নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আমি আপ্লুত, অভিভুত....

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৯

আমি আপ্লুত, অভিভুত....

রবি ঠাকুর তাঁর একটা ছোট গল্পে লিখেছেন -
'ভাগ্যটা আমার ঘোলা জলের ডোবা। বড় রকমের কোন ইতিহাস সেখানে ধরে না'- বক্তব্য আজ আমার কাছে বিপরীত হয়ে ধরা দিয়েছে!

আমাকে ভাসাবে বলে নিভেছে যে স্রোত একা একা
তাকে তোমরা ভালোবেসে 'খরস্রোতা' নাম দিলে,
আল্পনা জুড়ে শুধু নোনাজল চুপি চুপি রাখা;
তারই মাঝে পেয়েছি আজ, সব হারানোর মেহেফিলে।

আমার জন্মদিন মানেই আমার মায়ের মৃত্যুদিন - তাই সব সময়ই আমার জন্মদিন কাটে বিষাদে...... তারপরও সব কষ্ট - বিষাদ ভুলে আমার জন্মদিনে এত ভালোবাসা, এত শুভেচ্ছা পেয়ে আমি সত্যিই অভিভুত। জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার মতো অতি ক্ষুদ্র আমির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না! আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আল আমীন এর প্রতি শুকরিয়া।

আমার জন্মদিনে যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন- আমার উচিত ছিল প্রত্যেকের শুভেচ্ছার জবাব ব্যক্তিগতভাবে দেয়া কিন্তু যে পরিমান শুভেচ্ছা আপনারা আমাকে জানিয়েছেন তার আলাদা করে জবাব দেয়ার কাজটি আমার জন্য সত্যিই কঠিন।

অতএব, আমার জন্মদিনে যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আন্তরিক শুভ কামনা সত্যিই আমাকে উদ্বেলিত করেছে।

দেখা হবে কমরেড,
মাঠের প্রান্তরে, পাহাড়ে কিংবা জঙ্গলে
ব্যারিকেড হবে মিথ্যের বিরুদ্ধে
স্লোগান থাকবে সাম্যের
লড়াইটা থাকবে টাইমলাইন থেকে রাস্তায়।
আমাদের হাতে সময় বড় অল্প
লড়াইয়ের নেই বিকল্প
সালাম বন্ধু, সালাম।

সকল বন্ধুদের জন্য রইল শুভেচ্ছা অঢেল। সকলের জীবন আনন্দময় হোক, মহান মালিকের কাছে এই প্রার্থনা করছি।
আ-মীন।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:০২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।

২| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৩

এপোলো বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানবেন। সাথে দুইদিনের পুরোনো নিউ ইয়ারের শুভেচ্ছাও জানায় দিলাম।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: আমার বাবার জন্মদিন ১ মে। আমার দাদা ৭৫ বছর পর্যন্ত বেঁচে থাকলেও তার মৃত্যু হয় - ১ মে। একসময় আমরা আব্বার জন্মদিন পালন করতাম। দাদার মৃত্যুর পর আমরা আর জন্মদিন পালন করি না।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন: আমার জন্মের সাথে মায়ের মৃত্যুর মৃত্যু জনিত কারনে আমার জন্ম দিন পালনের রেওয়াজ নাই! কিন্তু বন্ধু স্বজনরা এবং সোস্যাল মিডিয়ার বন্ধুরা এটা সারম্বড়েই উজ্জাপন করে।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৯

ঢুকিচেপা বলেছেন: নববর্ষ এবং জন্মদিনের শুভেচ্ছা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৫

জ্যাকেল বলেছেন: অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা হে গুণী!

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৭

ওমেরা বলেছেন: আমার জানতে কৌতুহল হচ্ছে আপনার জন্মের পরই কি আপনার আম্মার মৃত্যু হয়েছে নাকি নাকি পরে আপনার জন্মদিনে উনার মৃত্যু হয়েছে ?

শুভ - জন্মদিন সাথে আল্লাহ আপনার আম্মকে ভালো রাখুন কামনা করি।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৮

জুল ভার্ন বলেছেন: আমার জন্মের দশঘন্টা পর মায়ের মৃত্যু হয়েছিলো........

ধন্যবাদ জনাব।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: দুজনের জন্য অনেক দোয়া করছি মা জেনো জান্নাত বাসি করুন আর আপনি আরও ভাল সুস্থ ভাবে বছরের পর পর কেটে যাক
শুভ জন্মদিন দাদা-----------

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই আমার।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জন্মের পরপরই আপনার মা মারা গিয়েছিলেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫১

জুল ভার্ন বলেছেন: আমার জন্মের দশঘন্টা পর মায়ের মৃত্যু হয়েছিলো........

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৮

ঈশান মাহমুদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা প্রিয় বড়ো ভাই। সর্বশক্তিমান আপনাকে সুস্থ রাখুন এবং দীর্ঘজীবী করুন।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:১৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৯

সেডরিক বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ব্লগার। সুস্থতা ও সাফল্যে কাটুক বাকি জীবন। শুভ কামনা :#)

আপনার আম্মার বিদেহী আত্মার জন্য দোয়া ও প্রার্থনা করি। 8-|

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:১৫

জুল ভার্ন বলেছেন: আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.