নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

বুস্টার ডোজ নেওয়ার পর......

২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৬

আজ কোভিড থার্ড ডোজ, মানে- বুস্টার টিকা/ইনজেকশন নিয়েছি। বাসায় ফেরার পর স্ত্রী জিজ্ঞেস করলেন- "টিকা নিতে ব্যথা পেয়েছিলে"?

আমি বীরের মতো উত্তর দিলাম- 'আরে নাহ! আমি টেরই পাইনি'!

স্ত্রীর খেদোক্তিঃ "অন্য মহিলারা সুঁই ফোটালেও ব্যাথা পাওনা, আর আমার কথা শুনলেই তোমার গায়ে হুল ফোটে!"

উপসংহার/উপলব্ধিঃ বৌয়ের সাথে কথা বলার আগে দশবার ভেবে কথা বলতে হবে!

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: হেহে হে.... দারুণ

২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

জুল ভার্ন বলেছেন: হাসিয়েন্না হাসিয়েন্না ভাইছাব! :((

২| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: আমার এক চেনা লোককে দেখলাম, ফেসবুকে তিনি হাসিমুখে বুস্টার ডোজ নেয়ার ছবি দিয়েছেন। যেখানে শার্টের হাতাটা থেকে নিজের হাতটা একটু বের করলেই হয়, সেখানে তিনি সোৎসাহে পুরো শার্টের এক পাশটা খুলে টিকা নিয়েছেন এবং ছবি তুলেছেন। ছবিটা দেখে মনে হচ্ছিল, সেটা "ইয়ে আন্ধার কি বাৎ হায়" মার্কা স্যান্ডো গেঞ্জির বিজ্ঞাপন!

বলা বাহুল্য, ইঞ্জেকশন পুশকারী ছিলেন একজন সুদর্শনা নার্স! :)

২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

জুল ভার্ন বলেছেন: আমি একটা লুজ শার্ট পরে গিয়েছিলাম, তাই শার্টের হাতা তুলেই ইনজেকশন নিতে অসুবিধা হয়নি। আমাকে যিনি ইনজেকশন পুশ করেছিলেন তিনি একজন পেশাদার ভালো নার্স।

৩| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্উয়ের হক কথা।

২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

জুল ভার্ন বলেছেন: নিশ্চয়ই।

৪| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি যদি বলতেন যে খুব ব্যথা পেয়েছি। তখন ভাবি কি বলত বলে মনে করেন? :)

২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

জুল ভার্ন বলেছেন: তাহলে বলতেন, "তুমি হলে ননীর পুতুল, একটা পিপড়া কামড় দিলেও চিল্লাইয়া গোটা বিল্ডিংয়ের মানুষ জড়ো করো"! :-P

৫| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: তাইতো!!
কোন কথার যে কি অর্থ বের হবে বুঝা মুশকিল।

২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪২

জুল ভার্ন বলেছেন: =p~

৬| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: নার্স যদি আপনার পুরানো বান্ধবী হতো ;) ;)

২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪২

জুল ভার্ন বলেছেন: তেমন সম্ভাবনা নাই।

৭| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: হা হা ভাবীজি ঠিকই বলেছে।

২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৩

জুল ভার্ন বলেছেন: একদম ঝোক বুঝে কোপ মেরেছে!

৮| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪১

সোবুজ বলেছেন: এই সমস্ত কাজে বৌকে সাথে না নেওয়াই ভাল।

২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ

৯| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেমন পোস্ট তেমন কমেন্ট। হাসতে হাসতে খিদা লাইগা গেল। স্ত্রী ঘুমাচ্ছেন। স্ত্রীর অনুমতি ছাড়া কিচেনে যাইয়া রান্না করা ঠিক হবে কিনা ভাবতেছি

২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ

১০| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৫

জটিল ভাই বলেছেন:
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, পুশ যে মহিলাই করছে তা ভাবী জানলো কেমনে??? =p~

২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৬

জুল ভার্ন বলেছেন: এই কাজটা বিশ্বজুড়ে নারীরাই সম্পাদন করেন। তাছাড়া তিনিও আমার সাথেই প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন!

১১| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: বুস্টার দেওয়ার ডাক আমি এখনও পাই নি।

২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২২

জুল ভার্ন বলেছেন: আপাতত যারা ষাটোর্ধ তারাই সিরিয়াল পাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.