নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

"শশশশ্" রহস্য....

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:২০

"শশশশ্" রহস্য....


ঠোঁটে আংগুল চেপে শশশশ্, এই শব্দটার মানে চুপ। চুপ থাকতে বলা। এই শব্দটা সবচেয়ে বেশি শুনতাম স্কুলের নিচু ক্লাসে পড়ার সময়। একটা পিরিয়ড শেষ হয়ে আরেকটা শুরুর সময় যখন টিচার ক্লাসে ঢুকেই Noisy students দের দিকে নির্দেশ করে বলতেন "শশশশশ্, মুখে আঙুল দাও"- মানে শান্ত হও, চুপ কর। কিন্তু, তাতেও কোনো লাভ হত না, বরং চুপ থাকতে বলাটাও আমরাও সমস্বরে বলতাম এবং কথা বলতাম তথৈবচ। কথা চলতো ভিন্নভাবে..... ।

ছেলে বেলায় কথা বলতাম প্রগলভতায়- যার কোনো মাথামুণ্ডু ছিলো না। এখন পরিপক্ব বয়সে যা বলি তা মোটামুটি জেনে বুঝেই বলি। এতোসব নিষেধাজ্ঞার পরেও আমি এখনও পারি না চুপ করে থাকতে। যখন কেউ আমাকে বলে আমি যেন শান্ত হই, কথা কম বলি, তখন আমার মনে হয় এটাতে নিজের উপর অত্যাচার করতে বলা হয়।

আমার সেই সমস্ত মানুষদের উপর ভীষণ করুণা করতে ইচ্ছে হয় যারা সত্য কথা বলেন না, আনন্দ করতে জানেন না, নিজেকে এক্সপ্রেস করতে জানেন না তাদের উপর। একটা সময় আসবে যখন তাদেরকে কেবলই "শশশশশ্" হয়েই থাকতে হবে। "শশশশশ্" শব্দটা মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নেয় বাকস্বাধীনতা কেড়ে নেয়! "শশশশশ্" এখন শুধু কথা বলায় নয়, "শশশশশ্" এখন লেখালেখিতেও। এখন ডিজিটাল লেখার স্বাধীনতাও নাই, সেখানেও চলছে "শশশশশ্"!

আমি আমার মত থাকতে চাই, আমার মত করেই কথা বলতে চাই- যার নাম বাকস্বাধীনতা। বাকস্বাধীনতা আমার, আপনার, আমাদে সকলের মৌলিক অধিকার।


(পুনঃ প্রচার)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর শিশু কে মা এরকম করে চুপ করতে বলে ভাল থাকবেন দাদা

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: স্বৈরসরকার এভাবেই আমজনতাকে চুপ করিয়ে দেয়।

২| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: লেখায় তো কোনো রহস্য খুঁজে পেলাম না।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: এটা আমার লেখার দূর্বলতা, আমার ব্যর্থতা।

৩| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাদের একজন শিক্ষকের এই শব্দটা করার অভ্যাস ছিলো। তিনি কখনও ক্লাসে মেরেছেন তা দেখিনি; কিন্তু উনি একবার এই শব্দ করলে ক্লাস পুরা ঠান্ডা হয়ে যেতো।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:০১

জুল ভার্ন বলেছেন: আমাদেরও অমন শিক্ষক ছিলেন-যিনি মুখে আংগুল রেখে চুপ থাকার ইংগীত করলেই সব চুপ হয়ে যেত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.