নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
প্রসঙ্গঃ মূল্য..........
মূল্যে মূল্যায়ন হয় মূল্যের ভুবন। বিষয়,বস্তু, কামনা, বাসনা, ব্যক্তিত্ব, এমন কি অমূল্য জীবন। মূল্যের সীমানায় দাঁড়িয়ে মূল্য নির্ধারণ করে তার পরিসীমা। স্থান, কাল, পাত্রভেদে প্রবাহিত সর্বদা মূল্য সীমা। মূল্য নির্ধারিত হয় মূলত অর্থে (Money)। আবার নির্ধারিত হয় মূল্য বিভিন্ন উপায়ে, বিভিন্ন ভাবে। বিনিময় মূল্যের চিরাচারিত প্রথা। হোক সে ন্যায় কিংবা অন্যায়। সৎ কিংবা অসৎ এর বিনিময়।
রূপের মূল্য নির্ধারিত রূপ লাবণ্যে। কাম-কামনার মূল্যের মূল্য সহবাসে, প্রেমের আবরণে। ভালোবাসার মূল্যের বিনিময়ে হয় হৃদয় দেওয়া-নেওয়া। পবিত্র মিলনের সুখ মোহনায়।
সুখের মূল্য কষ্ট, দুঃখ, ক্লেশ, ক্ষোভ, আক্ষেপ এর বারিধারায়।
সুখ-আনন্দের মূল্য অনেক ক্ষেত্রে আনন্দ অশ্রু ধারায় নির্গত হয়।
ক্রমশ ধেয়ে চলে সুখ,পরিশ্রম আর ত্যাগের মহিমায়।
প্রতারণা, ছলনা, মিথ্যাচারিতা কিংবা শটতা এর মূল্য দুঃখ, বেদনা, আক্ষেপ আর কান্নায়।
সৎ চরিত্র, সৎ গুনের সতত মূল্য, মূল্যায়িত হয় সততা, জ্ঞান, বিবেক, মনুষ্যত্ব আর মানবিকতায়।
কিছু মূল্যের মূল্য নির্ধারণ হয় না জগতের নিয়মের ধারায়। মৃত্যুর গতি পথ হয় কি রুদ্ধ কোন কিছু মূল্যের বিনিময়।
চরম সত্যের এই কঠিন প্রশ্নের খোজ উত্তর। নয় বিধাতারে, স্বয়ং নিজেকে শুধাও।
মূল্যের মূল্য হয় সহজসাধ্য, হয় অসাধ্য। মূল্যের মূল্য হয় আবার নির্মম। মূল্যের এই গতি ধারায় মূল্য চলেছে সবিরাম।
সুস্থ, সুন্দর জীবনের লাগি, মূল্যকে অবমূল্যায়নের কাছে না রাখি, না করি বিক্রি।
বিক্রি যেন না হয় মূল্য অসৎ এর প্ররোচনায়, আগামীর পথ চলায়।
মূল্য চলুক তার স্বমহিমায়।
মূল্য হোক মূল্যায়িত মানবের ন্যায়, বিবেক, জ্ঞানের প্রজ্জ্বলিত শিখায়।
মূল্যের মূল্য হোক বিকশিত হোক প্রস্ফুটিত মানবের মানবিকতায়।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ২:০১
জুল ভার্ন বলেছেন: আমার বিশ্বাস, সামুতে অনেক অনেক মেধাবী ব্লগার আছেন-যারা প্রচুর পড়াশোনা, জানা বিদগ্ধজন, যাদের মধ্যে আপনিও একজন। আপনার মন্তব্য পড়েই বুঝতে পারি আপনার জ্ঞানের গভীরতা।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: মুলায়ন কথার মাঝে সহজ কিছু নেই স্বার্থ নির্ভর করে তবুও কোন এক সময় মুলয়ান হবেই বিশ্বাস ভাল থাকবেন দাদা
০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ২:২২
জুল ভার্ন বলেছেন: 'দাদা' সম্বোধন শুনলেই ভালো লাগায় বুকের ভেতর হু হু করে ওঠে!
ধন্যবাদ ভাইয়া।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কথামালা
০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: ভালোর ভাত নাইগো বইন!
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৭
জ্যাকেল বলেছেন: প্রিয়তে নিতেই হল।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: মূল্যবান পোস্ট। ইহার মূল্যকে আশা করি পাঠক সঠিকভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে।
০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩
জুল ভার্ন বলেছেন: চেষ্টা করছি- ভালো কিছু লিখতে.........
ধন্যবাদ।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৯
ইসিয়াক বলেছেন:
মূল্য চলুক তার স্বমহিমায়।
মূল্য হোক মূল্যায়িত মানবের ন্যায়, বিবেক, জ্ঞানের প্রজ্জ্বলিত শিখায়।
মূল্যের মূল্য হোক বিকশিত হোক প্রস্ফুটিত মানবের মানবিকতায়।
ভাল্লাগছে।
শুভ কামনা রইলো।
০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:১১
সেডরিক বলেছেন: মূল্য সকলের কাছে সমান নায়। মানুষের কাছে হীরার মূল্য প্রচুর হলেও হাঁস-মুরগির কাছে হীরার চেয়ে একদানা গম বহুগুন মূল্যবান। মূল্য আপেক্ষিক।
ভালো লিখেছেন।
০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৫
জুল ভার্ন বলেছেন: হৃদয়ের গভীর উপলব্ধি থেকে অসাধারন সুন্দর মন্তব্য!
ধন্যবাদ।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৮
জটিল ভাই বলেছেন:
মূল্য বুঝতে নির্বাচন লাগে। আর নির্বাচনে জিততে কিংবা হারতে মূল্য দিতে হয়।
জটিল কথার মালা
০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: এখন স্বনির্বাচিতদের জয়জয়কার!
আগে লেখার পাঠক নির্বাচিত করতেন সেরা -এখন লেখক নিজেই নিজেকে সেরা ঘোষণা দেয়!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৫
বিটপি বলেছেন: বাপরে! এই মূল্যবান মতামতের মূল্য দেবার মত মুলো আমার সমমূল্যের কারো পক্ষে মূল্যায়ন করা মূলত সম্ভব নয়।