নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

তেল নিয়ে তেলেসমাতি....

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

তেল নিয়ে তেলেসমাতি....

সভ্যতা অনেকটা এগিয়ে গিয়েছিল চাকা আবিস্কারের সঙ্গে। সেই চাকাকে সচল রাখতে ব্যবহৃত হয় তেল, সে তেল হতে পারে ভোজ্য তেল, জ্বালানি তেল(পেট্রোল, ডিজেল, অকটেন কেরোসিন ইত্যাদি)। একটি দেশের অর্থনীতিকে সচল রাখতে জ্বালানি তেলের ভূমিকা অনস্বীকার্য। এই তেলের দামের ওপর আমাদের জীবন জীবিকা এখন অনেকটাই নির্ভরশীল।

পেট্রোল বা ডিজেল তৈরি করা যায় না, প্রকৃতির দান। কেউ কেউ হয়তো বলবেন -পুরনো টায়ার, প্লাস্টিক, পলিথিন পুড়িয়েও জ্বালানি তেল তৈরী করে- হ্যা সেটাও ক্রুড অয়েল এরই প্রোডাক্ট থেকে বাই প্রোডাক্ট। অবশ্য এই তেল প্রকৃতিতে যে অবস্থায় থাকে তা হল ক্রুড তেল, তা থেকে আমাদের ব্যবহার উপযোগী করে জ্বালানি তেল। সব দেশের ভাড়ারে অবশ্য তেল থাকে না। যে দেশের ভান্ডারে তেল আছে, তার থেকে বাকিদের ঐ ক্রুড অয়েল কিনতে হয়। তারপর চলে সেখান থেকে পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন, জ্বালানী গ্যাস ইত্যাদি নিষ্কাষন। এই পর্যন্ত মোটামুটি তেল হীন সব দেশের একই অবস্থা। তেলের দাম নির্ধারণ করার সময় এই নিষ্কাষনের খরচটি তার সঙ্গে যুক্ত হয়ে থাকে- সেটাই স্বাভাবিক ব্যাপার। সব দেশেই এভাবেই হিসাব করা হয়, তবু তেলের দাম, বিশেষতঃ পেট্রোল আর ডিজেলের দাম, বিভিন্ন দেশে বিভিন্ন রকম। অনেক সময় এই পার্থক্য আকাশছোঁযা হয়ে থাকে।

আমাদের দেশে পেট্রোল এবং ডিজেলের দাম অন্যান্য যেকোনো দেশের চাইতে অনেক বেশী। দূরে যাওয়ার প্রয়োজন নেই- আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকানো যাক। এক লিটার পেট্রোল/ ডিজেলের দাম মে, ২০২০ সনে চলছেঃ-
মায়ানমার $0.44/0.42
আফগান $0.54/0.48
পাকিস্তান $0.59/0.49
ভুটান $0.65/0.61
নেপাল $ 0.77/0.71
চিন $0.83/0.72
শ্রীলঙ্কা $0.84/0.56
ভারত $0.95/0.92
বাংলাদেশ $1.05/0.77

প্রশ্ন, এমন পার্থক্য কেন হচ্ছে? প্রথমেই বলেছি যাদের প্রাকৃতিক তেলের ভান্ডার কম বা নেই, তাদের সেটা কিনতে হবে। সেই কেনা দাম প্রায় সবার জন্যই সমান। যোগ রিফাইন খরচ। এই রিফাইন খরচটি যদিও দেশের তৈল শোধনাগারেই হয়, কিন্তু খরচের হিসাব করা হয় বিশ্ব বাজারের সাপেক্ষে।
বাংলাদেশ ক্রুড অয়েল আমদানি করে মূলত কুয়েত ও সৌদি আরব থেকে ব্যারেল প্রতি গড়ে ২১ ডলার হিসাবে। এর সঙ্গে যুক্ত হয় পরিবহন ও রিফাইন খরচ। বাংলাদেশ ছাড়া সব দেশেই তেলের দাম নির্ধারিত হয় আমদানি মূল্য + ট্যাক্স, পরিবহন ইত্যাদি যোগ করে। এখানেও আমাদের পক্ষে শান্তিদায়ক কিছুই দেখা যাচ্ছে না, কারণ বাংলাদেশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবা খাত না করে বানিজ্যিক খাত হিসেবে দেশের নাগরিকদের সাথে ব্যবসা করছে।

অর্থাৎ গরীব দেশ, উন্নয়নশীল দেশের নাগরিক হলেও আমরা রাস্ট্রীয় তেল বানিজ্যের শিকার।

আজ শুধু জ্বালানি তেল বানিজ্যের কথাই বললাম। তেলের আসল বানিজ্য হচ্ছে "তেল মারা বানিজ্য"(চাটুকারিতা)- যা আর একদিন বলবো।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৮:১৮

জ্যাকেল বলেছেন: তেল মারামারির সোদনে দেশে স্বাভাবিক মানুষ অশান্তিতে আছে। আর অস্বাভাবিক মানুষ চেয়ারগুলো দখল করে কুকর্ম করে সাধারণ মানুষের লাইফের ১৪ টা বাজিয়ে ছাড়ল।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: আমরা অসহায়, অভাগা জাতি।
"বকো আর ঝকো,কানে মোর তুলো,
মারো আর ধরো, পিঠে বেঁধেহি কূলো"!

২| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: যাদের মাথায় তেল আছে তাদেরস মস্যা নাই, তেলহীন মাথায় বারি।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: ১৮ কোটি মানুষের মধ্যে বর্তমানে শাসক দলের এক কোটি মানুষ ছাড়া কারোরই মাথায় তেল নাই।

৩| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের তেল পুরোপুরি খাঁটি এই কারণে দাম একটু বেশী। অন্য দেশেরগুলিতে মনে হয় ভেজাল আছে।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৬

জুল ভার্ন বলেছেন: অবশ্যই আমাদের তেল খাঁটি, তবে আমাদের দেশের তেল যারা নিয়ন্ত্রণ করে তারা শতভাগ ভেজাল।

৪| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সরকারি লোকজন এতটাই চুরী করছে যে সাধারণ মানুষের এখন কষ্ট হয়ে যাচ্ছে। তাঁরা চুরী না করলে এতটা করুণ পরিস্থিতি হতো না।

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪০

জুল ভার্ন বলেছেন: চুরিকে এখন বলা হয় সিস্টেম লস!

৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০০

কালো যাদুকর বলেছেন: আমাদের এখানে তেলের দাম অনেক বেড়েছে। গাড়িতে তেল নিলে, টেবিলে খাবার রাখা যায় না এমন অবস্থা।

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪১

জুল ভার্ন বলেছেন: তবুও বলতে হবে-আমরা খুব ভালো আছি!

৬| ২১ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ভারতে আমেরিকার মত প্রতিদিনই পেট্রলের দাম পরিবর্তন হয়
ভারতে আজকের (মুম্বাই) মুল্য ১০৯ রুপি 1.47 ডলার (লিটার)

সারা পৃথিবীতে আমেরিকায় সবচেয়ে কম মুল্যে গ্যাসোলিন পাওয়া যায়। পশ্চিমাঞ্চলে $4.5 পুর্বাঞ্চলে $3.5 (ইউএস গ্যালন)

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: দাম বাড়বে /কমবে এটাই বাজারের নিয়ম। কিন্তু আন্তর্জাতিক বাজারে এক সেন্ট দাম বাড়লে আমাদের দেশে দাম বাড়ে তিন ডলার। আর একবার দাম বাড়লে জিন্দেগীতেও আর কমে না।

৭| ২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এদেশে মনে হয় তেল নিয়ে তেলেসমাতি যাবেনা সেটা আসল তেলই হোক বা তেলবাজী(চাটুকারিতাই)হোক।

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫০

জুল ভার্ন বলেছেন: তেলে জবজবা নেতারা তেলে ভেসিয়ে দিচ্ছেন নিজের গুণাগুণ!

৮| ২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৩

গফুর মিয়া১৯১ বলেছেন: দেশ টা সম্পুর্ন মুভি ম্যাড ম্যক্স এর মত লাগে। বেচে থাকার জন্য অন্য সবাইকে মেরে ফেলো পিষে দাও

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫১

জুল ভার্ন বলেছেন: অন্তরদৃষ্টি দিয়ে দেখুন- তাইতো হচ্ছে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.