নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আধা ভৌতিক কাহিনী অবলম্বনে...
রাত ১১:৪০....
ঘড়ির ঘন্টা আর সেকেন্ডের কাঁটা দুটো ঘুরতে ঘুরতে এসে যেই পৌঁছায়, ঠিক সেই মুহূর্তেই বিগত এক মাস ধরে আসা একটা নীরব ফোন কলের প্রতীক্ষায় আমিও কেমন থাকতে শুরু করেছি, কারণটা আমার নিজের কাছেই অজানা। কিন্তু প্রতিরাতের ফোন কলটি নিয়ম করে তার অস্তিত্বের কথা চিনিয়ে যায় নতুন নতুন অনুভূতির অলঙ্কারে সাজিয়ে। একটাও শব্দ এসে পৌঁছায় না আমার কানে অথচ মনে হয় অপর প্রান্তের প্রতিটি মনের কথাকে আমি অনুভব করতে পারছি।
মনে হয় আমার কন্ঠস্বরের অপেক্ষায় অপর প্রান্তে কেউ অধীর আগ্রহে! আমার প্রথম কথা শোনার পর একটা দীর্ঘশ্বাস এসে পৌঁছায় আমার কানে। মন বলে ভীষণ চেনা সেই শ্বাস-প্রশ্বাস, বেশ বুঝতে পারি অপর প্রান্তের নীরবতার সাথে হাতের চুড়ি আর পায়ের নূপুরের ক্ষীণ ধ্বনিতে তাকে চেনানোর ইঙ্গিত থাকে। কেন জানিনা, আমিও ইচ্ছাকৃত ভাবে তাকে চেনার চেষ্টা করি না। রোজ কেমন অধীর আগ্রহে এই ফোন কলের অপেক্ষা থাকে আমার। হয়তো এই অনুভূতিটাই আমার ভালোলাগায় পরিণত হয়েছে!
আজ দিন তিনেক হলো আসেনি রাত রাত ১১:৪০.... এর ফোন কল। রোজের প্রতীক্ষার সাথে আজ হঠাৎ একটা শূন্যতা অনুভব করছি। যে ফোনকলের একটা শব্দও এসে পৌঁছায় না আমার কান পর্যন্ত, কেবল চুড়ির ক্ষীণ আওয়াজ, নূপুরের নিক্কণ আর শ্বাস প্রশ্বাস কখনো বা শুধু দীর্ঘ শ্বাসের ক্লান্ত শব্দটুকু ছাড়া, সেই অপেক্ষা আজ আমার চোখ ঝাপসা করে দিচ্ছে বারবার।
•••তবে কী ওই নীরব ভালোলাগায় আমার ভালোবাসার আস্তরণ পড়েছে? নাকি যে ভালোলাগা আর ভালোবাসা আমার কাছে অচেনা ছিলো তাকে চিনতে শিখেছি আমি?
প্রতিরাতে মনে মনে বার্তা পাঠাই, তার সাড়া পাইনা। একাকীত্বের আড়ালে রাতের পাতাকে নিপুণতার সাথে গুটিয়ে ফেলতে চাই। ফোনের অপর প্রান্তে থাকা জীবন্ত অস্তিত্বের কানে কানে বলতে চাই, "এই যে শোনো, আমি তোমার নাম দিয়েছি 'ঘুমপরী', তুমিই আমায় পাগল করেছো, করেছো সর্বহারা, তুমি আমার পাগলী কিংবা পাষাণী হও বা আরও যা যা কিছু, তবু জেনো তুমিই আমার প্রেম পিয়াসী, তুমিই 'সোহাগ ফুল'। ক্ষণিক অভিমানের জোয়ার আমারও আসে মানিয়ে নিও তুমি। আজ বলে যাই গোপন কথা 'তোমায় ভালোবাসি'। ভালোবাসি তাই অভিমান ভুলে দ্যাখো কেমন গাছ হয়ে বসে আছি, তোমার নীরবতার সাথে আসা শব্দগুলোর আশ্রয়দাতা হবো বলে।
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: না ভাইয়া, নিজেকে অমন কিছু দাবী করার ধৃষ্টতা আমার নাই।
২| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪২
নাহল তরকারি বলেছেন: ভাই, আপনি হচ্ছেন এই যুগের রবীন্দ্রনাথ।
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: আমি গুড ফর নাথিং!
৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছোঁয়া দাদা ভাল থাকবেন
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।
৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩
রোকসানা লেইস বলেছেন: কত কিছুর জন্য যে মনে আকুলতা............
শুভেচ্ছা রইল
০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ আপু।
৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: ভয়ের জন্ম আমাদের অজ্ঞতায়। ভয়ের জন্ম আমাদের না জানায়। অলৌকিকতার জন্ম আমাদের কুসংস্কারে।
অজ্ঞতা, না হানা এবং কুসংস্কার থেকে দূরে থাকতে পারলেই আর কোনো সমস্যা নাই।
০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৫
জুল ভার্ন বলেছেন: বাস্তবতার নিরিখেও ভয় পাওয়ার কারণ আছে। যেমন- ঘরে, লঞ্চে আগুণ লাগা, গুম খুন হবার ভয়, নিরাপত্তার ভয়। কুসংস্কার থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৫
রানার ব্লগ বলেছেন: আপনার লেখা আমার ভেতরে কাজ করছে। নতুন একটা লেখার প্রেরনা পাচ্ছি।
০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:১১
জুল ভার্ন বলেছেন: যাক এতোদিনে আমার লেকাজোকা অন্তত একজনের লেখায় প্রেরণা যুগিয়েছে! ধন্যবাদ।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান ,
আমারও একবার ইরকম হয়েছিল। সকাল ০৭:০০ টা'র রোগে ধরেছিল।
প্রতিদিন সকাল ০৭:০০ টার জন্য অপেক্ষা করতাম অধীর আগ্রহে ।
- প্রশ্ন জাগতে পারে কেন ?
জবাব - নিষিদ্ধ জিনিষের প্রতি মানুষের আকর্ষন দূর্নিবার । উনি এক ঈভ ছিলেন - যিনি আমাকে গন্ধম খাওয়াতে চেয়েছিলেন আর আমি ও রাজী ছিলাম - তবে -------------
০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:১২
জুল ভার্ন বলেছেন: এইজাতীয় গল্পগুলো এমনই হয়
৮| ০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আধা ভৌতিক কাহিনী পাঠ রাতে পড়লে বেশি ভাললাগতো। ++++
০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৫
জুল ভার্ন বলেছেন: গভীর রাতে এবং একাকী বাড়িতে পড়তে হবে
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১:৩৬
জটিল ভাই বলেছেন:
সঠিক সময়েই সঠিক পোস্ট পড়লাম বলে মনে হচ্ছে। জটিলবাদ প্রিয় ভাই
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ জটিলেশ্বর ভাই
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কেউ আবার মশকরা করছে না তো?
০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫২
জুল ভার্ন বলেছেন: তা তো বটেই
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৬
ইমরোজ৭৫ বলেছেন: আপনি কি সাহিত্যিক??