নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ভয়.........

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

ভয়....

বড্ড অসহায় লাগে, দুঃখ হয়, মানুষ হয়ে জন্মেছি বলে। এতো চিন্তা এতো দুঃশ্চিন্তা, এতো আশা নিরাশা, এতো স্বপ্ন দুঃস্বপ্ন, এতো অহমিকা, এতো আঘাত, এতো স্বার্থপরতা এবং এতো ভয় আতঙ্ক .....শুধু এই কয়েক বছরের ক্ষুদ্র জীবনে এতো কিছু! English Romantic poet John Keats কী অসাধারণ সুন্দর করে তাঁর -"When I have fears" কবিতায় প্রকাশ করেছিলেন! সেই কবিতার অনুকরণে বলতে ইচ্চে করছে-

ঘেমে গেছি, গলা শুকিয়ে কাঠ,
ঘুম ভেঙে উঠে বসি, আমি উদাস;
চিরকাল থাকে না কেউ, আমিও
থাকবো না কিছুদিন পরেই।

ভীষণ অস্থির লাগছে!
বাইরের যেয়ে আমি দাঁড়ালাম মুক্ত বাতাসে,
কালোমেঘেরা ভালোবাসার বার্তা নিয়ে আসছে
ক্ষণজন্মা আমি তা দেখে যেতে পারবো না!

আজকাল নিজেকে খুব নিঃসঙ্গ লাগে। দম বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে মনে হয় সব ঠিক হয়ে যাবে। যদিও জানি তা কখনো হবার নয়।

আমি বুঝি, জানি, তবুও মনকে কেন বোঝাতে পারি না? না বলা অনেক কথার বিদ্রুপ আমাকে বার বার পরিচয় করিয়ে দেয় অপ্রিয় সবকিছুর সাথে। আমি সবার কথা ভাবি কিন্তু কারো একটু সময় হয় না আমার কথা শোনার। আমি সবার সব কথা শুনি কিন্তু কারো একটু সময় হয় না আমার হাসির মাঝে লুকানো কান্নাকে বুঝার। নিজের সাথে নিজের যুদ্ধে প্রতিনিয়ত হারছি- এ কেমন জীবন!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: বড্ড অসহায় লাগে, দুঃখ হয়, মানুষ হয়ে জন্মেছি বলে।
এটা বলা উচিত না।
আপনার কষ্ট লাগভ হোক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৪

জুল ভার্ন বলেছেন: যেখানে মানুষ হিসেবে প্রপার মর্যাদা দেওয়া হয় না-সেখানে এমন দুঃখবোধ দীর্ঘশ্বাসের সাথে চলে আসে ভাইয়া।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ভয় কে জয় করতে হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: সেটা করতে গেলেই কট এন্ড বোল্ড!

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৪

সোবুজ বলেছেন: সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা পালটায়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: সেটাই স্বাভাবিক নিয়ম।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৪৭

সোবুজ বলেছেন: সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা পালটায়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ০১ লা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

জটিল ভাই বলেছেন:
ভয়টা হোক স্রষ্টার জন্য,
জয়টা হোক মানুষের।

০২ রা মার্চ, ২০২২ সকাল ৯:৫১

জুল ভার্ন বলেছেন: একমত। তবে মানুষের মতো ভয়ংকর আর কোনো কিছু নাই। অতএব, ভয় নাকরে উপায় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.