঙুলে! আমি জানতে চাই- ভীড়ের মধ্যে কোনো নরম বুক যদি অনিচ্ছায় আপনার কনুই ছুঁয়ে যায়, তখন আপনি ওই মুহূর্তে কনুইটা একটুখানি এগিয়ে দেন না কি সরিয়ে নেন!

আমি পরোয়া করিনা, আপনি ব্লগে ফেসবুকে কত ভালো লেখেন, আপনার বই আগের বছর বইমেলায় বেস্টসেলারে গ্যাছে কিনা, কিম্বা বর্তমান বইমেলায় কয়টা বই বেরুনোর বিজ্ঞাপনের! আমি পরোয়া করি আপনি নিজের থেকে নিচে যারা আছে, যারা রোজ লিখতে চেষ্টা করছে তাদেরকে শিখতে সাহায্য করেছেন কিনা!

আমার যায় আসেনা, আপনি সমকামী বা উভকামী কিনা তাতে! আমার যায় আসেনা, আপনি কার কার সাথে কত কতবার বিছানায় শুয়েছেন তাতেও। আপনি এবং আপনার চয়েস আমার কাছে ততক্ষন সম্মানীয় যতক্ষন আপনি অন্যের চয়েসকেও সম্মান দিচ্ছেন অন্যের না কে 'না' বলেই মেনে নিচ্ছেন।

আমার সেই সমস্ত মানুষদের সাথে কোনো সমস্যা নেই, যাদের মানসিকতা সুস্থ,স্বাভাবিক,শিক্ষণীয়। আমার সমস্যা তাদের সাথে- যাদের আচার আচরণ, কাজ নোংরা করে ফেলছে এই সমাজটাকে। অন্ধকার করে ফেলছে চারিপাশ একটু একটু করে...

আমার সমস্যা নেই, আপনি চাকরিবাকরী না করে, চেষ্টাহীন ভাবে বাড়িতে বসে থাকায়। আমার সমস্যা আপনার ৫ বছরের সম্পর্কের অন্য প্রান্তে থাকা প্রেমিক একটা ভালো চাকরী জোটাতে পারলোনা বলে তাকে ছেড়ে দিয়ে 'পরিবারের চাপ' নামক কারণ গলায় ঝুলিয়ে কোনো বড়লোকের বাড়িতে চলে যাওয়ায়।

আমার সমস্যা নেই আপনার বুকের বোতাম খুলে লোম দেখানো পৌরুষ্যত্বে। আমার সমস্যা আপনার 'মেয়েদের ধর্ষণের জন্য দায়ী তাদের 'ছোট ছোট জামা কাপড়' কে দায়ী করায়।

( I Don't Care" is a song by English singer- songwriter Ed Sheeran and Canadian singer Justin Bieber........এর ভাবার্থে আমার চিন্তা)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: সর্বোচ্চ উন্নত চিন্তা-ভাবনা। এ সমাজে অবশ্য অলিক কল্পনা।

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭

জুল ভার্ন বলেছেন: কল্পনা যদি কখনো বাস্তব হয়েই যায়-সেই প্রত্যাশায়।

২| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন করে এ সমাজে এখন কজন ভাবতে পারে। এমন করে এখন এ সমাজে কজনই বা কথা বলতে পারে। সত্যকে সত্য ভালোকে ভালো মন্দকে মন্দ বলার সাহস থাকতে হবে। আই ডোন্ট কেয়ার পোস্ট পড়ে অনেক অনেক ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন: আসলে আমাদের সকলের মধ্যেই এমন ভাবনা সুপ্ত অবস্থায় থাকে। কিন্তু নানাবিধ কারনে আমরা তা প্রকাশ করিনা। ধন্যবাদ।

৩| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: ওকে। ভালো।
তো পোষ্টের উপসংহার কি ধরে নিবো?

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২০

জুল ভার্ন বলেছেন: উপসঙ্ঘার নির্ভর করে মানসিকতার উপর। কেউ প্রেরণা পাবে, কেউ হাসিরচ্ছলে উড়িয়ে দিবে।

৪| ১৮ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: হিপোক্রেসীর বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ !

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.