নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

রাস্ট্রীয় চালচিত্র, ম্যাডমিডিয়া এবং আমরা....

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

রাস্ট্রীয় চালচিত্র, ম্যাডমিডিয়া এবং আমরা....

# কোনো ঘটনা ঘটানোর পর অথবা ঘটে যাবার পর বলা হয় "দুর্ভাগ্যজনক ঘটনা!"
# কোনো মৃত্যু বা মেরে ফেলার পর বলা হয় "সব মৃত্যুই বেদনাদায়ক!"
# যাদের পৃষ্ঠপোষকতায় প্রতিপক্ষের লোকদের উপর হামলা করা হয় পরে তারাই বলে, "এটা অনভিপ্রেত, বিষয়টা আমরা খতিয়ে দেখছি!"
# প্রতিনিয়ত সীমান্ত হত্যায় হত্যাকারীদের দোষ নেই, যাদের প্রাণ যায় তারা "গরু চোর"!
# মারামারি কাটাকাটি শেষে পুলিশ এসে মার খাওয়াদের গ্রেফতার করে বলবে " পরিস্থিতি নিয়ন্ত্রণে"!

দেশে আইন আছে, আইনের প্রয়োগ নেই।
পুলিশ আছে,তার পেশাদারিত্ব নেই।
বিচারক আছে কিন্তু ন্যায় বিচার নেই।

তারপর সারাদিনের খবর নিয়ে সন্ধেবেলায় বিশিষ্ট বিদ্বজনেরা(!!) ঠোঁটে লিপস্টিক লাগিয়ে(নারী পুরুষ নির্বিশেষে লিপস্টিক লাগায়) টিভির সামনে বসে তর্কাতর্কি করবেন(বিএনপি নামধারীরা বেশীরভাগই হামলা মামলার ভয়ে মিউমিউ করে)। তর্ক চরমে উঠলে সঞ্চালক/ সঞ্চালিকা বলবেন, "দর্শক, এক্ষুনি ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, আপনারা আমাদের ছেড়ে কোত্থাও যাবেন না"।

...... ততক্ষণ বিজ্ঞাপনে দেখবেন....পেট চেপে এক তরুণী মডেল সিড়ি দিয়ে নামছে আর ওর বর নামক মডেল বলছে-"সাত দিনও হয়নি ও জানতে পেরেছে...এখনই কত যত্ন নিচ্ছে...তাই আমি ওকে মাদার হরলিক্স দিচ্ছি!" অথবা ক্লোজআপ হাসি, দাঁতের শিরায় শিরায় সেনসোডাইন....ইত্যাদি।

না, আমরা কাউকে ছেড়ে কোত্থাও যাইনি।
আমাদের যাওয়ার কোনো পথ নেই, যাওয়ার কোনো যায়গা নাই।
আমরা ভালো আছি। অসীম ধৈর্য নিয়ে খুব ভালো থাকতে বাধ্য হচ্ছি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: সব সরকার দেশপ্রেমী ,
বিপক্ষে বললেই অরাজগতকারী

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন: গুম, গ্রেফতার, হামলা, ডিজিটাল নিরাপত্তা আইন মামলা!

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: চিত্রটা ধীরে ধীরে আরো খারাপ হয়ে যাচ্ছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫

জুল ভার্ন বলেছেন: দিনে দিনে আরও খারাপ হবে!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে ভালো থাকা সম্ভব না।
বাংলাদেশের মানুষ গুলো অসভ্য, ইতর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৫

জুল ভার্ন বলেছেন: ক্ষমতাসীন দলের লোকগুলোই বেশী খারাপ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫২

জটিল ভাই বলেছেন:
আসুন উন্নয়নের দিকে চোখ বুলাই......

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: উন্নয়নের বাগড়ম্বতা শুনে জীবন ধারণ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.