নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আসুন শিখি, আসুন বাঁচি....

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪২

আসুন শিখি, আসুন বাঁচি....


২০১২ সনের এক বৃষ্টির দিন। তখন জাহিদ একটা দোকানে ইলেক্ট্রিশিয়ানের হেল্পার হিসেবে কাজ করছে। যদিও মূল পেশা তালা-চাবি মিস্ত্রি।

কাওরানবাজার এলাকায় একটা টং দোকানে চাবি বানানোর দোকান এবং ফোন কলে এপাড়া ওপারা ঘুরে তালা-চাবি সারাই করে চলে যাচ্ছিল সংসার। বাড়িতে স্ত্রী, তিন সন্তান ছাড়াও বৃদ্ধা মা। একটু বাড়তি আয়ের জন্য একজন ইলেক্ট্রিশিয়ানের সহযোগী হিসেবে দোকানে, বাসাবাড়িতে যখন যেখানে ডাকে সেখানে কাজ করে। দুটো পেশায় যা ইনকাম, তাতে খুশিই। কিন্তু বিধাতার মর্জি ছিল ভিন্ন। একদিন ঘটে বিপত্তি। এক দোকানের ইলেক্ট্রিসিটির কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কতক্ষণ অচেতন হয়ে পরে ছিল নিজেই জানে না।
জ্ঞান ফিরে চোখ খুলে দেখে হাসপাতালে ভর্তি। ডান হাতটা প্রায় শেষ। পেট, বুক, পা, পুড়ে গিয়েছে ভীষণ ভাবে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে তিন মাস। মোটামুটি স্বাভাবিক হতে আরও কয়েক মাস লেগে যায়। কিন্তু ডান হাতটা অকেজো হয়ে গেল পুরোপুরি। চাবি তৈরি কিম্বা ইলেক্ট্রিক্যাল কাজ আর হচ্ছে না তার দ্বারা।

এদিকে চিকিৎসায়, সংসার খরচে দেনা হয়ে গেছে অনেকটা। তাই ওই এক হাতেই ভ্যান চালানো শুরু করলো জাহিদ। মাস ছয় ভ্যান রিকশা চালিয়ে আরও অনেক শারিরীক সমস্যা দেখা দেয়।
কম শারীরিক পরিশ্রমে পুরোনো কাজ তালা চাবি সারাইয়ের কাজ ঘরেই আবার শুরু করলো প্র্যাক্টিস। থেঁতলানো ডান হাতে চাবি শক্ত করে ধরে, বাঁ হাত দিয়ে হাতুড়ি পিটিয়ে তার সঠিক রূপ দিতে লাগলো। অনেক চেষ্টার পর আবার পুরোনো জাহিদ ফিরে পেল নতুন করে নিজেকে।

জাহিদ আমাদের ছাদ ঘরের চাবি বানাচ্ছে এক মনে। কথা প্রসঙ্গে আমার দিকে তাকিয়ে বললো- "স্যার, ওই সময় বস্তির অন্য বন্ধুরা বলেছিল গাঁজা বেচতে। গাঁজা বিক্রিতে অনেক লাভ, কিন্তু আমি শত কষ্টেও অসত পথে যাইনি। করিনি অন্যায় কাজ। একবার মনে হয়েছিল, নিজেকে শেষ করে দেই। কিন্তু একটু পরেই ভাবলাম- জীবন তো একটাই। মরে গিয়ে যদি সমস্যার সমাধান করতে হয়, তবে মানুষ হলাম কেন?"

এক তথাকথিত অশিক্ষিত মানুষের কি তীব্র জীবনবোধ! আমার হাতে নতুন তৈরী করা দুটো চাবি দিয়ে, মজুরি নিয়ে চলে গেল জাহিদ। যাওয়ার সময় চাবি ওয়ালাদাদের বাজানো সেই ধাতব শব্দ মিলিয়ে গেল রাজপথে- "তালা চাবি সারাই......"।
"তালা চাবি সারাই......"- শব্দটা কানে যেন কোনো দার্শনিকের মুখে জীবনের আহবান মনে হল আমার কাছে। জীবনকে আরো একবার ভালোবাসতে শিখিয়ে গেল জাহিদ!

হতাশার কথা নয়। জীবনের জয় গান বাজিয়ে গেল জাহিদ। "মোরে আরো আরো আরো দাও প্রাণ।"
স্যালুট জাহিদ!!!

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৪

নির্বাক রাজপূত্র বলেছেন: এরকম জাহিদদের জন্য অনেক শুভকামনা

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৫

সাজিদ! বলেছেন: সত্যিকারের নায়ক।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০২

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

৩| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা সমাজের সকল জাহিদদের জন্য

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

ইসিয়াক বলেছেন: জীবন চলার পথ কখনোই মসৃণ নয় অন্যভাবে বললে বলতে হয় জীবন মানেই যুদ্ধ। যারা সৎ ও পরিশ্রমী তারা কখনোই হার মানে না।শেষ অবধি লড়াই চালিয়ে যায়। জাহিদ সেই শ্রেণির মানুষ যার রয়েছে অদম্য জীবনীশক্তি।
শুভ কামনা জাহিদের জন্য।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৯

জুল ভার্ন বলেছেন: দিনান্ত পরিশ্রম করে জীবন যুদ্ধে জাহীদেরা মরার মতো বেঁচে থাকে। আর ক্ষমতার আশেপাশে থাকা রাজনৈতিক ফেউ গুলো জীবন জৌলুশে থাকে।

৫| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বিষয়ে পোষ্ট করেছেন কিন্তু আমরা কথায় জানি হারিয়ে যাই একটু ভাল থাকার জন্য অথচ বুঝি না ভাল থাকা মানে খারাপ কাজ নয়- আসুন আমরা জাহিদের মত হই!
ভাল থাকবেন দাদা

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩০

জুল ভার্ন বলেছেন: জাহীদের মতো শ্রম দিয়ে আমাদের মতো সাধারণ মানুষের ভালো থাকা মানে-কষ্টেসিষ্টে বেঁচে থাকা।

ধন্যবাদ।

৬| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২০

প্রতিদিন বাংলা বলেছেন: জাহিদ বোকা !

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: কিভাবে বোকা-ব্যাখ্যা দিন।

৭| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

বিটপি বলেছেন: ভাগ্য এদের সহায়তা করেনা, করে মুরাদ হাসানদের।

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: এখন রাস্ট্র ক্ষমতায় মুরাদ হাসান গং।

৮| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৮

জটিল ভাই বলেছেন:
জাহিদেরা মরে না। বরং বারবার মরে বেঁচে উঠে নতুন ইতিহাস লিখবে বলে। কিন্তু কালের গর্ভে না হারানো কোনো ইতিহাস কি তাদের ধারণ করে? লিখা জটিল হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন জাহিদরা আছে বলেই পৃথিবীটা আজো ধ্বংস হয়ে যায় নি।

দারুন উপস্থাপনায় মুগ্ধতা
++++

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: যে জাহীদদের কারনে পৃথিবী ধ্বংশ হয়ে যায়নি, সেই পৃথিবী জাহীদদের বাঁচাতে পারেনি।
ধন্যবাদ ভাইজান।

১০| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫২

সোবুজ বলেছেন: আল্লাহ পাক যা করেন ভালর জন্য করেন।মানুষ নিজের ইচ্ছায় যা করে সেটাই খারাপ।বিধাতার মর্জি ছিল ভিন্ন।

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: আমিও কর্ম ও নিয়তিতে বিশ্বাস করি।

১১| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৪

অপু তানভীর বলেছেন: একেক জনের জীবনবোধ একেক রকম । তবে জাহিদ যে সংগ্রাম করে বেঁচে আছে এটাই অনেক বড় কিছু । অনেকে এই ভাবে টিকে থাকতে পারে না ।

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫০

জুল ভার্ন বলেছেন: একমত।

১২| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৪৪

নেওয়াজ আলি বলেছেন: এরাই বাস্তব জীবনের সত্যকার হিরো।

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫০

জুল ভার্ন বলেছেন: সত্য।

১৩| ১২ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৫৯

হুংকার খান বলেছেন: অথচ সুস্থ স্বাভাবিক হয়েও আমি বাপের ঘাড়ে চড়ে বেড়াই :(

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: জাহীদ আমাদের পথপ্রদর্শক হতে পারে।

১৪| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৮

সেডরিক বলেছেন: সৎপথে জীবন চালিয়ে নেয়া চ্যালেঞ্জিং ও কষ্টের। শুভ কামনা জাহিদের জন্য 8-|

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৫| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন লড়াকু সৈনিক জাহিদকে স্যালুট।

ঘটনা শেয়ারে ধন্যবাদ আপনাকে।

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৬| ১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪১

নতুন নকিব বলেছেন:



'তথাকথিত অশিক্ষিত' এই জাহিদদের পুঁথিগত বিদ্যে না থাকলেও সত্যিকারের শিক্ষিত এরাই। এদের কাছ থেকেই আমাদের শিখতে হবে।

ধন্যবাদ আপনাকে চমৎকার করে ফুটিয়ে তুলেছেন। +++

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য ধন্য ধন্যবাদ।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: আমিও একজন জাহিদ।

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: আমরা সবাই যদি জাহীদ হতে নাও পারি-জাহীদের চেতনা ধারন করেও নিজেদের সমৃদ্ধ করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.