নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
রুজি ম্যাডাম.....
গত প্রায় চার মাস ব্যবসায়ীক কাজের জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা নোয়া মাইক্রোবাস রেন্টাল নেই। আমাদের আসা যাওয়ার রুট ঢাকা-নরসিংদী, ঢাকা-সাভার/মানিকগঞ্জ, ঢাকা - ময়মনসিংহ, ঢাকা -বরিশাল, ঢাকা - নড়াইল। নির্ভর করার মতো খুব ভালো ড্রাইভার।
সড়কে রেন্টাল গাড়ি নিয়ে চলাচল মানেই ট্রাফিক পুলিশের হয়রানি অনিবার্য। আমাদের চলাচলের সময় এই গাড়িও যথারীতি সেই সমস্যার সম্মুখীন হয়। মজার ব্যাপার হচ্ছে- যেখানেই ট্রাফিক পুলিশ গাড়ি থামায়....ড্রাইভার জানালার গ্লাস নামিয়ে ট্রাফিক কনস্টেবল কিম্বা সার্জেন্টের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে- "রুজি ম্যাডাম", কখনো "সাইদুল", কখনো "পণ্ডিত" কিম্বা অন্যকোনো নাম। নাম বলার সাথে সাথেই গাড়ি ছেড়ে দিয়ে হাতের ইশারায় চলে যেতে বলে।
লক্ষণীয় এই নামগুলো বলা হয় এরিয়া ভিত্তিক। যেমনঃ- রাজধানীর সিটি কর্পোরেশন এর এক একটা জোনে আলাদা আলাদা নাম। মহাসড়কে এক নাম। আমাদের বেশী চলাচলের যায়গা উত্তরা-তিনশো ফুট - নরসিংদী এলাকায়। এই এলাকায় "রুজি ম্যাডাম" বলার সাথে সাথেই সবুজ বাত্তি.....
ড্রাইভার জানালেন, দেশজুড়ে এভাবেই সকল সড়কে লাইনম্যান(লাইন ওমেনও আছে)- এদের সহায়তা ছাড়া গাড়ি চালানো যাবেনা।
আমি জিগ্যেস করি, কোন এলাকায় কোন লাইনম্যান তা কিভাবে জানেন?
ড্রাইভারঃ "এটা অনেকটা সফটওয়্যারের মতো বলা যায়, যা আমাদের মুখস্থ।"
আমিঃ আপনারা তো লাইনম্যানের কাছেই টাকা দেন- লাইনম্যান কখনো টাকা মেরে দেয়না?
ড্রাইভারঃ "লাইনম্যান যেহেতু 'ওরাই' ঠিক করে দেয় তাই কেউ টাকা মেরে দিলে সংশ্লিষ্ট এলাকার 'ওরাই' ওই লাইনম্যানকে সরিয়ে দেয়....."!
এই যে দুর্নীতির নেটওয়ার্ক, এই যে সিন্ডিকেট, এর বেড়াজাল থেকে বেরিয়ে কমার্শিয়াল কেউ সড়কে যানবাহন চালাতে পারবে না।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ উল্লেখিত সিন্ডিকেটের মেম্বার না হয়ে কেউ যদি ওদেরকে "রুজি ম্যাডাম" বলে ধরা খায়- সেজন্য কতৃপক্ষ দায়ী নয়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৮
জুল ভার্ন বলেছেন: নিশ্চই অনেক কোটি টাকার। তা হতে পারে যেসব সেক্টরে চাঁদাবাজী হয় সেই সব সেক্টর থেকে সরকারের রাজস্ব আয়ের ১০/২০ গুণ বেশী।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: মনে হচ্ছে যেন দেশটা অদৃশ্য চাঁদাবাজির স্বর্গরাজ্য!
সতর্কীকরণটা মজার হয়েছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫১
জুল ভার্ন বলেছেন: এখন আর অদৃশ্ব্য চাঁদাবাজী হয় না, বরং সব কিছুই দৃশ্ব্যমান। কিন্তু দেখেও সবাই না দেখার ভান করে আছে, কারণ অবৈধ টাকার ভাগবাটোয়ারা হয় গণতান্ত্রিক ভাবে সকল টেবিলে।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাদের আপাতত দেখে যাওয়া, ও মজা নেওয়া ছাড়া আর কিছুই করার নাই
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫১
জুল ভার্ন বলেছেন: কারণ, আমরা হলাম "ব্লাডি সিভিলিয়ান"!
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫২
জুল ভার্ন বলেছেন: মন খারাপের জন্য ধন্যবাদ।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১২
নীল আকাশ বলেছেন: এভাবেই দেশ চলছে লুটপাটে রাজ্যে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫২
জুল ভার্ন বলেছেন: এটাি ইবর্তমান বাংলাদেশ।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: হাসিনা কি এসব জানে না?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: আমি ঐ পর্যায়ের খবর রাখার পাব্লিক নই।
৭| ০১ লা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৩
জটিল ভাই বলেছেন:
ম্যাডামের একখানা ফটো হবে? ফ্রন্টে লাগায় রাখতাম
০২ রা মার্চ, ২০২২ সকাল ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ ড্রাইভার নিজেও নাকি কোনো দিন দেখেনি- জাস্ট বিকাশ নম্বরে মাল পাঠায়।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
নতুন বলেছেন: প্রতিদিন কত কোটি টাকার চান্দাবাজি হয় সড়কে!!!!