নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

গাধা নিয়ে কিছু কৌতুক........

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৭

গাধা নিয়ে কিছু কৌতুক.......

(১) সার্কাস দলে ছিল এক গাধা।
তার সঙ্গে কথা হচ্ছে গৃহস্থের গাধার।
সার্কাসের গাধা বলল, খুব কষ্টে আছি। খেতে পাই না। আবার বকাঝকা খাই।
গৃহস্থের গাধা বলল, তাহলে এই দল ছেড়ে চলে যাও না কেন।

সার্কাসের গাধা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে কষ্ট থাকলেও একটা আশা আছে। আশায় আশায় আছি। সার্কাসের মালিকের সুন্দরী মেয়ে আছে। সে দড়ির ওপর দিয়ে হাঁটে। মালিক তাকে বলেছে, ঠিকভাবে হাঁট। যদি পড়ে যাস, তাহলে তোকে গাধাটার সাথে বিয়ে দিয়ে দেব। আশায় আশায় আছি, যদি দড়িটা ছেঁড়ে...

(২) আরেকটা গাধা একটা স্কুলের সামনে দিয়ে যাচ্ছে। শুনতে পেল, এক অভিভাবক বলছে, মাস্টারমশাই, আমার ছেলে তো বোকাসোকা, দেখেন ওকে মানুষ করতে পারেন কি না।

মাস্টার বললেন, রেখে দিয়ে যান। কোনো চিন্তা নাই। কত গাধাকে পিটিয়ে মানুষ করলাম। আর আপনারটা তো কেবলই বোকাসোকা। পারব।

গাধা স্কুলের আশপাশে ঘুরতে লাগল। মাস্টারের চোখে যদি সে পড়ে। তাকে যদি মাস্টারমশাই পিটিয়ে মানুষ করে দেন।

(৩) একদিন এক লোক ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে। শুনতে পেল, এই বিশ্ববিদ্যালয়ে গেলে টাকার বিনিময়ে ডক্টরেট ডিগ্রি পাওয়া যায়।
সে গেল। টাকা দিল। তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হলো।

সে ঘোড়ার পিঠে চড়ে ফিরছে। তখন তার মনে হলো আমার ঘোড়াটার জন্যও তো একটা পিএইচডি ডিগ্রি দরকার। সে বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল।

বলল, এই নিন টাকা। আমার ঘোড়াটাকেও একটা ডিগ্রি দিন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলল, আমরা শুধু গাধাকে পিএইচডি দিই। ঘোড়াকে দিই না।

(৪) একদিন নাসিরউদ্দীন হোজ্জার কাছে একজন এসেছে। মোল্লা সাহেব, আপনার গাধাটাকে ধার দিন।

হোজ্জা বললেন, আমার তো গাধা নাই।

কী হয়েছে?

মারা গেছে।

এই সময় উঠানে গাধাটা ডেকে উঠল।

পড়শি বলল, ওই যে গাধা ডেকে উঠল।

হোজ্জা বললেন, আমি নিজের মুখে বললাম, সেটা বিশ্বাস করলেন না, আর আপনি একটা গাধার মুখের কথা বিশ্বাস করলেন। যান, আপনাকে গাধা দেব না।

(৫) এক রাজা বেরোবেন শিকারে। তিনি মন্ত্রীকে জিগ্যেস করলেন, আজকের আবহাওয়া কেমন। পথে ঝড়-বৃষ্টি হবে না তো?

মন্ত্রী বললেন, না না, আজ ঝড়-বৃষ্টি হবে না। আবহাওয়া চমৎকার।

কিছুদূর যাওয়ার পরে এক ধোপার সঙ্গে দেখা। ধোপা বলল, রাজামশাই, বেশ তো চলেছেন, কিন্তু সামনে তো ঝড়-বৃষ্টি হবে।

রাজা এগোলেন। ঝড়-বৃষ্টির কবলে পড়লেন।

তখন তিনি ওই মন্ত্রীকে বরখাস্ত করে সেই পদে বসালেন ধোপাকে।

ধোপা বলল, রাজামশাই, যখন ঝড়-বৃষ্টি হয়, তখন আমার গাধার কান নড়ে। আমার গাধার কান নড়া দেখে আমি বুঝেছিলাম আজ
বৃষ্টি হবে।

রাজা তখন ধোপাকে বরখাস্ত করে গাধাটাকে মন্ত্রী বানালেন।

তখন হলো আসল বিপদ। রাজ্যের সব গাধা এসে রাজাকে ঘিরে ধরল, আমরাও তো গাধা। আমাদেরও মন্ত্রী বানান।

এক লোক বলল, আমি গাধা কিনব। প্রতিটি গাধা ১০ ডলার।

গ্রামবাসী সবাই খুঁজে খুঁজে গাধা আনল। সে ১০ ডলার দিয়ে গাধা কিনতে লাগল।

এরপর সে বলল, আমি প্রতিটি গাধা ২০ ডলারে কিনব। গ্রামবাসী অনেক খুঁজে আরও কিছু গাধা হাজির করল। লোকটা ২০ ডলার দিয়েই কিনে নিল।

এরপর সে বলল, আমি এবার গাধা কিনব ৫০ ডলার করে।

গ্রামে আর গাধা নাই। ক্রেতা বলল, আমি একটু পাশের গ্রাম থেকে ঘুরে আসছি।

এদিকে তার সঙ্গী বলল, আমি ৩৫ ডলার করে গাধা বেচব।

গ্রামবাসী ঘটিবাটি বিক্রি করে ৩৫ ডলারে গাধা কিনে নিল। ক্রেতার সঙ্গীও পালিয়ে গেল। তারা আর ফিরল না।

(৬) ইশপের গল্প না বলে এই লেখা শেষ করা উচিত হবে না।

একদিন এক গাধা বনের ভেতর দিয়ে হাঁটছিল। সামনে পড়ল এক নেকড়ে।

গাধা তখন আত্মরক্ষার বুদ্ধি বের করল। সে এক পা খুঁড়িয়ে হাঁটতে লাগল।

তারপর নেকড়েকে বলল, আমার পায়ে কাঁটা বিঁধেছে। তুমি যদি কাঁটাটা বের করে দাও তাহলে আমাকে খেয়ে মজা পাবে। তা না
হলে আমার বাঁকা পা তোমার ভোজে ব্যাঘাত সৃষ্টি করবে।

নেকড়ে ভাবল, তাই তো। আচ্ছা দেখি তোমার কোন পায়ে কাঁটা বিঁধেছে।

নেকড়ে কাছে এসে মাথা নত করতেই গাধা তাকে আঘাত করল।

নেকড়ে ব্যথা পেয়ে চলে যেতে যেতে বলল, আসলে আমি তো ডাক্তার নই, আমার ডাক্তারি করতে যাওয়া উচিত হয় নাই।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভাগ্যিস দুই অক্ষরের প্রাণীটি ছিল। আপনি জানেন কিনা জানিনা, এখন আবার ওদের কারো কারো দেশপ্রেম জেগে উঠেছে। কেউ কেউ দাবি করছে, দেশপ্রেম আমাদের প্রজাতির বেশি। আমার খটকা লাগেে, সারা জীবন গরুর রচনা দেখে দেখে শেষ পর্যন্ত সেটা গাধা হয়ে গেল!!!!!

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০১

জুল ভার্ন বলেছেন: দেশপ্রেমের নামে ওরা ধান্ধাবাজ! দেশের মানুষের সাথে ওদের কোনো সম্পৃক্ততা নাই। আদতে ওরা গাধাই,অযথা গরুর রচনা পড়েছে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৭

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ প্রথমাটার আদলে দুই কুকুর বন্ধুর গল্পটা মনে পড়ে গেল! সেটা শেষে এসে বেজায় এডাল্ট :)

গাধা কেনারটা মনে হয় ৬ নম্বর হবে।
যাক ব্লগে কৌতুকের একটা জোয়ার এসেছে। মজা পাব কিছুদিন মনে হচ্ছে :)

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৩

জুল ভার্ন বলেছেন: কুকুরদ্বয়ের গল্পটাও ঝেড়ে দিন.....

নম্বর ঠিক করে দিচ্ছি।

মাঠ গরম করার সকল কৃতিত্ব গাধারই প্রাপ্য।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সারাদিন মেজাজটা খারাপ ছিল এখন একটু ভালো লাগছে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৬

জুল ভার্ন বলেছেন: আরও ভালো করার জন্য আরেকটা গাধার গল্প বানাচ্ছি.....যা পড়ে আগামী এক সপ্তাহ ভালো থাকা যাবে।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ‘গাধা’ শব্দটা আমরা বেশি ব্যবহার করি নেতিবাচক অর্থে। কিন্তু গাধা কর্মঠ, বুদ্ধিমান এবং উপকারী প্রাণীও বটে।

গাধা কোনো দিক দিয়েই আমাদের জন্য ক্ষতিকর প্রাণী নয়। তারা মানুষ ও পশুকে শুধু উপকারই করে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৭

জুল ভার্ন বলেছেন: অবশ্যই গাধা উপকারী প্রানী। কিন্তু দুপেয়ে গাধা গুলো ভালো মানুষের জন্য ক্ষতিকর।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: কৃষণ চন্দরের উপন্যাস “আমি গাধা বলছি” পড়েছেন?

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৮

জুল ভার্ন বলেছেন: পড়েছি ভাইয়া, অসাধারণ সুন্দর বই।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: গাধা সমগ্র ভালো হয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৯

জুল ভার্ন বলেছেন: গাধা কাহিনী সবে শুরু.....

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: আমরা কেবল গাধাকে পিএইডি দিই =p~ =p~

গাধা সমগ্র চমৎকার হচ্ছে ।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: অতি কৌতূহলী বালক রাজীব তার গৃহ শিক্ষিকাকে সব সময় প্রশ্নবাণে জর্জরিত করে। একদিন রাজীব তার গৃহ শিক্ষিকাকে জিজ্ঞেস করছে;
রাজীবঃ মিস একটা হাতিকে কিভাবে ফ্রিজে ভরা যায়?
মিসঃ আমি জানি না।
রাজীবঃ এটা তো খুব সহজ। ফ্রিজের দরজা খুলে হাতিটাকে ফ্রিজে রাখতে হবে।

রাজীব আবার তার মিসকে প্রশ্ন করছে;

রাজীবঃ মিস এবার বল একটা গাধাকে কিভাবে ফ্রিজে রাখা যায়?
মিসঃ এটার উত্তর আমি জানি। ফ্রিজের দরজা খুলে গাধাটাকে ফ্রিজে রাখতে হবে।
রাজীবঃ না ঠিক হোল না। প্রথমে ফ্রিজ থেকে হাতিটাকে বের করতে হবে তারপর গাধাটাকে ফ্রিজে রাখতে হবে।

রাজীব আবার প্রশ্ন করা শুরু করলো;
রাজীবঃ সব প্রাণীরা সিংহের জন্মদিনে দাওয়াত খেতে গেল শুধু একটা পশু ছাড়া। বলত কোন পশুটা দাওয়াত খেতে যায়নি।
মিস কিছুটা দ্বিধার সাথে বলল যে সিংহ।
রাজীবঃ হোল না। গাধাটা সিংহের জন্মদিনের দাওয়াত খেতে যায়নি। কারণ সে তো এখনও ফ্রিজের মধ্যে আছে।

রাজীব আবারও প্রশ্ন করা শুরু করলো;

রাজীবঃ একটা নদীতে অনেক কুমির থাকে। তুমি কিভাবে নদীটা পার হবে?
মিসঃ আমি ব্রিজ দিয়ে হেটে নদী পার হব।

রাজীবঃ হোল না। তুমি সাতার কেটে নদী পার হবে। কারণ সব কুমির সিংহের জন্মদিনে দাওয়াত খেতে গেছে।

মিসঃ রাজীব তোমার মাথায় এত বুদ্ধি কিভাবে আসে বলত!!!

রাজীবঃ তুমি ব্লগিং করলে তোমার মাথায়ও অনেক বুদ্ধি গিজগজ করবে আর সবাইকে তখন গাধা মনে হবে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১০

জুল ভার্ন বলেছেন: অপূর্ব!
অসাধারণ!!
যথাযথ!!!

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৯

শেহজাদী১৯ বলেছেন: গাধার রম্যগুলো বড় ভালো লাগলো।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪০

পদাতিক চৌধুরি বলেছেন:
সামনে ভয়াবহ দিন। গভীর সংকটে এনারা....

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১২

জুল ভার্ন বলেছেন: গাধার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে......

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৯

জ্যাকেল বলেছেন:

দূতাবাসে একজন আরবীর সাক্ষাৎকারঃ

কনসাল: আপনার নাম?

আরবঃ আবু জিনা।

কনসাল: সেক্স?

আরব: প্রতিদিন।

কনসাল: এর, মানে, পুরুষ না মহিলা?

আরব: ব্যাপার না, মাঝে মাঝে উটও।

কনসাল: হলি কাউ!!!

আরব: হ্যাঁ, গরু এবং গাধাও।

কনসাল: ওহ ডিয়ার, এটা কি হোস্টাইল না আপনাদের সমাজে?

আরব: ডিয়ার/হরিণ হয়না স্যার! খুব দ্রুত ভাগে। আর ঐ হোস্টাইল, ডগস্টাইল, যেকোনো স্টাইলই চলে।


কি মনে করে ঘুমানর আগে একবার ঢু মারতে এসে আপনার গাধার পোস্টে চোখ পরে গিয়াছে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১৩

জুল ভার্ন বলেছেন: পুরাই আউটস্ট্যান্ডিং!!!

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫৩

রাজীব নুর বলেছেন: আপনার গাধা বিষয়ক পোষ্টে কয়েকটা গাধাকে চিনতে পারলাম।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১৪

জুল ভার্ন বলেছেন: সমগোত্রীয়দের চেনা সহজ

১৩| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

জটিল ভাই বলেছেন:
পোস্টের সঙ্গে কমেন্টেরগুলোও যোগ করা যায়। কি বলেন? :P
জটিলবাদ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.