নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জীবনকে জিজ্ঞাস করলাম অস্তিত্ব আর অনস্তিত্ব কি?
জীবন বললে- তুমি সরলরেখায় দাঁড়িয়ে। ভিন্ন আলোকরশ্মির প্রতিফলনে তোমার চরিত্র হচ্ছে গঠন।সুখ দুঃখ সমভাবেই বন্টন। শুধু তুমি কতটা উদ্বেগাকুল আর অতৃপ্তি নিয়ে কাটাবে, কতটা স্বস্তি আর তৃপ্তি নিয়ে নিরুদ্বেগ থাকবে সেটাই দেখার।
তবে এই যে অনন্ত যুদ্ধ। বিচ্ছন্ন হচ্ছে মানুষ প্রতিনিয়ত।সংকীর্ণতার শিকার। উচ্চাশার বুকে বহন করছে কান্না।বৃত্ত পরিক্রমনে যদি পরাজিত হই কি লাভ জীবন দাক্ষিন্যনির্ভরতার?
একদিন গ্রন্থিমোচন করতে করতে পৌঁছে যাবে জীবনের এমন এক উষ্ণ সান্নিধ্যে বুঝবে আয়ত্তাধীন প্রাকৃতিক স্থুলো বস্তুতে জীবনাতিপাত করেছো বৃথা।উদ্বাস্তু তুমি স্বপ্নের মিনার তোরণ জয়স্তম্ভে নিজের অস্তিত্ব সংক্ষেপে বর্ণিত হলেও তুমি কোথায়?
যদি বলি স্পর্ধিত বিদ্রোহ নয়, একান্ত নিজেকে জানানোর ইচ্ছেয় জ্বেলেছি, আগুন জীবন ঘষে আর উল্লাসে করেছি মাতাল নৃত্য ....
যদি বলি কোন উদাসবাউল ছড়িয়েছিল স্বর্ণভষ্ম পথের ধূলায়। পেরিয়েছি এই পথ যাত্রায় হয়ে দিকভ্রষ্ট। যদি বলি- অন্য কোন মনে করেছি নিজেকে স্থাপন।
জীবন মুচকি হেসে বলল- ভ্রান্তরূপী মানুষ! তোমার উলঙ্গ অস্তিত্ব। জাগতিক সব একদিন শূন্য হবে। অন্ধতা তোমার নিয়তি। দন্ডিত হওয়াই তোমার ভাগ্য!
এসবই আমার জীবনের প্রলাপ।
আমি অবুঝের মত হাসছি।।
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন:
২| ২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৪
মোগল সম্রাট বলেছেন: আজি এ প্রাণে রবির কর, কেমনে জাগালো ডাইনোসর।
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: যতক্ষন আমি বেঁচে আছেন ততক্ষন আপনার অস্তিত্ব আছে।
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৩
জুল ভার্ন বলেছেন: রাইট।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই জীবনের শেষে সুন্দর একটা জীবন আছে।
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪
জুল ভার্ন বলেছেন: এই জীবনের সকল কর্মযজ্ঞ সেই জীবনের আশায়।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩২
সোবুজ বলেছেন: কষ্টে শিষ্টে কয়েকটা দিন কাটিয়ে দিন।তার পর শুরু হবে আসল জীবন।”আহারে জীবন আহা জীবন,জলে ভাসা পদ্ম যেমন।”
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৪
শেরজা তপন বলেছেন: বাপ্রে - আমারতো মাথার উপর দিয়ে গেল!