নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ভার্সুয়াল জগতটা খুবই অদ্ভুত........

১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৬

ভার্সুয়াল জগতটা খুবই অদ্ভুত!

তার চেয়েও অদ্ভুত আইডির পেছনের মানুষ গুলো.... প্রতিটা মুহূর্তের অনুভূতি শেয়ার করছি যাদের সাথে... হয়তো তাদের সাথে কোনদিন দেখাই হবে না, সরাসরি বসে আড্ডা কিংবা এককাপ চা বা কফিও
খাওয়া হবে না... তার পরেও তাদের সাথে মন থেকে সম্পর্ক....মাঝে মাঝে কত আপন কত কাছের মানুষ মনে হয়!

সোস্যাল মিডিয়ায়, বিশেষ করে ব্লগ ও ফেসবুকে অনেক সু-লেখকও প্রাণপণ চেষ্টায় কল্কে পান না, আবার কেউ কেউ অন্যের লেখা চুরি করে বুক ফুলিয়ে তা নিজের টাইম লাইনে পোস্ট করেও লাইক আর কমেন্টের বন্যায় আপ্লুত হন। গদগদ চিত্তে ধন্য হয়ে তিনি আবার শেয়ারের অনুমতিও দিয়ে দেন। এবং বজ্রকঠিন স্বরে নির্দেশ দেন শেয়ারের নিচে তার নামটা লিখে দিতে!!

নিজ অভিজ্ঞতায় বলছি- ফেসবুক কিম্বা ব্লগে আমি যদি খেটে খুটে, মেধা শ্রম ব্যয় করে একটা ভালো লেখা লিখি সেই লেখা মাত্র অল্প কয়েকজন পড়েন....দু একজন দয়া বশত লাইক কমেন্টস করেন। অন্যদিকে ফেসবুকে যখন ৫/১০ শব্দের একটা চটুল লেখা পোস্ট করি সাথে সাথে কয়েক শত বন্ধু হাহা হিহি দিয়ে কমেন্টের ঝড়ে ভাসিয়ে দেয়!!!

ভালো থাকুক পারস্পরিক আত্মার সাথে আত্মার সম্পর্ক।।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৭

জাদিদ বলেছেন: এটা খুবই কষ্টের। এখন শুধু নিজের জন্যই লেখা।

১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৭

জুল ভার্ন বলেছেন: সত্যিই তাই। ব্যক্তিগত ভাবে আমি খুব বেশী আশাবাদী নই- কেউ আমার লেখা পড়বেন। তবুও লিখি- নিজের লেখাগুলো এক যায়গায় সংরক্ষিত থাকবে সেই ভরসায়। তারপরও ভয় হয়, কারণ, ব্লগে আমায় প্রথম আইডি হঠাৎ করেই যখন ব্যান করা হলো তখন আমার ২৫০ এর বেশী পোস্ট সরিয়ে নেওয়ারও সুযোগ পাইনি! যে কষ্ট আমি জীবনে ভুলবো না।

২| ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩

অপু তানভীর বলেছেন: এই প্রমান তো ভুড়ি ভুড়ি ! ।
এই জন্য লেখা কেবল নিজের জন্যই ।

১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৯

জুল ভার্ন বলেছেন: আপসোস! যখন দেখি ভুলভাল বানানে লেখা গার্বেজেও কিছু বন্ধু নিয়মিত ভালো প্রসংশা করে মন্তব্য করে!

৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১০

চাঁদগাজী বলেছেন:


আপনার এই মুল্যবান পোষ্টটাও চুরি হয়ে যাবে, মনে হয়! কোন দুষ্ট চোর কপিপেষ্ট না করে, যদি মুখস্হ করে ফেলে, তা'হলে আরো বড় সমস্যা, কষ্টের বিষয়। রবীঠাকুর, আইনষ্টাইন, বারট্রান্ড রাসেলের বইগুলোর লেখাগুলোর কি হচ্ছে? আপনার "মুড়ি" খাওয়ার পোষ্টটাও নিশ্চয় চুরি হয়ে গেছে!

১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

জুল ভার্ন বলেছেন: আমার হাবিজাবি লেখাও যদি কোনো চোর চুরি করে নেয় তাহলে তাকে চোর না বলে ছ্যাচোর বলবো

৪| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:


ব্লগার অপু তানভীরের সব পোষ্ট চুরি করে লোকজন '২১'এর মেলায় বই বের করে ফেলবে! ভয়ংকর ব্যাপার!

১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৪

জুল ভার্ন বলেছেন: যাহার জন্য প্রযোজ্য।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব অহরহো ঘটছে।

#চাঁদগাজী সাহেব এই ধরনের মন্তব্যের জন্য জেনারেলের টুপির পরার মেয়াদ বেরে যেতে পারে।

১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩

জুল ভার্ন বলেছেন: কাউকে তীর্যক ব্যাঙ্গ করে নিজেকে বিরাট কিছু ভেবে কেউ যদি শান্তি পায়, তাহলে তাকে শান্তি পেতে দেওয়া উচিৎ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন: এখন শুধু নিজের জন্য লেখা তাই আর পোস্ট দেই না। গত গল্পের পোস্টে একজন তথাকথিত বিজ্ঞ ব্লগার আমার পোস্টে গিয়ে মন্তব্য করেন
বস্তি

এর আগেও তিনি এ ধরনের বাজে মন্তব্য করেছেন আবার স্যরিও বলেছেন। বারবার ভালো লাগে না। তিনি কি জানেন না ব্যবহারই বংশের পরিচয়।

কি দরকার পোস্ট দিয়ে অপমানজনক মন্তব্য পাওয়া।তাই আর আপাতত পোস্ট দিচ্ছি না।
ভালো থাকুন প্রিয় ব্লগার।
শুভ কামনা রইলো।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: আপনার চেয়ে যে শিক্ষায়,জ্ঞান মর্যাদায় বড়ো সে আপনাকে কিম্বা অন্য কাউকে অপমান করবেনা। কিন্তু যে আপনার ফেলে দেওয়া গুপ্ত কেশেরও অধম সে নিজের জন্ম পরিচয় জানাতে অপমান করতে চেষ্টা করবে। আপনি মাথা উঁচু করে লিখুন। ভালো না লাগলে সেই ইতরেরা আপনার থেকে দূরে থাক।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভার্চুয়াল জগতে অনেকে সৎ না। যদিও বাস্তব জীবনে তারা নিজেদের সৎ বলে মনে করেন। সততা বলতে আচরণের সততাও অন্তর্ভুক্ত।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: চমৎকার বলেছেন। ভার্চুয়াল জগতের সবাই জমিদারের নাতিপুতি হিসেবেই নিজেকে তুলে ধরেন। এরাই জগতের একমাত্র ভালো প্রাণী! আসলে কার কি ব্যাকগ্রাউন্ড তা তাদের লেখায়, মন্তব্যেই প্রমাণিত।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২

আরইউ বলেছেন:


হা হা হা। যদিও হাসির পোস্ট নয় তবু দু‘ একটা মন্তব্য দেখে না হেসে পারলামনা। “চোরের মা‘র বড় গলা“ আগেও ছিল, এখনও আছে, এবং ভবিষ্যতেও থাকবে।
ভালো থাকুন, জুল ভার্ন; শুভকামনা!

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুল্যবান জিনিস চুরি হয়,গোবর খাবর কেউ চুরি করে না।
এটা সত্য যে,অনেক খাটাখাটুনির লেখা যদি কেউ না পড়ে, দুচার জন পড়লেও মন্তব্য না করে তখন খারাপ লাগে বইকি!

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে দ্বিমত করার সুযোগ নেই।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



কবি ইসিয়াকের লেখাও চুরি হয়ে যায়? দেশে কানার সংখ্যা বেড়ে গেছে নিশ্চয়।

১১| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০

নাহল তরকারি বলেছেন: মারহাবা। মারহাবা।

১২| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২

মোগল সম্রাট বলেছেন: নতুন লেখকের সাথে কথা হলে প্রায়ই তাদের হা-হুতাশ শুনি। কয়, এখন নাকি কেউ বই পড়েনা, তার বই ছাপানো খরচের ১০% ও টাকা উঠে না।

নিজেরা যে অনুরাগী পাঠক তৈরী করার মতো লেখা লিখতে পারেনা সেটা ভাবেই না।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৩

জুল ভার্ন বলেছেন: আমার বেলায় আপনার মন্তব্যের শেষ লাইনটা সত্য বলেই আপসোস কম। ধন্যবাদ।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০

জ্যাকেল বলেছেন: হুম, বড় সমস্যাই।
মানুষ না পড়ে মন্তব্য করে, দৃষ্টি আকৃষ্ট রাখার জন্য। এদিকে ফেবু টেবুতে পাবলিক এক শো এক টা লাইক দিয়ে নিজের ছবিতে লাইক পাবার আশায় ধুমছে লাইক মারে, লাইক মারতে তো এক সেকেন্ড লাগে, পড়তে কয়েক মিনিট/এমনকি ঘন্টাও লাগে তাই ওদিকে ইনভেস্ট থাকে না।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: আমি ফেসবুক কিম্বা ব্লগে কখনো ছবি নিজের ছবি দেইনা। আসলে আমার চেহারা দেখানোর মতো নয়।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভার্চুয়াল জগত আসলেই অদ্ভুত দেখা নেই পরিচয় নেই তারপরেও কত আপন।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৭

জুল ভার্ন বলেছেন: একমত। তবে আপনের ছদ্মবেশ ধরে কিছু বিষাক্ত মানুষও সোস্যাল মিডিয়ায় কম নাই।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: আমি লেখা চুরী করি। লেখা চুরী করতে আমার ভালো লাগে।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৯

নেওয়াজ আলি বলেছেন: শিরোনামটা আসলে সত্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.