নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জীবন....
জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরতে পরতে নানা রঙের সম্ভারের আয়োজন। কখনও জীবনের রূপ রস গন্ধকে - উপভোগ, উপলব্ধি করা, আবার মেঘ রোদ্দুরের মত জীবনের ঘটনার সুখ দুঃখের লুকোচুরি খেলা। ....জীবন বড়ই বিচিত্র! আন্ত মহাদেশীয় একটা লম্বা ট্রেন জার্নি। একএকটা স্টেশন হল একএকটা অভিজ্ঞতা, এক একটা জীবনের পর্ব....
নির্বোধ অবুঝ মন সাময়িক পাওয়াকেই জীবনের সবটুকু পাওয়া বলে আঁকড়ে ধরতে চায়। কিন্তু সময়ের মায়াজালের প্রকোপে সেই মাহেন্দ্রক্ষণ আনন্দঘন মুহূর্ত এক নিমেষে হাতের বাইরে চলে যায়, নিঃস্ব রিক্ত শূণ্য করে রেখে যায়। চাওয়া পাওয়ার এই হিসেবের নিরিখে কতটা পাওয়া হল তার হিসেব মেলেনা কিন্তু অবুঝ মন কতটা চেয়েছিল তা বারবার মনে করিয়ে দেয়।
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ তপন ভাই।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: আপনি বেশ জীবন সম্পর্কে অভিজ্ঞ মানুষ।
ভালো থাকুন। ধন্যবাদ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৭
জুল ভার্ন বলেছেন: অভিজ্ঞতাই কাল হয়েছে!
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: একেবারে খাঁটি কথা বলেছেন গুরু অল্প কথায়।
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় দস্যু
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৫
জ্যাকেল বলেছেন: হুম, কঠিন এ জীবন। আমরাই কঠিন করে তুলি। চাওয়া পাওয়ার হিসাব মিলাইতে চাই, মিলে না, চাহিদা বাড়তে থাকে। আর দম ফুরাবার টাইম এগিয়ে আসে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৮
জুল ভার্ন বলেছেন: এটাই জীবনচক্র, নিয়তি!
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৭
সোবুজ বলেছেন: অভিজ্ঞতাই জীবন।সুন্দর উপস্থাপনা।
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৫
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: জুল ভার্নের শারীরিক অবস্থা কেমন ? হাসপাতাল থেকে ফিরেছেন ?
সুস্থ্য সুখী থাকবেন ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৯
জুল ভার্ন বলেছেন: হ্যা হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। কিন্তু নিত্য নতুন জটিলতা দেখা দিচ্ছে। বর্তমানে নিদ্রাহীনতায় ভূগছি। আপনার জন্য শুভ কামনা।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৪৩
জটিল ভাই বলেছেন:
জটিলভাবে জীবনের উপস্থাপন জটিল লাগলো প্রিয় ভাই
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২০
জুল ভার্ন বলেছেন:
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অভিজ্ঞতাই কাল হয়েছে!
অভিজ্ঞ মানুষের চোক কিছু এড়ায় না। এজন্য কিছু মানুষ এদের পছন্দ করে না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫০
জুল ভার্ন বলেছেন: যথার্থ!
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৭
শেরজা তপন বলেছেন: একদম সহমত আপনার সাথে।
আফসোস বড়ই আফসোস