নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
-------------------
আমাদের অনেকের মনেই এই প্রশ্ন আসে, সময় কী? একটা কঠিন প্রশ্ন। যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অথচ কী অনায়াসে আমরা বলে ফেলি - একটা দিন চলে গেলো বা একটা বছর চলে গেলো জীবন থেকে। ২০২১ চলে গেলো, ২০২২ একটা নতুন বছর। এটা ও একদিন চলে যাবে।
সবাই না জানলে ও আমরা অনেকে জানি "সময়" হল কোনো একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ (ভিউপয়েন্ট) থেকে, আমাদের সবার পারিপার্শ্বিক পরিবেশে অবিরাম এবং ধারাবাহিক যে পরিবর্তন ঘটে, তার একটা পরিমাপ মাত্র। আরো পরিষ্কার করবো।
সময় কি বাস্তব? না কি একটা ধারণা মাত্র? এটা আরো কঠিন প্রশ্ন। বিস্তারিত আলাপে না যাই। একটা উদাহরণ মনে হয় বেশ পরিষ্কার করে দেবে। একই গতিতে চলা দুইজন ব্যক্তি প্রত্যেকে তাদের অতিক্রান্ত দূরত্ব এবং অতিক্রান্ত সময়ের পরিমাপ এক বলে মানবেন, কারণ তা এক। এখন যদি একজন ব্যক্তি তার গতি বাড়িয়ে বা কমিয়ে দেন, তখন তিনি অন্য ব্যক্তির পরিমাপ করা সময় এবং দূরত্বের সাথে তার নিজের সময় ও দূরত্বের মাঝে ফারাক দেখতে পাবেন।
এর মানে হল, সময় মোটেও একটি সর্বজনীন একক নয়। এটি একটি আপেক্ষিক পরিমাপ যা বস্তুর দ্রুত বা ধীর গতিতে চলার সাথে সাথে পরিবর্তিত হয়, মাধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হয়।
উপরের এই কথাগুলো বললাম এই জন্য যে, একটা বছর চলে গেলে আমরা হিসাব-নিকাশ নিয়ে বসি। কী পেলাম আর কী হারালাম। অনেকের মনোজগৎ এমন ভাবে তৈরি যে প্রাপ্তির আনন্দের চাইতে হারানোর কষ্ট আমাদের বেশি পীড়া দেয়। আমরা আনন্দ করতে ভুলে যাই। অথচ হওয়ার কথা ছিলো উল্টো।
আমরা প্রায় সবাই বিশ্বাস করি কমবেশি যে, গত বছর আমাদের ভালো কাটেনি কিংবা আশানুরূপ ভালো কাটেনি বা আরো ভালো কাটতে পারতো। হয়তো হ্যাঁ, হয়তো না। আর আমাদের মন খারাপ হয়। মন খারাপ করবেন না, কী পেলেন না বা কী হারালেন, তা ভেবে। কিছু ঘটনা আপনার আশেপাশে ঘটেছে যাতে আপনার হয়তো কিছুই করার ছিলো না। আর করার থাকলে ও আপনার জানা ছিলো না (অনেকক্ষেত্রেই হয়তো) তা বা গুরুত্ব দেননি। সমস্যা নেই। জীবন রকেট সাইন্স না। অংকের সূত্র মেনে জীবন চলে না। জীবনের নিজস্ব, আলাদা সূত্র আছে আর তা নিজে নিজেই পাল্টে যায়।
যা হয়নি, যা হারিয়েছেন, যা পাননি, তা নিয়ে না ভেবে আজ নিজের সাথে বসে একটা কাজের লিস্ট (wish list) করে নিন আগামীতে কী কী করতে চান আর কী কী করতে চান না। ব্যাস এইটুকুই যথেষ্ট। তারপর কাজে নেমে যান। যদি আস্তেধীরে করার কথা না হয় বিশেষ কোনো কাজ, তাহলে সব কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন, যে কাজ শেষ করেছেন তা সেলিব্রেট করুন। কারণ আপনি যা পেরেছেন, অনেকে তা পারেননি। আপনি তার সময়কে পিছে ফেলে এগিয়ে গেলেন, চাট্টিখানি কথা না। আপনার Wish list এর কিছু ২০২২ সালে শেষ হবে, কিছু তার পরের বছর, কিছু তারও পরে। কিছু শেষ হবেই না। সমস্যা নেই তাতে।
বিখ্যাত আইরিশ চিত্রকর Maria Robinson বলেছেন, "Nobody can go back and start a new beginning, but anyone can start today and make a new ending".
২০২২ সালে আপনার অনেক চাওয়া পাওয়াতে পরিণত হোক, আপনি ও আপনার আপনজনেরা সুস্থ থাকুন, এই কামনা করছি আপনাদের "জীবনের পাঠশালা" গ্রুপের পক্ষ থেকে।
নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।
(ফেসবুক থেকে কপি পেস্ট)
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৭
জুল ভার্ন বলেছেন: নতুন বছরের আমার ভিতর নুণ্যতম কোনো প্রতিক্রিয়া হয় না। আমি সব দিনই নতুন কিম্বা সব দিনই পুরাতন।
২| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খুব গা ঝাড়া দিয়ে উঠতে ইচ্ছা হয়।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৭
জুল ভার্ন বলেছেন: কিন্তু তা পারা যাচ্ছে না!
৩| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৯
ইসিয়াক বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
আমার ছেলে এই বছর ক্লাস এইটে উঠলো ওকে একটু বেশি টেক কেয়ার করতে হবে তাই ব্লগে হয়তো কম আসা হবে। আপনার আগামী দিনগুলো সুন্দর কাটুক।
শুভকামনা সবসময়।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৮
জুল ভার্ন বলেছেন: আপনার ছেলের জন্য শুভ কামনা- একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন।
ধন্যবাদ।
৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৬
শেরজা তপন বলেছেন: সুস্থ্যভাবে সম্মানের সাথে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রত্যাশা ...
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৯
জুল ভার্ন বলেছেন: কিন্তু সেই প্রত্যাশা জগত সংসারের ৯০% মানুষেরই পূর্ণ হয়না। তুবুও আমাওরা আশায় বুক বাধি!
৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা
২০২২ শুভ বর্ষ রইল
আশা করি ভাল ও সুস্থ থাকবেন----
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৬| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৮
এভো বলেছেন: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
ইংরেজি নববর্ষ কথাটা ঠিক নহে এবং মোল্লাদের কথা খৃষ্ঠান নববর্ষ কথাটা ও ঠিক নহে ।
এই বর্ষটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করে, এর ইংরেজ/ইংরেজি অথবা খৃষ্ঠানিটির কোন সম্পর্ক নেই । ধন্যবাদ
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৬
জুল ভার্ন বলেছেন: সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে বিষয়টাকে আভিধানিক ভাবে না দেখে চলতি কথার উপরই আমরা দেখি- তাই ইংরেজী নববর্ষ হিসেবেই চালিয়ে দেই।
৭| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১২
অন্তরন্তর বলেছেন: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ্ সকলের মঙ্গল করুন।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৭
জুল ভার্ন বলেছেন: আমীন।
৮| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮
জটিল ভাই বলেছেন:
আল্লাহ্ সবাইকে হিদায়াত করুন। সবার শুভবুদ্ধির উদয় হোক। তারপরও হয়তো অনেকের কাছেই পোস্টের মূলবক্তব্যটি আপেক্ষিকভাবে কটু মনে হতে পারে
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৯
জুল ভার্ন বলেছেন: "বৃথা হে সাধনা ধীমান"! দুপেয়ে গাধার কোনো দিন শুভবুদ্ধির উদয় হবেনা।
৯| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৩
বিটপি বলেছেন: এটা আসলে ইংরেজী নববর্ষ নয় - এটা আমাদের নববর্ষ। দুনিয়ার সব মানুষের যাবতীয় কার্যকলাপ এই বর্ষকে মেনেই হয়ে থাকে।
১৪ই এপ্রিল যেটা শুরু হয়, সেটা বাংলা নববর্ষ নয় - আকবরী নওরোজ। সম্রাট আকবর খাজনা তোলার সুবিধার্থে ঐ নববর্ষের প্রচলন করেছিলেন হিজরি নববর্ষ থেকে, যার কোন শুরু নেই।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:২২
জুল ভার্ন বলেছেন: বাংলা নববর্ষ, হিজরি নববর্ষ, ইংরেজি নববর্ষ, চিনা নববর্ষ - আমরা বছরে চারটি নববর্ষ পাই
১০| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৩
জুল ভার্ন বলেছেন: তোমার জন্যও শুভ কামনা।
১১| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২
জ্যাকেল বলেছেন: এভো বলেছেন: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
ইংরেজি নববর্ষ কথাটা ঠিক নহে এবং মোল্লাদের কথা খৃষ্ঠান নববর্ষ কথাটা ও ঠিক নহে ।
এই বর্ষটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করে, এর ইংরেজ/ইংরেজি অথবা খৃষ্ঠানিটির কোন সম্পর্ক নেই । ধন্যবাদ
https://www.britannica.com/topic/Gregorian-calendar
britannica.com/topic/Gregorian-calendar
দেখেন, এটা কিন্তু খ্রিস্টানদের ক্যাথলিক(ওদের সুন্নী) সম্প্রদায়ের পোপ দ্বারা শুরু হয়। অতএব বাংলায় ঈসায়ী/খ্রিস্টাব্দ বলা যায়। তবে কোনভাবেই ইহা ইংরেজি ক্যালেন্ডার না।
জুলভার্ন ভাইসাহেব, ২০২২ 'র শুভেচ্ছা!
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৫
জুল ভার্ন বলেছেন: বক্তব্যের সাথে দ্বিমত করার সুযোগ নেই।
আপনার জন্যও ২০২২ বর্ষের শুভেচ্ছা।
১২| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৪
সোবুজ বলেছেন: স্থান ও সময় কঠিন বিষয়।তবে বিজ্ঞানীরা প্রমান করে দেথিয়েয়েন সময়ের শুরু কখন।সাদামাঠা দৃষ্টিতে দুটি ঘটনার দুরত্বকে সময় দ্বারা মাপা হয়।
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৩
বিটপি বলেছেন: এক একটা করে নতুন বছর আসছে, আর আমার কাছে দুনিয়ার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। কিশোর বয়েসে নতুন যে কোন কিছুর প্রতিই খুব আগ্রহ বোধ করতাম। এখন আর করিনা, মনে হয় যা কিছু পুরনো, তাই আমার সাথে মানিয়ে নিয়েছে। এজন্য ছিঁড়ে গেলেও পুরনো কাপড় পরি। বাবার কেনা পুরনো টয়োটা জি করোলা আমি নিজের জন্য ব্যবহার করি।