নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
সময় ও মন....
মুহুর্তেই আপনি আপনার ঘরে বসে, শুয়ে, ওয়াশরুম থেকে চলে যেতে পারেন মহাশুন্যে! এমনকি পরো কালেও- সেই যন্ত্রের নাম 'মন'!
মানুষের মন সবচাইতে দ্রুতগামী। এই মনই দ্রুত পরিবর্তনশীল। আপনি চাইলেই মহাশূন্য থেকে ফিরে আসতে পারেন যেখানে খুশী। এই পরিবর্তনশীলতার জন্যই একজন মানুষ তার খুব প্রিয়জনকেও একসময় ভুলে যায়। সময় যত যায় স্মৃতিও ঝাপসা হয়ে আসে। স্মৃতির পাতার ওপর ধুলো পড়ে।
একসময় আপনি যাকে ছাড়া বাঁচতে পারবেনা ভেবেছিলেন, যাকে একমূহুর্তের জন্যেও ছেড়ে থাকতে পারতেন না, তাকে ছেড়েই অনায়াসে দিন কাটান, কাটাতে বাধ্য হযন। ধীরে ধীরে স্মৃতির পাতায় ধুলো পড়ে ঝাপসা হয়ে আসে। বিলীন হয়ে যায় একসময়- যা মন পরিবর্তনশীলতার জন্যই হয়। এই পরিবর্তনশীলতার নিয়ন্ত্রণ করে সময়।
সময়ই হচ্ছে সবচেয়ে শক্তিশালী।
তার কাছে মানুষ অপরিমেয় শক্তি নিয়েও তুচ্ছ। সময়, যার অপর নাম মহাকাল।
শুভ সকাল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: বাহ খুব সুন্দর করে বলেছো!
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: মনের এই পরিবর্তন না হলে দুনিয়ায় শুধু দুঃখই থাকতো। কারণ সুখের অনুভূতির থেকে দুঃখের অনুভূতি বেশী উপলব্ধ হয়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: আপনি ঠিক বলেছেন। দুঃখ না থাকলে সুখ থাকতো না।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৩
সোবুজ বলেছেন: মাঝে মাঝে মনে করলে কোন দিন ভুলবেন না।মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। মস্তিষ্কে যদি কোন সমস্যা দেখা না দেয়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: আপনার মনের জোড় অনেক বেশী। আপনার মনোবাসনা পূর্ণ হোক।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: আপনি যে আমাকে এতটা অপছন্দ করেন সেটা জানতাম না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: !!! কিভাবে বুঝলে- আমি তোমাকে অপছন্দ করি?
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: সময় অতি জটিল বিষয়। এর সাথে সব কিছু পরিবর্তনের স্রোতে গা ভাসায়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪
জুল ভার্ন বলেছেন: সময়ের সাথে এবং পরিবর্তনের স্রোতে যদি গা ভাসিয়ে দিতে পারতাম তাহলে বেঁচে যেতাম!
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৫
জটিল ভাই বলেছেন:
মন পরিবর্তনে সময়ের প্রভাব রয়েছে? নাকি সময় পরিবর্তনে মন প্রভাব ফেলে?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: অবশ্যই। তবে সময় ও মন পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৪
অপু তানভীর বলেছেন: যাকে একবার মনে ধরে তাকে কি ভোলা যায়? মনে হয় তাকে আর কখনই ভোলা যায় না । সময়ের সাথে সেই স্মৃতির উপরে কেবল অন্য মানুষের প্রলেপ পড়ে কিন্তু শেষ স্তরে সেই মানুষটা ঠিক ঠিক বসেই থাকে । হয়তো জীবনের কোন সময়ে আবারও এক সময়ে সে উপরে চলে আসে !