নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রেম নিষিদ্ধ হোক.....

১৩ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

প্রেম নিষিদ্ধ হোক.....

শহরজুড়ে প্রেম নিষিদ্ধ হোক।
শ্রাবনের বারিধারায় ভেসে যাক
সকল না বলা কথা।
কালবৈশাখী উড়িয়ে নিয়ে যাক
মনের সকল মলিনতা।

শরতের আকাশে ভাসমান মেঘে
হারিয়ে যাক মন খারাপের ভিড়।
বলাকারা পথ হারিয়ে উড়ে যাক অন্য শহরে,
বসন্ত হারিয়ে ফেলুক মিষ্টি কলতান।

চৈত্রের কাঠফাটা রোদ্দুরে পিপাসার্ত চাতক
দুফোঁটা বারির আশায় অপেক্ষার প্রহর গুনুক।


(দুই বছর আগে ফেসবুকে লিখেছিলাম)

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রেমের টান কমেগেছে মনে হয়।

১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩২

জুল ভার্ন বলেছেন: বয়স হয়েছে না! :)

২| ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: নিজেদের সময় পেরিয়ে এসে এইসব বললে ছেলে-ছোকড়ারা মানবে?

১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩২

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৬

কালো যাদুকর বলেছেন: প্রেমতো এমনেই নিষিদ্ধ হয়ে আছে।

১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশী। তাই হয়ত রাস্তাঘাটে প্রেমের ছড়াছড়ি! :)

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

ইসিয়াক বলেছেন: প্রেম নিষিদ্ধ হলেও প্রেম আরও জোরে শোরে চলবে ;)। নিষিদ্ধ ও গোপন জিনিসের প্রতি মানুষের যত আগ্রহ।

১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: সত্য কথা।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৫

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,





তেমন প্রেম নিষিদ্ধ হবেকেন ?
গান-ই তো আছে - "চাই না বাঁচতে আমি প্রেমহীন হাযার বছর....."

১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: আমি আর কারো ভালোবাসা চাই না
সব কথা ভোলা যায় প্রথম প্রেমের কথা ভোলা যায় না।।

তোমারই দেয়া ফুল শুকিয়ে গেছে
স্মৃতিরা মরেনি আজও তেমনি আছে।
চাঁদ জাগা রাত আসে তুমি শুধু আর কাছে আস না
আমি আর কারো ভালোবাসা চাই না।।

আমার ব্যথাগুলো আমারই থাক
অশ্রুতে দুটি চোখ যায় ভরে যাক।
সেই স্মৃতি বুকে নিয়ে আমাকে সুখী হতে দাও না
আমি আর কারো ভালোবাসা চাইনা।।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: কাজী নজরুল ইসলামের একটা গান আছে- প্রেমে হাত ধরো মমো, হে মদীনা বাসী। শুনেছেন?

১৪ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

জুল ভার্ন বলেছেন: গানটার কথা এখনই মনে করতে পারছিনা।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৮

মিরোরডডল বলেছেন:




প্রেমহীন জীবন, একজন ফাঁসির আসামীর মধ্যরাতে মৃত্যুর জন্য প্রতীক্ষা :(

যদি তুমি আমায় বাঁচাতে চাও
প্রেমের নিষেধাজ্ঞা তুলে নাও




১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: অসাধারণ দাবী!

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৯

রংবাজপোলা বলেছেন: কবিতাটা জব্বহইছে। তয় শিরোনাম এর সাথেশেষের দিকখই হারাইয়া গেলো।শেষে আরওকিছু লাগাইলে ভালো লাগতো। লেজ ছাড়া ঘুড্ডির মত হইছে।

তয় আমার ভালা লাগলো।কদমবুসি লইয়েন। আরও লেইক্ষেন।

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.