নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
এত কবি কেন?
সোস্যাল মিডিয়ায় কবি ও কবিতার আধিক্য দেখে শক্তি চট্টোপধ্যায়ের একটা লেখার কথা মনে পরে যায়। শক্তি চট্টোপাধ্যায়ের এই লেখাটি নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছিল। আজ সেই পুরোনো লেখাটি পড়তে গিয়ে মনে হল, তরুণ প্রজন্মের সঙ্গে লেখাটি শেয়ার করি।
লেখাটির নাম-ই তো 'এত কবি কেন?'
কিছু প্রশ্ন তুলেছিলেন শক্তি চট্টোপাধ্যায় এই লেখাটিতে:
'গদ্যের ঘাড় মটকে পদ্য আদায় করার রেওয়াজ শুরু হয়েছে।...এখন যারা কবিতা লেখে তাদের বেশিরভাগই লেখে এক ধরনের ভাঙচুরময় গদ্যে।কেন লেখে? লেখা সহজ বলে।... কবিতা লেখার প্রথম শর্ত ছন্দ।'
তারপর এক মোক্ষম কথা বলেছেন শক্তি:
'আমার কাছে যদি কোনও তরুণ কবি আসে, লেখা দেখায়, আমি সঙ্গে সঙ্গে তাকে শেকসপিয়ারের সনেট অনুবাদ করতে বলি।...সে কবি আর দ্বিতীয়বার আমার কাছে আসে না।সে তখন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে চলে যায়।সহনশীলতা ও সম্পাদকীয়তা ওর রক্তে।ও ঘষে-মেজে সেই তরুণের একটি কবিতা 'দেশ'-এ ছাপিয়ে দেয়।...সেই তরুণ কিন্তু হয়ে উঠল জবরদস্ত কবি।তাকে এখন ঠেকায় কে? সুনীল কবিতার যত বড়ো পৃষ্ঠপোষক তত বড়ো শত্রু।'
এরপর শক্তি নিজের যুগের কথা, বন্ধুদের কথা, পত্রিকার কথা, কবিসম্মেলনের কথা বিস্তারিত ভাবে লিখেছেন।
জীবনানন্দ দাশের সেনেট হলে কবিতা পাঠ সম্পর্কে লিখছেন:
'সেই প্রথম জীবনানন্দকে চাক্ষুষ করি। তাঁর কয়েকটি কবিতা শুনি। তিনি মনে মনে এক ধরনের কবিতা পড়ে চলে গেলেন। কেউ শুনল কী শুনল না- সেদিকে দৃকপাত পর্যন্ত করলেন না। আমার সেই বয়সে মনে হয়েছিল, কবি হতে হলে এরকমটাই হতে হবে।'
তারপর লিখছেন:
'পত্রিকাকে কেন্দ্র করে ছোটোখাটো গোষ্ঠী তৈরি হয়েছে। দুদেশের অবস্থা একইরকম।কবিতা ছাপা ছাড়া এদের মূল কাজ হচ্ছে একে অন্য গোষ্ঠীকে গালাগাল দেওয়া। সমালোচনামূলক গালাগাল নয়। খুবই ব্যক্তিগত, নিচু স্তরে নেমে এসে পরস্পরের কুৎসা করা।'
বর্ষীয়ান কবিকেও ছেড়ে কথা বলেননি শক্তি। তিনি লিখছেন:
'স্বপ্নেরা ডুকরে ওঠে বারবার' বইটি শামসুর রাহমানের শেষতম কবিতার বই। আমায় উৎসর্গ করা। বইটি হাতে পেয়ে পড়ার চেষ্টা করলাম কদিন ধরে। পড়ে উঠতে পারলাম।কিন্তু এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এল। শামসুরের কবিতায় সে-ধার গেল কোথায়?'
বিতর্ক সৃষ্টি করবেন বলেই বুঝি লেখা। বাংলাদেশের তরুণ কবিদের সম্পর্কে লিখছেন:
'(বাংলাদেশের) যে সব পত্রিকাগুলো পাই তার মধ্যে পাঠযোগ্য কোনও লেখা খুঁজে পাই না। ভুল ছন্দে কী সব বিচিত্র লেখা। আমাদের এখানকার তরুণ রচনা থেকে অনেক কাহিল।'
অতঃপর বিস্ফোরণটি ঘটিয়েছেন:
'ও (সুনীল গঙ্গোপাধ্যায়) যে কীভাবে মহাকবি তৈরি করে চলেছে প্রতি হপ্তায় এবং মহিলা কবি।এত মেয়ে পদ্য লেখে।...আমার তো মেয়েদের কবিত্বে খুব সামান্য আস্থা আছে।এতখানি বয়সেও কবিতা সিংহ ভুল ছন্দে কীভাবে কবিতা লিখে চলেছে।'
যদিও আমি ব্যক্তিগতভাবে এই নিবন্ধের অনেক বক্তব্যের সঙ্গে সহমত নই, তবু ভাবতে অবাক লাগে, শক্তি এতটা অকপট হলেন কীভাবে?
কবি বলেই কি!
প্রসংগত বলছি, সেই ১৯৮২ সনে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন টিএসসিতে কবিতা সম্মেলন হয়েছিলো-যা ছিলো মূলত এরশাদ বিরোধীতার প্রথম সূত্রপাত কিম্বা বিদ্রোহ। তখন দেশের বিভিন্ন স্থান থেকে কবিরা জমায়েত হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। মফস্বলের অনেক কবিরাই আত্মীয়তার সূত্রে কিম্বা চেনাজানার সূত্রে অনেকেই বিভিন্ন হলে ছাত্রদের সাথে অবস্থান করছিলেন। তা দেখে চারু কলার ছাত্র কার্টুনিষ্ট হুদা টিএসসি'র কবি ও কবিতা সম্মেলন স্থানে হাতে লেখা কয়েকটি পোস্টার সেটে দিয়েছিলেন- "দেশে কবি ও কাকের সংখ্যা সমান"। সেই পোস্টারের বক্তব্য নিয়েও ব্যাপক বিরুপ আলোচনা সমালোচনা হয়েছিলো। তবে পোস্টারের বক্তব্য সমর্থন করে বিখ্যাত কবি, লেখক ভাষাবিদ হুমায়ুন য়াযাদ খুব প্রসংশা করেছিলেন।
১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৬
জুল ভার্ন বলেছেন: সেই কবিও নাই, কবিতাও নাই। এখন ৯৯.৯৯% কবি সাহিত্যিক ক্ষমতাসীনদের পদলেহন করে চলে।
ধন্যবাদ।
২| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কবি আর কাক
ওসব কথা আজিকে না হয় থাক
এতো কবি কেন কেন এত প্রতিবাদ
এ কথাটিই মূখ্য
কবি আর কবিতা নয়কো অভিশাপ
এ যেন স্রষ্টার আশীর্বাদ।
১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৭
জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন।
তএ কবিদের কলম সত্য ন্যায় এবং আমজনতার প্রত্যাশার কথা লিখুক-সেটা আশা করি।
৩| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৫
ইসিয়াক বলেছেন: ঠিক তাই এত কবি কেন?
আসলে কম বেশি সবাই মনে মনে কবি তার মধ্যে কেউ কেউ লিখে প্রকাশ করে । মনের খোরাক মেটায়। তাই বলে সবার কবিতা কি মান উত্তীর্ণ? অবশ্যই না। তবে আমার যেটা মনে হয় লিখুক না অসুবিধা কি।
ভালো থাকুন।
১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৯
জুল ভার্ন বলেছেন: কবি কিম্বা কবিদের নিয়ে আমার কোনো সমস্যা নাই বরং কবিতার প্রতি আগ্রহ অনেক।
সর্বপরি, আমি যা বলেছি , তা আমার কথা নয়। যার রেফারেন্স দিয়েছি।
ধন্যবাদ।
৪| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেই কেউ কবি নাকি সবাই কবি ? এই প্রশ্নগুলো বার বার সামনে আসছে।
১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪২
জুল ভার্ন বলেছেন: আসতেই থাকবে, যদি কবিদের লেখায় একটা মিনিমাম স্টান্ডার্ড বজায় না থাকে।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: কবিতা লেখা সহজ। তাই দেশে এত এত কবি।
১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: আসলেই কি কবিতা লেখা সহজ? আমার ধারনা উলটা।
আসল ব্যাপার হচ্ছে-সব কবিতাই কবিতা হয়না।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার লেখা পড়ে যেটা বুঝলাম এত কবি কেনো আসলে এটা একটা রাজণৈতিক কথাছিল আমার কাছে মনে হলো কারণ
কবি রা প্রতিবাদি ছিল এখন আছে তাই তিনি বলেছিলেন ’এত কবি কেন’-- ভাল থাকবেন দাদা