নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

গাধার গাধামির গল্প.............

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

গাধার গাধামির গল্প.............

কোনো এক গ্রামে বিচিত্র প্রাণীর মাঝে গাধারাও ছিল। এদের মধ্যে একটা গাধা ছিল ভীষণ দুষ্ট। সবার পিছনে লাগতো। প্রতিবেশিদের বাগ বাগিচায় ক্ষেত খামারে মুখ দিতো। ফসল নষ্ট করতো দেদারসে। এভাবে ফসল নষ্ট করারফলে গ্রামের বাসিন্দারা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। অবশেষে একদিন তারা ঐ গাধার অত্যাচারের কথা মালিককে জানিয়ে সতর্ক করে দিলো। বলল: 'তোমার গাধাকে যদি না সামলাও তাহলে এমন কাণ্ড ঘটনো হবে যে সারাজীবন পস্তাতে হবে। মানুষ সেই কাণ্ড নিয়ে গল্প লিখবে, মুখে মুখে প্রবাদের মতো বলে বেড়াবে।'

গাধার মালিক ভড়কে গিয়ে বলল: ঠিকাছে, সামলাব। কিন্তু পারলো না। গাধা গ্রামের এক প্রতিবেশির গম ক্ষেত তছনছ করে দিলো। প্রতিবেশিদের কয়েকজন এসে গাধাটাকে ধরে ফেললো এবং রেগেমেগে গাধার শাস্তি হিসেবেলেজ কেটে দিয়ে বলল: 'তোর লেজ কাটলাম কেন জানিস? যাতে আর কারো বাগানে বা ক্ষেত খামারে না যাস।

কী আর করা। অগত্যা লেজহীন গাধাকে নিয়ে মালিক নিয়ে খোঁয়াড়ে ঢুকালো। খোঁয়াড়ের অন্যান্য পশুরা গাধার লেজ নেই দেখে বিষয়টা নিয়ে কথাবার্তায় মেতে উঠলো এবং ব্যাপক হাঁসাহাসি করলো। তবে একটা গাধা ছিল একটু চালাক। সে লেজকাটা গাধার জন্যে সহমর্মিতা দেখাল, হাঁসল না। বলল: 'যা হবার হয়ে গেছে।.....ভবিষ্যতে সতর্ক থাকিস। লেজহীন গাধা বলল: "গাধা আবার লেজহীন হয় নাকি!"

চালাক গাধা বলল: তোর তো এখন লেজ নাই, কী করবি?

দুষ্ট গাধা বলল: "কী আর করবো, আর্টিফিশিয়াল লেজ লাগাবো। এভাবে তো চলে না, সবাই আমাকে চিনে ফেলবে...."।

চালাক গাধা বলল: তা কি হয়? তুই নিজে একেবারে হাতে ধরে এই বিপদ ডেকে এনেছিস..

দুষ্টু গাধা তার কান দুটো সশব্দে ঝাড়া দিয়ে বলল: "হ্যাঁ, হয়। আমি যাবো, যেখানে আমার লেজ কাটা গেছে, সেখানে। কাটা লেজ খুঁজে নিয়ে আসব।"
খোঁয়াড়ের ভেতরের অন্যান্য গাধা হেঁসে উঠল।

চালাক গাধাটি বলল: 'এসব ছাড়! আবারো বিপদে পড়তে চাস? শুনছ নাই, খারাপ অবস্থাকে আরো খারাপ হতে দেয়া ঠিক না?'

লেজহীন গাধা বলল: একাজ করলে ‘খারাপ’ ভালো হয়ে যাবে, দেখে নিও.....

এই চিন্তা করে গাধা পরদিনঠিকই আবারো গেল সেই ক্ষেতে যেখানে তার লেজ কাটা হয়েছিল। লেজ খুঁজতে শুরু করলো। অন্যদিকে খেয়াল করার মতো অবস্থাই ছিল না তার। হঠাৎ সমস্বরে চীৎকার শুনতে পেল সে: এই কে কোথায়! সবাই এসো! দুষ্টু গাধাটা আবারো এসেছে, চলো সবাই, ধরবো তাকে ইত্যাদি… চোখের পলকে সবাই এসে গাধাকে ঘিরে ধরে ফেলল।

একজন বলল: মার, ভালো করে মার..যাতে আর গাধামি না করে।

আরেকজন বলল: না, মেরে লাভ নেই, চলো মালিকের কাছে পৌঁছে দেই।

অপরজন বলল: না, তাতে কোনো কাজ হবে না। এই গাধার যদি শিক্ষা হতো তাহলে এতোদিনে হয়ে যেত.. তারচেয়ে বরং চল, সেদিন তো ওর লেজ কেটেছি, আজ তার কা ন দুটো কেটে দিই….।

গাধা আপসোস করলো - কী বোকামিটাই না করেছে সে.....কিন্তু এখন আর অনুতপ্ত হয়ে কী লাভ! গ্রামের লোকজন তার দুটো কানই কেটে দিলো।

দুষ্টু গাধা ধীরে ধীরে নিজের খোঁয়াড়ে গিয়ে পৌঁছল। মালিক তাকে দেখেই বলল: দেখছিস…কী বিপদটাই না ডেকে এনেছিস হাতে ধরে..? তুই আবারো গেছিস দুষ্টামি করতে! তুই এখন অন্যান্য গাধাকে কী বলবি?

লেজ-কানকাটা গাধা খোঁয়াড়ে ঢুকতেই অন্য পশুরা তাকে দেখে হাঁসতে হাঁসতে ক্লান্ত হয়ে পড়লো। চালাক গাধাটা এতোক্ষণ চুপচাপ ছিলো। একজন তাকে বলল: তুমি চুপ করে আছো কেন? হাঁসছো না কেন?

এবার সে বলল: "কেন হাঁসবো! আমাদের সবার উচিত কান্নাকাটি করা। পুনরায় এ কাজ করে আর চাইনা নিজেদের আরো বেশি বদনামী হোক। সবাই আমাদের কথামুখে মুখে বলে বেড়াক, দুর্নামের গল্প লিখুক!"

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

জ্যাকেল বলেছেন: এই ব্লগের দুপেয়ে গাঁধাটাকে ওই চালাক গাধার সাথে দু/একদিন একই খোয়াড়ে রাখা দরকার। কি বলেন ভাইসাহেব?

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৬

জুল ভার্ন বলেছেন: একটা গল্প বলিঃ- পাঠার গায়ের দুর্গন্ধের কথা সবাই জানি। তো এক লোকের একটা পাঠা ছিলো তার আয়ের অবলম্বন। লোকটা একটা রুমে পাঠাকে রেখে বাজী ধরতো- যে কোনো পশু প্রাণী পাঠার সাথে বন্ধ রুমে পাঁচ মিনিট থাকতে পারবে সে পাবে ১০০/- আর যদি পাঁচ মিনিট থাকতে না পারে তাহলে ৫০০/- পাবে পাঠার মালিক। পাঠার মালিক এধরণের বাজীতে বরাবরই জয়ী হয় তাই সেই নির্দিধায় বাজী ধরে।

একদিন এক চারপেয়ে গাধা বাজী ধরে পাঠার সাথে রুম বন্ধ করে ঢুকলো....২/৩ মিনিট পার হতে না হতেই পাঠাটা চিৎকার করে দৌড়ে রুম থেকে বেরিয়ে এসে বমি করে দেয়.....কারণ চারপেয়ে গাধার গন্ধ চারপেয়ে পাঠাও সহ্য করতে পারেনি!

গল্প শেষ......

২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩২

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, আপনার খোয়াড়ে দেখছি অনেক গাঁধা! আমাকে পালার জন্য একটা বাচ্চা গাঁধা দেবেন? =p~ =p~ =p~
পোস্টের জন্য জটিলবাদ জানবেন :)

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: টাকা খরচ করার দরকার নাই, সামান্য এমবি খরচ করে আসল গাধার স্ক্রিনশট নিয়ে নিন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৪

জুল ভার্ন বলেছেন: টাকা খরচ করার দরকার নাই, সামান্য এমবি খরচ করে আসল গাধার স্ক্রিনশট নিয়ে নিন।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৩

পদাতিক চৌধুরি বলেছেন:
ভাইজান মোরাল অফ দা স্টোরি,আগে লেজ কাটা গেছে পরে কান কাটা গেছে। এবার কি গায়ে আলকাতরা লাগিয়ে দেবে।
তবে বেচারা তাতেই খুশি। দুষ্টু লোকদের উৎপাতের সত্বেও টিকে যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে খুব নাচানাচি করছে.....

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১২

জুল ভার্ন বলেছেন: "পাগলের সুখ মনে মনে, ছাগলের সুখ কাঠাল পাতায়" - প্রবাদটা ভুলে গিয়েছেন?

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৮

এপোলো বলেছেন: জ্যাকেলের প্রতিউত্তর এ লেখা গল্পে রস বেশি পাইলাম।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১০

শায়মা বলেছেন: হায় হায় লেজ কান কাটার পরেও যদি গাধাটা আবার সেই খেতে যায় তো কি কাটা হবে কে জানে? চিন্তায় পড়লাম তো

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: চামড়া ছিলা নেড়িকুত্তার মতো ঘাঁ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আর টোকাই পোলাপানের উষ্টাগুতা খাইবে।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৩

শায়মা বলেছেন: ভাইয়া আমার গাধা কবিতা আবৃতি

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: ওয়াও! অসাধারণ!!!

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৮

সোনালি কাবিন বলেছেন: ব্লগের বুইড়া গাধাটা তো ক্লেইম করতেসে যে সে টিকে গ্যাছে।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৭

জুল ভার্ন বলেছেন: ভাইরাস আর তেলাপোকার যেকোনও খারাপ পরিবেশে নিজের টিকিয়ে রাখার কূটকৌশল জানে।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৬

আমারে স্যার ডাকবা বলেছেন: গাধা এমনই, বারবার অপদস্ত হয়েও লজ্জা হয় না। লেজ কেটে, কান কেটে ছেড়ে দিলেও সে গান ধরবে, "গাধা আজও টিকে আছে" #:-S

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন: উপায় নাই, বেহায়ারা বেহামিপনা করতেই সমাজের বোঝা হয়ে থাকে।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:



অন্য কিছুর চেয়ে ( মুড়ি খাওয়া, ভাপা পিঠা খাওয়া ) আপনি গাধার উপর অনেক ভালো লেখেন!

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২০

জুল ভার্ন বলেছেন: তাতে আপনার খুশী হওয়ার কথা!

১১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


ক্যাডেটে পড়ে আপনি মিলিটারীতে যাননি; কোন সমস্যা?

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২২

জুল ভার্ন বলেছেন: আপনার এই প্রশ্নেই বুঝেছি আপনার শিক্ষার দৌড় কতটুকু!
নিশ্চয়ই আমেরিকা গিয়েছেন ওপি ওয়ান ভিসায়!

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩১

সোনালি কাবিন বলেছেন: আচ্ছা, এত্ত এত্ত গাধাময় পোস্ট দেখে সামুর বুইড়া গাধাটা যদি আত্মহত্যা করে, তাইলে আবার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত হব নাতো আবার? :||

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৩

জুল ভার্ন বলেছেন: তেলাপোকা ভাইরাস সহজে মরেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.