নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
২০২১ সনের শেষ পোস্ট....
ব্লগ- ফেসবুকে এটাসেটা কিছু একটা লিখে ফেলা আমার অভ্যাস। এই যখন যা মনে হয়, বা যখন যা ভাবি টাবি- তখন তা লিখে ফেলি। অর্থাৎ 'বারোয়ারী লেকাজোকা'।
বন্ধুদের মধ্যে কেউ কেউ তা পড়েন, কেউ তা ভালোবাসেন, কেউ বাসেন না- সে তো আছেই। আবার কেউ কেউ মন্তব্য করেন। তাতে তাদের সাথে হৃদ্যতা বাড়ে। আবার লিখি, আবারও কেউ কেউ পড়েন। এভাবেই চলতে থাকে। এ চলাচলে দেনা-পাওনা নেই, যা আছে সবই মনের বিনিময়। ভালো লাগে।
রুটিরুজিতে পেট ভরলেও মন ভরেনা। অতএব দুটোই ভরাতে হবে। উদর আগে আর তার গায়ে গায়েই হৃদয়। হৃদয় ছাড়া আবার কিছু হয় নাকি?
ওটা পেতে হয় আবার দিতেও হয়। নিজের উদর ভরলে অন্য কারো উদর ভরেনা। হৃদয়ে দেওয়া-নেওয়া দুটোই হয়। আর তাই হৃদয় একটু হলেও জিতে যায়। কারণ ওখানে আশ্রয় দেওয়া যায়।
হঠাৎ মানসিক টানাপোড়েনের কথা লিখলাম কেন?
আসলে আমার আজ অন্য কিছু লেখার নেই। অসম্ভব ব্যস্ততার মাঝেও একটা অলস অলস ছুটির দিন দুপুরের মতোই মনটা যেন কেমন ক্ষত বিক্ষত। এ বছরটাইতো আসলে তাই। কলম/কীবোর্ড জুড়েও সেই একই বিষন্নতা!
"উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর।।
ডাকে পথে বাঁকা তব নয়না
উচাটন মন ঘরে রয় না।"
শেষ হয়ে যাওয়া বছরের মতো আসছে বছরও আমার আর ভালো থাকা হবেনা জানি, আপনারা ভালো থাকুন।
৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৫
জুল ভার্ন বলেছেন: সব সময় চেষ্টা করে ভালো থাকা যায়না ভাই।
২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা ঠিক এবং সর্তক থাকলে সুখ সংরক্ষিত হয়।
৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার আশংকা মিথ্যা হোক এই কামনা করছি। আল্লাহ চাইলে ভালো করতেও পারেন। আপনার জন্য শুভকামনা।
৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
জুল ভার্ন বলেছেন: একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের উপর ভরসা করি।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৫
সোবুজ বলেছেন: আমরা যারা প্রথমে বিশ্বাস করি,তার পর বিশ্বাসটাকে হাজারো যুক্তি দিয়ে প্রমান করতে চেষ্টা করি।আরেক ধরনের লোক আছে,প্রথমে যুক্তি দিয়ে প্রমান করার চেষ্টা করে,পরে বিশ্বাস করে।যদি প্রমান করতে না পারে তবে দোদুল্যমানতায় ভোগে।জগতে এমন অনেক বিষয় আছে যা আমরা প্রমান ছাড়াই বিশ্বাস করি।
৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
হ্যাপী নিউইয়ার!
আপনি গাধার গল্প লিখে সবার নজর কেড়েছেন; সেটা বাদ দিয়ে এটা কি ধরণের পোষ্ট দিলেন?
৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১
জুল ভার্ন বলেছেন: কী যে বলেন! শুধু আপনার কথাই লিখবো - নিজের কথা লিখবোনা!!!
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
আলোচিত ব্লগে এখন আপনার ২টি গাধার গল্প শোভা পাচ্ছে! আপনাকে অভিনন্দন!
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৫
জুল ভার্ন বলেছেন: আর লিখবো না। আপনার সৌজন্যে ড্রাফট করে দিলাম। আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে। শুভ কামনা।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২
নূর আলম হিরণ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। নতুন বছরে আরো ভালো ভালো পোস্ট দিন। খোঁচানো পোস্ট নহে
৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২
জুল ভার্ন বলেছেন: নাহ আর খোচাখুচি নয়, সব কিছুরই একটা লিমিট থাকতে হবে। সবার জন্য শুভ কামনা।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১২
ঈশান মাহমুদ বলেছেন: যদিও জানি, নতুন বছর আমাদের জন্য কোন শুভ বার্তা নিয়ে আসছে না। জানি, এখন যেভাবে আছি, তার চেয়ে বেশি ভালো থাকা হবে না, তবুও বলছি..., হ্যাপি নিউ ইয়ার।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩১
জুল ভার্ন বলেছেন: আশাই আমাদের বর্তমান ও ভবিষ্যত! শুভ কামনা।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০১
সিগনেচার নসিব বলেছেন: বছর শেষে এসে হতাশার বাণী...
আনন্দে কাটুক নতুন বছর।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন বছর আনন্দের বার্তা নিয়ে আসুক।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪০
জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৭
মিরোরডডল বলেছেন:
শেষ হয়ে যাওয়া বছরের মতো আসছে বছরও আমার আর ভালো থাকা হবেনা জানি, আপনারা ভালো থাকুন।
কি সব নেগেটিভ কথা !
সানসেটের পর সানরাইজ আসে, অন্ধকার রাত্রির পর ভোরের আলো ।
ঠিক সেরকম শেষ মানেই নতুন কিছুর শুরু ।
জুলভার্ন আবারও নতুন বছরে নতুন সব লেখা নিয়ে আসবে ।
আই’ম সিওর এখনও অনেক না বলা কথা বা স্মৃতি আছে যেগুলো আমাদের সাথে শেয়ার করবে ।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৯
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন আপনার শুভ কামনা কবুল করুন। আমীন।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৬
শেরজা তপন বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ভাই।
আমরা এই বছর নতুন করে আপনাকে ব্লগে ফিরে পাওয়ায় দারুন উদ্বেলিত।
পরের বছরে যেন ঝিমিয়ে যাবেন নারে আরো বেশী উদ্যোমে ব্লগে একটিভ থাকা চাই।
ভাল থাকুন সুস্থ থাকুন -আপনার সার্বিক মঙ্গল কামনা করছি।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: আপনাদের সাথে থাকতে পেরে আমিও ভালো কিছু সময় কাটাতে পেরেছি-সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আপনার জন্যও অফুরান শুভেচ্ছা ও শুভ কামনা।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৩
এপোলো বলেছেন: দুইবছরের প্যান্ডেমিক তিন বছরে পা দিচ্ছে। বিশের বাইশে যেন এই করোনার একটা দফারফা হয় সেই কামনা জানিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালাম।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: একটু অশান্তিতে আছি বলেই মন্দথাকা বুঝতে পারি ।
ভালো থাকুন সুস্থ থাকুন ।
আপনার নাম যুগে যুগে ব্লগে দেখতে পাই ।
শুভেচ্ছা ।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: ভাই আমার, আমি আপ্লুত!
শুভ কামনা।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:১৭
ইসিয়াক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ইসিয়াক।
১৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৩
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
হৃদয়ের মতো নাজুক জিনিষ আর নেই। ঠুনকো আঘাতেই তাতে দুঃখের ঢেউ জাগে।
তাই আপন দুঃখ বেদনা থেকে নিজ সৃষ্টিকে সরিয়ে দিয়ে নিজেকে নির্বিকার রাখার মধ্যে দুঃখি জীবনের জন্যে রয়েছে এক তীব্র মাদকতা । সেই মাদকতা নিয়ে ২০২২ এর আকাশে ঝুলিয়ে রাখুন নতুন নতুন লেখা , ঠিক ঝুলে থাকা চাঁদের মতোন!
শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫২
জুল ভার্ন বলেছেন: ভাইজান, আমার ব্যার্থতা- আমি আপনার মতো সুন্দর করে লিখতে পারিনা! আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের সবাইকে হেফাযত করুন। আমীন।।
১৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:০৮
জটিল ভাই বলেছেন:
শুভকামনা রইলো। নো চিন্তা। নতুন খৃষ্টাব্দ ভাল না গেলে গাঁধাব্দতো রয়েছেই
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
তবুও যদি মানুষ হয়।
১৮| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:১১
নেওয়াজ আলি বলেছেন: নতুন বছরে সুখ ও সুস্থতা সবই যেনো থাকে। শুভ কামনা
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৯| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: ২০২২ এ আপনার সাথে আমার দেখা হবে।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৭
জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।
২০| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮
জুল ভার্ন বলেছেন: আপনার জন্যও প্রিয় কবি।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আনন্দ মনে থাকে এবং না চাইলেও ভালো থাকতে হয়।
ভালো থাকার জন্য সবাই চেষ্টা করতে হবে।