নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকা প্রেমিক যখন মা বাবার ভূমিকায়.......

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

বেশিরভাগ মেয়েরা প্রেমে পড়লে মায়ের মতো আচার আচরণ শুরু করে। ঘুম থেকে ঠিক সময়ে উঠলাম কিনা, চা ব্রেকফাস্ট খেলাম কিনা, ঠিক সময়ে অফিস পৌঁছালাম কিনা, লাঞ্চ করলাম কিনা, বাড়ি ফিরলাম কিনা! নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা ফোন কল।

অন্যদিকে বেশিরভাগ ছেলেরা প্রেমে পড়লে বাবার মতো আচার আচরণ শুরু করে। রাস্তা ঠিক ভাবে পেরোলো কিনা, অফিসে কারোর খারাপ নজর পড়লো কিনা, হেলমেটের স্ট্র্যাপটা ঠিক করে আটকে দেওয়া, ট্রেনের প্রচন্ড ভিড়ে দুর্ভেদ্য দেওয়ালের মতন সামনে দাঁড়িয়ে থাকা ইত্যাদি।

এগুলো সবই হয় ভীষণ স্বতঃস্ফূর্ত ভাবে, পুরুষতন্ত্র বা নারীতন্ত্রের নিয়ম না মেনেই। ভালোবাসা আসলে আমাদের ভিতরকার মাতৃত্ব বা পিতৃত্বকে জাগিয়ে তোলে। মা বা বাবা হওয়ার অনেক আগেই.....

বিঃদ্রঃ পোস্টে লিখিত বিষয়বস্তু(থিম) বহু বছর আগে একটা উপন্যাসে পড়েছিলাম(উপন্যাসের নাম, লেখকের নাম ভুলে গিয়েছি) - তারই নির্যাস নিজের মতো করে লিখেছি।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

ইমরোজ৭৫ বলেছেন: আসলেই এটা কি সত্যি..? আমি কোন দিন প্রেমে পড়ি নাই। আর আমার সাথে কোন মেয়ে প্রেম করে নাই।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫২

জুল ভার্ন বলেছেন: হায়রে দুর্ভাগা পুরুষ! বাংলাদেশের যে ছেলে মেয়ে হাইস্কুল পাশ করার আগেই কয়েক বার প্রেমে পরেনি- তার জন্য করুণা ছাড়া আর কিছুই করার নাই!

৩| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: কারণ ছেলেরাই এবং মেয়েরাই কেয়ারিং পছন্দ করে।

ভালোবাসার সাথে সাথে কেয়ারিং বিরাট বড় এক ব্যপার। এই কেয়ার আবার খেলো নাকি? শরীরের যত্ন নিলো নাকি, জন্মদিন মনে রাখলো নাকি? না রাখলেই হইসে প্রেম ভেঙ্গেও যেতে পারে। ঐ তুই আমার জন্মদিন ভুললি কেনো ব্যস ব্রেক আপ। এসব অবশ্য এখন হয় আগে হৃদয়ের কথা হৃদয়ে চেপেই গান গাইতো- আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল শুধাইলো না কেহ.......

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৪

জুল ভার্ন বলেছেন: প্রেমিক প্রেমিকা অবশ্যই কেয়ারিং পছন্দ করে, তাই বলে প্রেমিকা মায়ের মতো, আর প্রেমিক বাপের মতো আচরণ করবে!!! =p~

৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

জ্যাকেল বলেছেন: ভালবাসার প্রকাশ হইতেছে কেয়ারিং। এই জিনিসটা আদিকাল থেকেই মনে হয় চলে আসতেছে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৬

জুল ভার্ন বলেছেন: নাউজুবিল্লাহ। তাই বলে প্রেমিকা মায়ের মতো, আর প্রেমিক বাপের মতো আচরণ করবে!!! :((

৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:০০

জটিল ভাই বলেছেন:
শেষ হইয়াও হইলো না শেষ..... অসাধারণ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৭

জুল ভার্ন বলেছেন: পুরাই জটিল!

৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: অল্প কথায় দারুণ উপভোগ্য একটা বিষয় তুলে ধরেছেন ভাইজান।++

হ্যাপি নিউ ইয়ার আপনাকে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৯

জুল ভার্ন বলেছেন: আজ একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে কয়েক জোড়া কপোত-কপোতীর ভাবসাব দেখে ঘটনাটা মনে পরেছে!

৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৫

জুন বলেছেন: তবে একটা সময় মনে হয় এই অতিরিক্ত কেয়ারিং জিনিসটা উভয়েই পছন্দ করে না। এক পর্যায়ে এসে দুজনেরই উক্তি সারাক্ষণ মাতব্বরি তোমার কি আর কোন কাজ কাম নাই X((
লেখাটিতে ভালো লাগা রইলো।
+

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০৬

জুল ভার্ন বলেছেন: সারাক্ষণ মাতব্বরি তোমার কি আর কোন কাজ কাম নাই X(( বলার মতো সাহস ওদের নাই। ওরা মনে হয় আবেগে পরস্পরকে মা- বাবা ডাকে! :-P


আজকালকার প্রেমিক প্রেমিকাদের এটিচিউডই 'বাবু খাইছো' মার্কা! হাত এমন শক্ত করে ধরে হাটবে যেনো খুনের মামলার আসামির হাতে পায়ে ডান্ডাবেড়ী লাগাইয়া রাখে- যাতে দৌড়ে পালাতে না পারে!

৮| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: কি আর করবে মা বাবা ছাড়া তো এই দুনিয়ায় কাউকেই কেয়ার করতে দেখে না এই কঠিন পৃথিবীতে তাই মা বাবাই হয়ে যায় আর কি।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০৯

জুল ভার্ন বলেছেন: সেই জন্যই বোধহয় আজকালকার প্রেমিকারা প্রেমিককে বাব্বা/বাবুসোনা / বাবু খাইছো ডাকে =p~

৯| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:১১

শায়মা বলেছেন: হ্যাঁ আমি তো সেই যুগেই বাবু বাবু ওলে ওলে কত্তাম ভাইয়া।


:P


আমার মাতবরীর জ্বালায় পালায় বাঁচছে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৬

জুল ভার্ন বলেছেন: আমার বোন বলে কথা! =p~

১০| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৭

আখেনাটেন বলেছেন: কচি বয়সে মনে কয় এগুলো ঠিক আছে....মাঝবয়সে মনে হয় আদিখ্যেতা..বুড়োকালে কেমন মনে হয় তা জানি না কারণ বুড়ো হওয়া এখনও বাকি যে...। :D

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: বয়স বাড়ে বাড়ুক, বুড়ো হবেন না।

১১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: তাইতো বলি।
শেষেই সব খোলশা হলো।

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪১

জুল ভার্ন বলেছেন: =p~

১২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৩

গুলশান কিবরীয়া বলেছেন: অতিরিক্ত ভালোবাসাই মনে হয় সমস্যাদায়ক।

:)

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৩

জুল ভার্ন বলেছেন: অতিরিক্ত ভালোবাসা সমস্যা নয়, সমস্যা হচ্ছে লোক দেখানো ভালোবাসায়।

১৩| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা বদলে যায়।

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৩

জুল ভার্ন বলেছেন: অবশ্যই।

১৪| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৩

নান্দনিক নন্দিনী বলেছেন: একটা ভিন্ন দৃশ্যও প্রায়শই চোখে পড়ে,
দেখা হওয়া মাত্রই একজন অপরজনের সেলফোনের কললিষ্ট, মেসেজবক্স চেক করা শুরু করে।
এতো অবিশ্বাসের সাথে ভালোবাসা, ভালো থাকে কী করে?!

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: আসলে এই শ্রেণীর তরুণ তরুণীদের মধ্যে ৯৫% আদৌ ভালোবাসাই নয়- স্রেফ টাইম পাস, এঞ্জয়.....

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪২

বিটপি বলেছেন: প্রেমিকের মাঝে প্রেমিকা তার বাবাকে খোঁজে, আর স্ত্রীর কাছে স্বামী দ্বিতীয় মাকে পায়। এর দরকার আছে।

০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৭

জুল ভার্ন বলেছেন: আমার দৃষ্টিভংগী আপনার বক্তব্যের বিপরীত। আমি প্রেমিকার কাছে যে ভালোবাসা খুঁজি তা শুধু প্রেমিকাই দিতে পারে- যেখানে মায়ের ভালোবাসার তুলনা করা যাবেনা। ঠিক একই ভাবে প্রেমিকের ভালোবাসার সাথেও বাবার ভালোবাসা মেলাতে পারবোনা।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০০

বিটপি বলেছেন: একজন বাবা যেমন তার উঠতি বয়েসের মেয়ের গতিবিধির দিকে সতর্ক নজর রাখে, প্রেমিকও তার প্রেমিকাকে ঠিক সেভাবেই দেখে শুনে রাখে। মা যেভাবে সন্তানের ভালো মন্দের দিকে নজর রাখে, স্ত্রীও স্বামীর ভালো মন্দে তেমন অধিকার ফলায়। কিন্তু প্রেমিকা বা স্বামী কেউই তাদের কাউন্টার পার্টের এই ভূমিকা ভালোভাবে গ্রহণ করেনা।

০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৯

জুল ভার্ন বলেছেন: একমত। এতটা নির্ভুল ভাবে কিভাবে বললেন - নিজ অভিজ্ঞতায় নিশ্চয়ই! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.