নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
অন্য রকম ভ্যালেন্টাইন....
ভালোবাসায় ভ্যালেন্টাইন ডে বলে কিছু নাই। ভ্যালেন্টাইন ডে বলেই বলবো না -ভালোবাসি। সেটা বলবনা আমি তোমাকে। বুঝে নিতে হবে তোমাকেই.. আমার চাহনিতে, আমার হাসিতে, আমার কথায়। আমার অভিমানে, চুটিয়ে ঝগড়া, চিৎকার, তারস্বরে গেয়ে ওঠা বেসুরো গান...সবকিছু তোমাকেই বুঝে নিতে হবে। যদি বিশেষ দিনে তোমাকে বলে বোঝাতে হয়- ভালোবাসি...তবে কিসের ভালোবাসা?
যদি আমাকে না-ই বুঝতে পার, তাহলে আমি আমার মন্দবাসা নিয়েই থাকবো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: অবশ্যই আমার ভ্যালেন্টাইন রিফাইন্ড
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: যাকে নিয়ে ভালবাসায় থাকবেন, তাকে নিয়ে মন্দবাসাতেও থাকা যায়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৯
জুল ভার্ন বলেছেন: অবশ্যই।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: আমি তোমাকে ভালোবাসি হাজার বার , লাখ বার বলার দরকার নেই।
ভালোবাসা বা ভালোবাসি চিৎকার করে বলতে হয় না। এটা অনুভব করার বিষয়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৫
জুল ভার্ন বলেছেন: একদম ঠিক।
লক্ষ্য করে দেখবা- রাস্তায়, বাজারে যেসব ছেলে মেয়েরা শক্ত করে হাতধরাধরি করে নির্লজ্জ বেহায়ার মতো চলাফেরা করে- ওদের মধ্যে আদৌ কোনো ভালোবাসা নাই। ওদের সম্পর্ক খুব বেশী ঠুনকো- দুজনের একসাথে ঘরে ফেরার সুযোগ নাই, হয়তো রাস্তাতেই দুজনের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে-তাই অমন ভাবে শক্ত করে ধরে রাখে।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৬
জটিল ভাই বলেছেন:
ভালবাসা এমন হওয়ার কথা ছিলো। কিন্তু আজ ইহা একটি উৎসবের নাম
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩২
জুল ভার্ন বলেছেন: এখন জনসম্মুখে ভালোবাসা প্রদর্শন করা হয়, বাড়ি ফিরে কেউ কারো সাথে কথাও বলেনা।।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩০
সোনাগাজী বলেছেন:
আপনার বেলায়, প্রচলিত ভ্যালেন্টাইন যথেষ্ঠ হওয়ার কথা নয়, উহাকে রিফাইন করার দরকার আছে।