নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ডাক টিকিটে নজরুল.....
জীবদ্দশাতেই কবি নজরুল নিজেকে দেখে গেছেন ডাকটিকিটে। এমন রাজকীয় সমাদর জগতের কম মনীষীরই জুটেছে। কাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে প্রকাশিত ডাকটিকিট নিয়ে আজকের পোস্টঃ-
১৯৬৮ সালে তত্কালীন পাকিস্তান ডাক বিভাগ কবি নজরুলকে নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশ করে। ডাকটিকিট অবমুক্ত করার আগেই ডাক বিভাগ টিকিটের ছবিসহ প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তখন ডাকটিকিটে ধরা পড়ল মস্ত বড় ভুল। কবির জন্মবর্ষ ১০ বছর পিছিয়ে লেখা হয়েছে ১৮৮৯ খ্রিষ্টাব্দ। অবশেষে ভুল সংশোধন করে এক মাস পর অবমুক্ত করে নজরুলের ডাকটিকিট। ভুল তবু রয়েই গেল, এবার কবিতায়। ডাকটিকিটে ছাপা হলো-‘গাহি সাম্যের গান/মানুষের চেয়ে নাহি কিছু বড়/নাহি কিছু মহীয়ান।’
নজরুলের ‘মানুষ’ কবিতায় আছে-‘মানুষের চেয়ে বড় কিছু নাই/নহে কিছু মহীয়ান।’ দ্বিতীয় দফায় আর সংশোধনে না গিয়ে ডাক বিভাগ ওই ভুলসমেতই ডাকটিকিট প্রকাশ করে ১৯৬৮ সালের ২৫ জুন। যদিও তা প্রকাশ হওয়ার কথা ছিল কবির জন্মদিন ২৫ মে তারিখে। ১৫ ও ৫০ পয়সা সমমূল্যের টিকিট দুটো একই নকশায় হলেও ছিল ভিন্ন ভিন্ন রঙের। ডাকটিকিটের পাশাপাশি উদ্বোধনী খাম আর বিশেষ সিলমোহরও প্রকাশ করে।
আমার সৌভাগ্য হয়েছিল জীবিত কবি নজরুলকে সামনা সামনি দেখার এবং তাঁর জানাযায় শরীক হওয়ার। ১৯৭৬ সালে কবি ইন্তেকাল করেন। বাংলাদেশ ডাক বিভাগ কবির প্রথম মৃত্যুবার্ষিকীতে দুটো ডাকটিকিট প্রকাশ করে। ১৯৭৭ সালের ২৯ আগস্ট কবির প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রকাশিত ৪০ পয়সা ও দুই টাকা ২৫ পয়সা মূল্যমানের সেই ডাকটিকিটে কবির প্রতিকৃতিসহ তাঁর রচিত বাংলাদেশের রণসংগীতের চারটি চরণ-
‘ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত,আমরা টুটাব তিমির রাত,বাধার বিন্ধ্যাচল’
এবং ‘বিদ্রোহী’ কবিতার দুটি চরণ-
‘বল বীর-চির উন্নত মম শির!’
পরবর্তীকালে ১৯৯৯ সালে কবির শততম জন্মদিনকে ঘিরে বাংলাদেশ ডাক বিভাগ আরও একটি ডাকটিকিট প্রকাশ করে। ছয় টাকা মূল্যমানের বর্ণিল ডাকটিকিটে পুনরাবৃত্তি হয়েছে ‘মানুষ’ কবিতার অংশবিশেষ।
১৯৯৯ সনে ভারতের ডাক বিভাগও কাজী নজরুল ইসলামের শততম জন্মবর্ষ স্মরণীয় করে তিন রুপি মূল্যমানের একটি ডাকটিকিট প্রকাশ করে।
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে সৈনিক কবি নজরুল বাঙালি পল্টনের সঙ্গে করাচিতে অবস্থান করেছেন। তখন তিনি ফারসি ভাষা সাহিত্যে জ্ঞান লাভ করেন। পরবর্তীকালে ফারসি কবিতার প্রতি কবির অনুরাগ আমরা খুঁজে পাই তাঁর অনেক কবিতা ও সংগীতে। ২০০৪ সালের ৩ জুন ইরান-বাংলাদেশের বন্ধুত্ব উপলক্ষে প্রকাশিত ১০ টাকা মূল্যের দুটি আলাদা ডাকটিকিটে প্রাসঙ্গিকভাবেই স্থান পেয়েছেন পারস্যের কবি হাফিজ সিরাজী ও বাংলাদেশের কাজী নজরুল ইসলাম- যা একই সাথে বাংলাদেশস্থ ইরানী দূতাবাস যৌথ ভাবে উন্মোচন করে।
কবি নজরুলের ‘বিদ্রোহী কবি’ ভূষিত হয়েছিলেন তাঁর ‘বিদ্রোহী’ কবিতার জন্য। যা তিনি লিখেছিলেন ১৯২১ সনে। বিদ্রোহী কবিতা রচনার ৯০ বছর পূর্তিতে ‘আন্তর্জাতিক নজরুল সম্মেলন-২০১১’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ ২০১১ সালে নজরুলের চারটি ডাকটিকিটসহ একটি ‘স্মারক’ প্রকাশ করে। স্মারকীতে বিদ্রোহী কবিতার নিম্নোক্ত অংশটি ছাপা হয়-
বল বীর-বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রির! বল বীর-বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়াখোদার আসন ‘আরশ’ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটিকা দীপ্ত জয়শ্রীর! বল বীর-আমি চির-উন্নত শির!
সৈনিক বেশে নজরুলের আলোকচিত্র ঘিরে রেখেছে চারটি বর্ণিল ডাকটিকিট, প্রতিটি টিকিটের বুকে রয়েছে কবির নানা বয়সের প্রতিকৃতি আর তার পাশে বিদ্রোহী কবিতার ১২টি চরণ। বিদ্রোহী কবিতার নির্দিষ্ট অংশের ইংরেজি অনুবাদ ‘স্মারক পাতা’র সারসংক্ষেপ। ১০০ টাকা মূল্যমানের এই স্মারক পাতা পারফোরেশন এবং পারফোরেশনবিহীন দুভাবেই ছাপা হয়। প্রতিটি ১০ টাকা মূল্যমানের ডাকটিকিটে কবির প্রতিকৃতি ছাড়াও বাংলাদেশে তার স্মৃতিবিজড়িত স্থাপত্যও উঠে এসেছে। ডাকটিকিট ও স্মারক, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেছে ডাক বিভাগ।
কাজী নজরুল ইসলামকে নিয়ে যথাক্রমে পাকিস্তান, বাংলাদেশ, ভারত এককভাবে এবং বাংলাদেশ-ইরান যৌথ ভাবে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। একই ব্যক্তিকে উপমহাদেশের তিনটি দেশ তাদের ডাক প্রকাশনার মাধ্যমে স্মরণ করেছে এমন ঘটনা বিরল।
তথ্যসূত্রঃ "ডাক টিকিটে কবি নজরুল" স্বারক গ্রন্থ ১৯১১ ইং
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১১
জুল ভার্ন বলেছেন: অবশ্যই।
২| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অজানা ইতিহাস জানা হল। নজরুল ভাগ্য ও দুর্ভাগ্য দুটি সমানতালে বয়ে গেছে কখনো একটাকে ছাপিয়ে অন্যটা প্রাধান্য বিস্তার করেছে। +++++
খুব সুন্দর একটি পোস্ট।
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৩| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই--------
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৮
প্রত্যাবর্তন@ বলেছেন: কবি সম্মান পেয়েছিলেন - এটা আনন্দের ।
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৯
গফুর মিয়া১৯১ বলেছেন: আমি আজও বিদ্রোহী কবিতা পড়ি খুব ভাল লাগে সাথে একটা শিহরণ বয়ে যায়
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৯
জুল ভার্ন বলেছেন: এটাই কবির প্রতি ভালোবাসা। এভাবেই সম্মান দেখে আমরা কবি ভক্তরা খুশী হই।
৬| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬
ফুয়াদের বাপ বলেছেন: প্রিয় কবির প্রতি বিনম্র শ্রদ্ধা। জীবনের শেষ সময়টায় মানসিক বিপর্যদস্ত না থাকলে তার দ্বারা সাহিত্য-কাব্য-গান আরো অনেক সমৃদ্ধ হতো।
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১০
জুল ভার্ন বলেছেন: একমত। তারপরও অল্প সময়ে তিনি যা সৃজন করে গিয়েছেন তা বাংলা সাহিত্যে চিরজাগরুক হয়ে থাকবে।
৭| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: তাজউদ্দিন সাহেব এবং উনার স্ত্রী মুক্তিযুদ্ধের সময় কবিকে কথা দিয়েছিলেন- দেশ স্বাধীন হলে আপনাকে বাংলাদেশে নিয়ে যাবো। তাঁরা কথা রেখেছেন।
২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
জুল ভার্ন বলেছেন: এই তথ্যটা আমার জানা ছিলো না।
৮| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২১
মোহামমদ কামরুজজামান বলেছেন: জাতীয় কবি নজরুল সম্পর্কে অনেক অজানা কিছু জানা হলো । আর তাই আপনার প্রতি রইলো ধন্যবাদ এবং সাথে সথে
পোস্টে +++।
২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৯| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৫১
বিটপি বলেছেন: কবি নজরুলের সাথে পাকিস্তানের কি সম্পর্ক? তিনি পাকিস্তান সম্পর্কে জানতেন কিছু? সারা জীবন থেকেছেন ভারতে, বাংলাদেশ স্বাধীন হবার পরে বঙ্গবন্ধু তাকে দেশে আনেন এবং জিয়া তাকে কবর দেন। পাকিস্তানের কেন তার সম্মানে টিকেট প্রকাশ করা লাগে?
২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
জুল ভার্ন বলেছেন: সম্পর্কটা একজন গুণী ব্যাক্তিত্বের। আবদুস সালাম, অমর্ত্য সেন সহ বহু নোবেলজয়ী ব্যাক্তিত্বের সাথে বাংলাদেশের এবং অন্যান্য অনেক দেশের সম্পর্ক নাই কিন্তু তাদেরকে সেইসব দেশও সম্মাননা দিয়ে নিজেদের সম্মানিত করছেন।
১০| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ডাক টিকিটে আমার আগ্রহ বরাবরই কম ছিলো। হয়তো কখনো ব্যবহার করতে হতোনা বলেই।
২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮
মিরোরডডল বলেছেন:
প্রিয় কবির সম্মাননার কথা জেনে ভালো লাগলো ।
২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১২| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
ভালো পদক্ষেপ ছিলো সেটা
২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: একমত।
১৩| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৮:১০
ঈশান মাহমুদ বলেছেন: জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা। নিঃসন্দেহে তিনি এই সন্মানের প্রাপ্য ছিলেন।
২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: সকল সম্মানিত ব্যক্তিদেরই এভাবে সম্মানিত করা উচিত।
১৪| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৫৩
জ্যাকেল বলেছেন: এই সম্মান উনার প্রাপ্য। জেনে খুব ভাল লাগল।
২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: অবশ্যই।
১৫| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৮
নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা প্রিয় কবিকে আর আপনাকে শুভেচ্ছা
২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৬| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৯
শেরজা তপন বলেছেন: দারুন তথ্য- বাকি ডাকটিকেট কি কারো সংগ্রহে আছে?
২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৫
জুল ভার্ন বলেছেন: যারা ডাকটিকেট সংগ্রহ করেন-তাদের কাছে থাকার কথা।
১৭| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই তথ্যটা আমার জানা ছিলো না।
''তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা'' এই বইটি পড়লে জানতে পারবেন।
২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৫
জুল ভার্ন বলেছেন: বইটি পড়েছি কিন্তু বিশয়তা মনে ছিলনা। ধন্যবাদ।
১৮| ২৫ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:০০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ডাক টিকেট এখন আর খুব বেশি ব্যবহৃত হয় না।নজরুলের প্রতিটা ছবিই সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৬
জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের ডাক বিভাগ এখন ইতিহাস হতে চলছে।
১৯| ২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৬৮ সালে সম্ভবতও নজরুল ইসলাম ও তার পরিবার অর্থ কষ্টে ছিলেন। ডাক টিকেটে ওনার ছবির চেয়ে বেশী দরকার ছিল ওনার পরিবারের আর্থিক কষ্ট দূর করার চেষ্টা করা।
২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১৯
জুল ভার্ন বলেছেন: কবি ও কবি পরিবার আজীবনই অর্থ কষ্টে ছিলেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ সম্মান তাঁর প্রাপ্য ছিল।