নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
রোগের নাম “ওথেলো সিন্ড্রোম”
পৃথিবীর ভয়ংকরতম মানসিক রোগের রোমান্টিকতম নাম! উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক ওথেলো, দ্য মুর অফ ভেনিস এর নায়ক ওথেলোর নামেই এই রোগের নামকরন করেন মনোবিজ্ঞানীরা।
কৃষ্ণাঙ্গ সেনাপতি ওথেলো মিথ্যা সন্দেহের বশবর্তী হয়ে তার স্ত্রী ডেসডিমনা কে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে যখন জানতে পারেন স্ত্রীর প্রতি তার এই বিশ্বাস অমূলক ছিল তখন নিজেও আত্মহত্যা করেন।
ওথেলো সিন্ড্রোম বা প্যাথলজিক্যাল জেলাসি নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশী দেখা যায়! এই রোগে পুরুষরা তাঁদের সঙ্গিনী বা স্ত্রীকে সারাক্ষণ সন্দেহ করতে থাকেন, ভাবেন তাঁদের স্ত্রী অবিশ্বাসী, ব্যাভিচারিনী এবং সঙ্গিনীকে হারানোর ভয়, ইন্সিকিউরিটি থেকে তাঁদের মধ্যে নানা ধরনের বিহেভিওরাল ডিযঅর্ডার দেখা দেয়।
যেমনঃ
* তিনি অভিযোগ করতে থাকেন যে তার বউ তার থেকে অন্যদেরকে বেশী এটেনশন দেয়!
* রং নাম্বার, এক্সিডেন্টাল কল থেকে শুরু করে সমস্ত ফোন কল নিয়ে জেরা করতে থাকে!
* পার্টনারের সোশ্যাল মিডিয়া,বফেসবুক, ইন্সটাগ্রাম ব্যাবহার নিয়ে তাঁদের চরম আপত্তি থাকে!
* সারাক্ষণ ভাবে তার বউ বা প্রেমিকা অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে!
* সারাক্ষণ জানার চেষ্টা করে বউ কোথায় আছে, কার সাথে আছে!
* পার্টনারের এর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে মেলামেশার ব্যাপারেও সে নিষেধাজ্ঞা জারি করে, সে ডিসাইড করে দেয় কার সাথে মেশা যাবে বা যাবে না!
* স্ত্রীর পারসোনাল হবি বা কাজের জায়গায় সে বাধা সৃষ্টি করে, বাড়ীর বাইরে যাবার উপর কড়া নজরদারি শুরু করে!
* পার্টনারের পোশাক আশাক, সাজসজ্জা থেকে শুরু করে তার সামাজিক জীবন সব সে নিয়ন্ত্রণ করে!
* সন্দেহ থেকে ভারবাল, ফিজিক্যাল বা সেক্সুয়াল এবিউজ করে এবং প্রতিবাদের সম্মুখীন হলে তার সন্দেহ আরও সুদৃঢ় হয়!
আমি মোটা দাগে কিছু লক্ষণের কথা বললাম, ব্যক্তিবিশেষে এর সাথে আরও অনেক লক্ষণ যোগ হতে পারে। এক্সট্রিম কেইস সিনারিওতে স্বামী বা প্রেমিক তার স্ত্রী বা প্রেমিকাকে খুন, নিজে আত্মহত্যা করে ফেলতে পারেন বা ওথেলোর মত দুটোই একসাথে করতে পারেন!
অতএব যারা নিজেদের স্বামীর বা প্রেমিকের মধ্যে এই সব লক্ষণ দেখে নিজেকে অসম্ভব ভাগ্যবতী মনে করেন, ভাবেন কোন পুণ্যের ফলাফল হিসেবে এমন প্রেমিক পেয়েছেন তারা আসলে ভয়ঙ্কর এক মানসিক রোগীর সাথে বসবাস করছেন, যে আপনার এবং তার নিজের দুইজনের জীবনের জন্যই ঝুঁকিপূর্ণ!
তাই উপরের লক্ষণের সাথে কোন লক্ষণ মিলে গেলে ভালবাসায় গদগদ না হয়ে অনতিবিলম্বে তাকে সাইক্রিয়াটিস্ট/কাউন্সিলারের এর কাছে নিয়ে যান, উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে নিজের জীবনের নিশ্চয়তা ফিরিয়ে আনেন।
আফসোস, শেক্সপিয়ায় ওথেলো নাটক লেখার আগে এই রোগের নাম কেও জানতই না, এমনকি শেক্সপিয়ায় সাহেব জানলেও হয়ত নাটকের পরিসমাপ্তি হত অন্যভাবে, নিষ্পাপ ডেসডিমোনা বেঁচে থাকত আর তার ঈর্ষাকাতর স্বামী ওথেলো থাকত এসাইলামে!
মনে রাখবেন, ভালবাসা কোন জেইলখানা না যে তাতে বন্দী হয়ে থাকতে হবে, ভালবাসা আকাশের মত, হাত পা ছড়িয়ে উড়তে শেখার নামই ভালবাসা।
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯
জুল ভার্ন বলেছেন: এই বিষয়টা আমার জানা নেই, সম্ভব হলে লিখবেন।
ধন্যবাদ।
২| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫
শায়মা বলেছেন: সন্দেহ প্রবনতা এবং আরও কিছু নাম আছে মনে হয় ওথেলো সিন্ডরমের। লাভ অবসেশনও এক ভয়ংকর রোগের নাম।
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১১
জুল ভার্ন বলেছেন: হ্যা, আরও অনেক প্রবনতা আছে-যেগুলোকে ওথেলো সিন্ড্রম বলা হয়। যেমন, তোমার দিকে তাকিয়ে কেউ যদি একজনের কানেকানে কথা বলে তখন মনে হবে ওরা তোমাকে নিয়েই কিছু বলছে
৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের ভয়ঙ্কর অসুখ হতে বাঁচিয়ে রাখুন
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: আমি নিজে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছি কিন্তু এই অসুখ থেকে মুক্তি পাওয়া সহজ নয়।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৯
রানার ব্লগ বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৭
শায়মা বলেছেন: লেখক বলেছেন: হ্যা, আরও অনেক প্রবনতা আছে-যেগুলোকে ওথেলো সিন্ড্রম বলা হয়। যেমন, তোমার দিকে তাকিয়ে কেউ যদি একজনের কানেকানে কথা বলে তখন মনে হবে ওরা তোমাকে নিয়েই কিছু বলছে .....
সিজোফ্রেনিয়াতে খুব সন্দেহ প্রবনতা হয় তবে তারা আবোল তাবোল হলেও ভাবতে পারে অনেক বেশি যা অন্যদের থেকে একটু আলাদা বা পুরোপুরি ব্যতিক্রম থাকে।
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫
জুল ভার্ন বলেছেন: রাইট।
৬| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৮
বিটপি বলেছেন: এখনকার পুরুষেরা নারীর প্রয়োজন অতটা অনুভব করেনা। সময় কাটাতে তাদের কর্মস্থলের ব্যস্ততার পাশাপাশি সোশ্যাল মিডিয়া, ক্লাব, আড্ডা - এসবে লিপ্ত হয়ে পড়ে। এসব পুরুষরা চায়ই যেন তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয় এবং তার দায় দায়িত্ব থেকে থে মুক্ত হয়ে যায়।
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৯
জুল ভার্ন বলেছেন: আপনি বলেচেন- 'এখনকার পুরুষেরা নারীর প্রয়োজন অতটা অনুভব করেনা'- কথাটা অনেক ক্ষেত্রেই সত্য, তবে সেটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রোজোয্য। অন্যদিকে, আমার মনে হয়না কোনো পুরুষ কিম্বা নারী চায়-তার স্ত্রী/স্বামী পরকিয়ায় জড়িয়ে পড়ুক!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৩
নতুন বলেছেন: ওথেলো রুমাল হারানো কে কেন্দ্র করেই দেছদেমোনার প্রতি সন্দেহ এবং পরে তাকে হত্য করে।
এই জন্যই পরে রুমাল দিলে ঝগড়া হয় এই রকমের একটা বিষয় চালু হয়েছে অনেক সমাজে।
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৯
জুল ভার্ন বলেছেন: বুঝেছি। ধন্যবাদ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই ভংঙ্কর রোগ থেকে পানাহ চাই।
০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৮
জুল ভার্ন বলেছেন: আমীন।
৯| ০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৮
অপু তানভীর বলেছেন: এই রোগ ভয়ংকর এক রোগ । সংসার সম্পর্কে ধ্বংশ হয়ে যায় কেবল এই রোগের কারণে ...
০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৩
জুল ভার্ন বলেছেন: এই রোগ করোনার মতো সংক্রামক এবং প্রতিমূহুর্তে চরিত্র বদলায়!
১০| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৬
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই ভয়ংকর রোগ
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮
জুল ভার্ন বলেছেন: জ্বি।
১১| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৪১
নেওয়াজ আলি বলেছেন: সন্দেহ করা হতে মুক্ত আছি। সবাই যেনো সুখে থাকে
০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩০
জুল ভার্ন বলেছেন: আপনাদের ভাগ্যবান।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫
নতুন বলেছেন: সম্ভবত রুমাল দিলে ঝগড়া হয় এই কথার প্রচলন ওথেলো থেকেই শুরু ।