নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ক্ষয়িষ্ণু ইচ্ছেগুলো....

২৪ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৩০

ক্ষয়িষ্ণু ইচ্ছেগুলো....

কিছু একটা করবো, অসম্ভব কিছু একটা-
ভাবতে ভাবতেই সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়। নির্ঘুম রাত কাটে কিছু একটা করার বাসনায়। সেই পথ দিয়ে চলে গেছে সোনালী কৈশোর, ছেলেবেলা, ক্ষয়িষ্ণু যৌবন। পেছনে বাড়তে থাকে নিষ্প্রাণ দেহটি।

কিছু একটা করতেই হবে।
পাতা ঝরলে পাতা গজাবে না এ শরীরে।
শুধু নাম না জানা নির্ঘুম পাখি ঘোষনা করবে এ শীত একটু বেশিই স্থায়ী হবে, বুঝিবা শেষ হবে না কখনো।

কিছু একটা করতে হবে ভাবতেই দেখি-
গতির সাথে পাল্লা দিতে গিয়ে পাখনাটাই খসে গেছে। অসমাপ্ত রয়ে গেছে আমার কিছু করার সংকল্প। কমতে শুরু করেছে আয়ুর অঙ্ক।

কত কিছু করার ইচ্ছে....
অথচ মিলিয়ে যাচ্ছে বাড়িফেরার পথ।
বাম অলিন্দ পাথর হতে হতে লিখবে শুধু অর্থহীন দিনের পান্ডুলিপি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন:




মিছে মায়ার খেলাঘর এই পৃথিবী।
সবশেষে 'শূন্য'।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ইসিয়াক।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটাকে একটা সুন্দর কবিতা বলা যেতে পারে। যদিও আপনি কবিতা হিসাবে লেখেননি।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৯

জুল ভার্ন বলেছেন: এটাই হচ্ছে টেলিপ্যাথি! লেফট রাইট করার সিমপ্যাথিক্যাল সিন্ড্রোম।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৫

সোবুজ বলেছেন: সবাইকে আল্লাহপাকের কাছে ফিরে যেতে হবে।হাজির করতে হবে আমল নামা। এক হাজারে এক জন যাবে বেহেস্তে বাকী৯৯৯ জন দোজকে।সময় থাকতে আল্লা আল্লা করা ভাল।দুনিয়াবী কাজ কাম করলে কিছুই হবে না।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: সুনীলের ''ইচ্ছে'' কবিতাটি পড়েছেন?

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৫

জুল ভার্ন বলেছেন: অবশ্যই পড়েছি।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: সুনীল গঙ্গোপাধ্যায়
ইচ্ছে – সুনীল গঙ্গোপাধ্যায়

কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে
দুটো চারটে নিয়মকানুন ভেঙে ফেলি
পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট
যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি
কাচের চুড়ি ভাঙার মতই ইচ্ছে করে অবহেলায়
ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি।
ইচ্ছে করে দুপুর রোদে ব্ল্যাক আউটের হুকুম দেবার
ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেরে জনসেবার
ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই।
ইচ্ছে করে অফিস যাবার নাম করে যাই বেলুড় মঠে
ইচ্ছে করে ধর্মাধর্ম নিলাম করি মূর্গিহাটায়
বেলুন কিনি বেলুন ফাটাই, কাচের চুড়ি দেখলে ভাঙি
ইচ্ছে করে লন্ডভন্ড করি এবার পৃথিবীটাকে
মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি
আমার কিছু ভাল্লাগে না।।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৬

জুল ভার্ন বলেছেন: চমৎকার! মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

মোগল সম্রাট বলেছেন: তবুও লিখতে থাকুন প্রতিদিন প্রতি বছর

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৬

জুল ভার্ন বলেছেন: আপনাদের সাথেই থাকবো।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৭

সেডরিক বলেছেন: কিছু একটা করতে হবে ভাবতেই দেখি
গতির সাথে পাল্লা দিতে গিয়ে পাখনাটাই খসে গেছে...

ভালো লেগেছে

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। জীবন এমনই।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করছেন সেটা জানতে।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:১৫

নেওয়াজ আলি বলেছেন: কিছু একটা করবো ------ভাবতেই ভাবতেই বেলা শেষ।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২১

জুল ভার্ন বলেছেন: তবু্ও এমন হতাশা খুব কম মানুষেরই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.