নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
যাপিত জীবন.....
যা যাপন করি তাই কি জীবন?
যা কিছু দেখি তাই কি লিখি?
নতুবা মিথ্যাচার। যাপন ভেঙে যা দেখি, সব কিছুতেই নৈরাশা তবু্ও প্রতিবাদ করতে পারিনা, চিৎকার করতে পারিনা, লিখতে পারি না।
হৃদয় ভাংগা। সমস্ত অঙ্গে ক্ষত, অনিশ্চিত ভবিষ্যত তবুও রুখে দাঁড়াতে পারি না।
প্রতিদিন পুড়ে যাচ্ছি একটু একটু করে।
প্রতিদিন, জন্মাচ্ছি এও কি সত্য নয়?
ক্ষমা করো।
আর কতো বিদ্ধ হবো!
যা কিছু আগুনে পুড়ে যায়,
সেই আগুনে আমাকেও পুড়িয়ে দাও।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২৪
জুল ভার্ন বলেছেন: আমি কবিতা লিখতে পারিনা ভাইয়া। তোমরা যারা ভালো কবিতা লিখো-তাদের অনুসরণ করে কিছু লিখতে চেষ্টা করি।
২| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: আমি ত লেখতেই পারি না কি লেখি নিজেই জানি না
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৩১
জুল ভার্ন বলেছেন: একেবারেই ভিন্ন আংগীকে তুমি অনেক ভালো লিখো।
৩| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: ভিন্ন আংগীকে কি হয় কেউ যদি না কবিতা না বুঝে তাহলে লেখে কি হবে?
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৪১
জুল ভার্ন বলেছেন: সব লেখকদের একই অনুতাপ!
৪| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: ইদানিং আপনার পোষ্ট গুলো দেখলে মনে হয় আপনার অনেক বয়স হয়েছে।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৬
জুল ভার্ন বলেছেন: বয়সতো হয়েছেই, আমি বয়স লুকাইনা। আর বয়সের সাথে সাথে নিজের কর্মপদ্ধতিও প্রাকৃতিক ভাবে বদলে যায়।
৫| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কবিতা লেখার চেষ্টাকে স্বাগত জানাই।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সরকার।
৬| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
আগুনে পুড়তে চাই।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:২০
জুল ভার্ন বলেছেন: যে আগুন অন্তরে জ্বলে।
৭| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতার মতো ভালো হয়েছে।
০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:০১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৮| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১২:৪৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: জীবনের মাঝে ঘৃনা দেখছি ..সময় গেল পোড়ানো হলো না ।
ভালো থাকবেন ।
০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:০২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ তামীম।
৯| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: আপনি তো ক্যাডেট কলেজে এ পড়েছেন। আর্মিতে যান নি কেন?
০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:০৮
জুল ভার্ন বলেছেন: এই প্রশ্ন তোমার গুরু অনেক বার করেছিল। তাকে যে রিপ্লাই দিয়েছিলাম সেই রিপ্লাই তোমাকে দেবোনা। শুধু বলছি, ক্যাডেট কলেজ থেকে পাশ করা ক্যাডেটদের মধ্যে ৬০% ডিফেন্সে জয়েন করেন। বাকীরা কেউ বেকার থাকে না। আর একটা কথা, আমার জানা মতে সামু ব্লগে আরও অনেক জন এক্স ক্যাডেট আছেন যারা ডিফেন্সে জয়েন করেননি।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুট জানাই কবি দা