নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

এ ভূবণ ছেড়ে আমি কোথাও যাবো না.....

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৫

এ ভূবণ ছেড়ে আমি কোথাও যাবো না.....

আছড়ে পড়া সমুদ্র তরঙ্গ, দূরবর্তী মায়ের কোলে ঘুমন্ত পৃথিবী- আমি অনন্তকাল এখানেই থেকে যেতে চাই। যদি কেউ জিজ্ঞাসা করে- এই রক্তাক্ত ভূমি, ভাইয়ে ভাইয়ে মারামারি, গ্রেফতার, রিমান্ড, বন্দুক যুদ্ধ, বুলেটের গর্জন, গুম, খুন ধর্ষণ; তবু বলবো আমি এখানেই থেকে যেতে চাই।

যদিও এই শরীর এখানে থাকবে না, বন্দুক, বারুদের গন্ধ, হ্যান্ডকাফ, অজ্ঞাত লাশ, পশু পাখি, কিট পতঙ্গ, গাছ ফুল থাকবে জানি। এবং বিশাল খোলা জানালার মধ্য দিয়ে দুষিত হাওয়া আমার হৃদয় এফোড় ওফোড় করবে। আমার দ্বৈত অনুপস্থিতি, বৃক্ষের ছায়ায় ভ্রমণের পথে ভালোবাসার অপেক্ষায় কেউ আছে কিনা খুঁজে বেড়াবে জ্যোৎস্নায় আমার চুম্বনের স্মৃতি।

যে শিশু জীর্ণ, ক্ষুধার্ত ঘুমিয়ে পড়েছে অন্নের অভাবে। যে মেঘ পূর্ণিমার চাঁদকে ঢেকে দিয়েছে। যে নিখুঁত নীরবতা কারখানার দরজা আঁটকে দাঁড়িয়ে আছে। যে রক্তাক্ত শ্রমিক তার প্রেমিকার মুখ শেষ বারের জন্য দেখতে চাইছেন; এঁদের সকলের জন্য অনন্তকাল এখানেই থেকে যেতে চাই অদৃশ্য আমি হয়ে। আর যেনো নেই কোনো ভাবনা....

(এতো সুখ শোক তাপ যন্ত্রণা পেরিয়ে জীবনের অমোঘ বিধানে হয়তো আমার যাবার সময় হয়েছে, তাই আমায় এখন এ ভূবণ ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: একখণ্ড ভূমির মাটি চির আপন তবুও ভাগ্য কোথায় নিয়ে দাঁড়ায় সেটা ভাববার সময়
অথচ চির সত্যটুকু আপন হতে পারে না অতঃপর
আমি ভুমি মাটিকে ভালবাসি---------

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৪

জুল ভার্ন বলেছেন: কঠিন বাস্তবতা। জীবন সব জেনেও সত্যকে মেনে নিতে ভয় পায়।

২| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই এই দেশকে ছেড়ে যাওয়া, এই জীবনকে ছেড়ে যাওয়া দুঃস্বপ্নের ভিতর যেন আরেক নতুন আতঙ্ক ময় দুঃস্বপ্ন। দ্বিতীয় প্যারার শেষ লাইনটা হৃদয় ছুঁয়ে গেল।

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: এটাই জীবনের ধর্ম!

৩| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: আবেগ কন্টোল করুণ। বাস্তববাদী হোন।

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: চাইলেই সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না ভাই!

৪| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতার মতো মনে হলো!!

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৬

জুল ভার্ন বলেছেন: আপনার কাব্যিক দৃষ্টিভংগীর জন্যই কবিতা মনে হয়।

৫| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: " যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয় - তবুও চলে যায় " - আমদের আসা-যাওয়ার মাঝেই এ দুনিয়া টিকে আছে এবং তার জন্যই এত সৌন্দর্যময় এ দুনিয়া ।

যৌবনে যা সুন্দর ও প্রাণবন্থ এবং জীবনের প্রতীক ,বার্ধ্যকে তাই কুৎসিত-কদাকার ও মৃত্যুর প্রতীক। যদি এ দুনিয়া ছেড়ে কেউ না যেত তবে জীবন এত সুন্দর ও আনন্দময় থাকত না । কারন,তখন বার্ধ্যকের ভীরে জীবন শুধু যন্ত্রণাদায়কই মনে হত।

আর প্রকৃতির অমোঘ নিয়মে আমরা এখানে এসেছি আবার প্রাকৃতিক নিয়মেই আমরা এ ভূবন ছেড়ে চলে যাব। গাছ-ফুল-পাখি-দনিয়া সবই থাকবে শুধু আমরা নাই হয়ে যাব।

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: খুবই বাস্তব কথা বলেছেন-এটাই অমোঘ নিয়ম।

৬| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ৯:০২

খায়রুল আহসান বলেছেন: শুভকামনা......

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,



এই সুন্দর পৃথিবী ছেড়ে
মন যেতে নাহি চায়,
তবু ও মরণ কেন এখান থেকে
ডেকে নিয়ে যায়
কে জানে কোথায়!!!!!!!!
যদি সব কিছু ছেড়ে দিতে হবে
তবে এ আকাশ এ বাতাস
পিছু ডাকে কেন তবে....
সব কিছু যদি ছেড়ে যেতে হবে....

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: সব কিছু ছেড়ে যেতেই হবে-এটাই পৃথিবীর অমোঘ নিয়ম।

৮| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বেহেস্তে যেতে চান না।আমিতো দুই পা বাড়িয়ে রেখেছি।

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.