নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

Swiss Time bank.....

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৫

Swiss Time bank.....

সুইস ব্যাংক নিয়ে মানুষের কৌতূহল, আলোচনা সমালোচনার শেষ নাই। দুনিয়ার সব দেশের কালো টাকার মালিকদের নিরাপদ এবং বিশ্বস্ত ব্যাংক হলো সুইস ব্যাংক। তবে আমি ভিন্নরকম এক সুইস ব্যাংকের কথা বলবো- যা আপনারা অনেকেই জানেন। যারা জানেন না, তাদের জন্যই 'সুইস টাইম ব্যাংক' সম্পর্কে লিখছি....

বিশ্বব্যাপী ইয়োরোপের অনেক দেশের মতো সুইজারল্যান্ডেও বয়স্কদের পেনশন সহায়তা বেশ ভালোই। শেষ বয়সে অন্ন বস্ত্র বাসস্থানের কোন অসুবিধাই নেই।

"সেবার বিনিময়ে টাকা নয়, সেবা" - নীতিতে Time bank পরিচালিত হয়।
একজন গ্রাহক যতটুকু সময় কাজ করবেন সেটা Time bank এ জমা হবে। যখন বুড়ো বয়সে নড়তে চড়তে পারবেন না তখন তিনি ঐ জমা সময় withdraw করে অন্য কোনো গ্রাহকের সেবা নিবেন।

Swiss Time bank..... মূলতঃ Swiss Federal Ministry of Social Security কর্তৃক উদ্ভাবিত একটি অবসরকালীন ভাতা প্রকল্প। এতে কমবয়সীরা কর্মক্ষম অবস্থায় বয়স্ক মানুষদের যতটা সময় সেবা প্রদান করবেন সেই সময়টা ব্যাংকে জমা থাকবে। অর্থাৎ এক্ষেত্রে ব্যাংকার গ্রাহকদের টাকা পয়সা নয়, আদান-প্রদান করবেন গ্রাহকদের 'সেবা দানের সময়'! যখন গ্রাহকেরা জীবনের যে কোন সময় অসুস্থ বা অক্ষম হয়ে পড়বেন সেই সঞ্চিত সময় ব্যাংক থেকে তুলতে পারবেন। অর্থাৎ ব্যাংকের নির্দ্ধারিত কেও এসে তাঁকে নিঃশুল্কভাবে সেবা প্রদান করবেন।

এই প্রকল্পের গ্রাহকরা হবেন স্বাস্থ্যবান, কথাবার্তায় কুশলী এবং ভালোবাসা প্রবন। তাঁদের বয়স্ক মানুষের প্রয়োজনে সেবা প্রদানের জন্য প্রস্তুত থাকতে হবে।
তাঁদের সেবাতে প্রদত্ত সময় social security system এর personal time রেজিস্ট্রার খাতায় জমা থাকবে।
গ্রাহক সপ্তাহে দুদিন দুঘন্টা করে সেবা করবেন। এই সময় তিনি বয়স্ক মানুষের জন্য বাজার করা, ঘর পরিষ্কার করা, তাঁকে রোদে নিয়ে যাওয়া, গল্প করা ইত্যাদি করবেন।
চূক্তি অনুযায়ী এইভাবে একবছর সেবা প্রদানের পর time bank তাঁর প্রদত্ত সেবা হিসাব করে পাশ বই এর মত একটি time bank card প্রদান করবে।
যখন সেবাপ্রদানকারীর তাঁর নিজের সেবার জন্য কাউকে প্রয়োজন হবে তখন তিনি time bank card টি ব্যবহার করে time and time interest তোলার অভিপ্রায় জানাবেন। Time bank তখন অন্য একজন volunteer কে প্রার্থীর বাড়িতে বা হাসপাতালে সেবা প্রদানের দায়িত্ব দেবেন।

বর্তমানে time bank ব্যবহার করে সুইজারল্যান্ডে বার্দ্ধক্যে সেবা প্রদান খুব জনপ্রিয়তা পেয়েছে।
তাতে দেশের অবসরকালীন খরচ কমার সাথে সাথে অনেক সামাজিক সমস্যার সমাধান হয়েছে।
Swiss Pension Organisation এর একটি Survey থেকে জানা গিয়েছে অর্দ্ধেকের বেশী সুইস নাগরিক এই ধরনের বার্দ্ধক্যকালীন সেবায় অংশগ্রহন করার পক্ষে মত দিয়েছেন। সুইস সরকার আইন করে এই time bank অবসরকালীন প্রকল্পকে অনুমোদন দিয়েছেন।

www.caipa.net/caipa/switzerlands-time-bank

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: সুইস টাইম ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানলাম। ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সত্যিই দারুন একটা ব্যাপার ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩২

সোবুজ বলেছেন: আমাদের দেশে বয়স্কদের সরকার এবং জনগন অবহেলার চোখে দেখে।তাদের সুযোক সুবিধা বাড়ানো দরকার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: একমত।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৩

জটিল ভাই বলেছেন:
আমি আদার ব্যাপারি। জাহাজের খবর নিয়া লাভ নাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩০

জুল ভার্ন বলেছেন: আমি আপনার চাইতেও একধাপ নিচে। অর্থাৎ আমি একজন নিধিরাম সর্দার!

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কিছু জানলাম দাদা ভাল থাকবেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৯

রিফাত হোসেন বলেছেন: ভাল লাগল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর তথ্য জানলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ রাজীব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.