নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জীবন....
প্রখ্যাত জার্মান লেখক হারমান কার্ল হেস আক্ষেপ করে বলেছিলেন- সব কিছুর মতন নদী ফিরে আসে না'(Der Fluss kommt nicht wie alles andere zurück).
গ্রামীণ নদী যখন শহরে প্রবেশ করে, তখন নদীর চরিত্রে রূপান্তর ঘটে। মানুষের জীবনও তেমন- সময়, পরিবেশ, পরিস্থিতিতে জীবনচারিতা বদলায়।
উন্নয়নের বিজ্ঞাপনের অন্তরালে ক্রমশ ক্ষয়ে যায় আমাদের নিভৃত অনুভূতি। আমাদের অন্দরমহল জীবন প্রচারের ঢক্কানিনাদে ক্রমশ ক্লান্ত বোধ করে। নাই বা জানল কেউ তোমার আমার কথা, নি:সঙ্গ অস্তিত্ব নিয়ে বিচরণ করি কালপুরুষের মতন। পণ্য ও আত্ম-বিপণনের মধ্য দিয়ে গোপনে ধ্বংস হয়ে যায় কায়ক্লেশের লৌকিক যাপন।
অন্যায় অবিচার দেখে দেখে আমি অনুভূতিহীন একজন মানুষ। নিজেকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে গভীর গোপনে বসত করে এক অন্য আমি। যাকে বহির্জগৎ স্পর্শ করতে পারে না। জীবিত মানুষকে সব থেকে বেশি আক্রান্ত করে মৃত্যুভাবনা এবং জীবনকালের এই দুই সময় আমাদের কাছে বিস্ময়কর নিসর্গ।
রাষ্ট্রশক্তি আমাদের জনসমাজে এক চরম বিভ্রম ছাড়া কিছুই নয়। গণতান্ত্রিক পদ্ধতি হত্যা করে রাষ্ট্রক্ষমতা 'গো অ্যাজ ইউ লাইক' হয়ে গিয়েছে। সাধারণ মানুষ তাই রাষ্ট্রব্যবস্থার অভ্যন্তরে ছায়া পুতুল।
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩
জুল ভার্ন বলেছেন: রক্ত হীম করা ফোনালাপ!
২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৫
গফুর মিয়া১৯১ বলেছেন: ভাল লাগল
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই ছায়া পুতুলদের কথা ক্ষমতাবানরা ভাবেনা বলেই দেশটার এ অব্স্থা।
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬
জুল ভার্ন বলেছেন: ক্ষমতার অপব্যবহার কীভাবে তার উদাহরণ সেই ফোনালাপ! একজন নায়িকাকে রেপ করার জন্যও দেশের গোয়েন্দা সংস্থা দিয়ে ধরে আনার হুমকী দেয়!
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬
জ্যাকেল বলেছেন: রাষ্ট/সরকার এইসকল হাইজ্যাক হইয়া গেছে। শুধু বাংলাদেশ না পৃথিবীর ৭৫ শতাংশ দেশেই ইহা কুচক্র/ক্রিমিনাল দ্বারা দখল হইয়া গেছে। যার বড় উদাহরণ রাশিয়া, চীন, ভারত, বাংলাদেশ।
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০০
জুল ভার্ন বলেছেন: দ্বিমত করার সুযোগ নাই!
৫| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা ছায়া পুতুল
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৮
জুল ভার্ন বলেছেন: আমরা সাধারণ মানুষ ক্ষমতাসীনদের ইচ্ছা পুতুল!
৬| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: মনের সংকীর্ণতা ও কৃপণতাকে যাহারা অতিক্রম করিতে পারিয়াছে, কেবল তাহারাই সর্বাঙ্গীন কল্যাণ করতে পারে । _______আল-কুরআন ।
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্য কথা বলেছেন এভাবে চলতে থাকলে আমরা আর মানুষ থাকব না অন্যকিছু হয়ে যাব মনে হচ্ছে--------------