নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

একেই বলে উন্নয়ন.......

১২ ই মার্চ, ২০২২ রাত ৮:৫০

একেই বলে উন্নয়ন.......

সত্তুর দশকে বিটিভিতে জনপ্রিয় ওয়েস্টার্ন ইংরেজি সিরিয়াল ছিলো 'দ্যা সিক্স মিলিয়ন ডলার ম্যান'- যা এখনো চোখের সামনে ভাসে। সেই সিরিয়াল দেখে শুধু 'সিক্স মিলিয়ন ডলার' চিন্তা করেই কতশত রাত কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছি....

অথচ এখন তৃতীয় বিশ্বের একটা দরিদ্র পীড়িত দেশে মাত্র একযুগ আগেও কোথাকার কোন ফহিন্নীর পুত, নৌদ্দাছৌদ্দার পুতেরাও চোখের সামনে কতো সহজে "৬৮০ মিলিয়ন ইউরো", "সাড়ে পাঁচ হাজার কোটি টাকা", "সাড়ে তিন হাজার কোটি টাকা" কিম্বা "দুই হাজার কোটি টাকা"র মালিক হয়ে গিয়েছে! আমরা এখন সেই 'সিক্স মিলিয়ন ডলার ম্যান' কে বাড়ির কাজের লোক হিসেবেও রাখিনা.....

উন্নয়ন শুধু মিলিয়ন মিলিয়ন ইউরো/ডলারেই থেমে থাকেনি। উন্নয়ন দেশ ছেড়ে চলে গিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার সুইস ব্যাংকে। আমেরিকা, লন্ডন, কানাডা, সিংগাপুর, দুবাই, মালেশিয়ার বেগম পাড়ায়। চাপা আর চোপায় তো ইতিমধ্যেই রোল মডেল!

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: উন্নয়নের ঠ্যালায় বাঁচিনা।

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: এভাবেই বাঁচতে বাধ্য।

২| ১২ ই মার্চ, ২০২২ রাত ১০:১০

সোবুজ বলেছেন: কি বুঝাতে চাইছেন স্পষ্ট বুঝতে পারি নাই।আগে থেকেই টাকা থাকতে হবে,নতুন করে কেউ টাকার মালিক হতে পারবে না।সারা বিশ্বে লটারিতে কোটি কোটি টাকার মালিক কত লোক হয় তাদের কারো হয়তো ধার করে লাটারির টিকেট কিনা।বড় লোকরা লটারির টিকেট কিনে না।যাদের টাকা নেই তাদের কি লটারির টাকা দেওয়া হয় না।তুমি তো ফক্কিনীর পুত,লটারির টাকা দিয়া করবা কি।কতো লোক কত ভাবে টাকা কামায় তার কোন হদিস নাই।আমার আপনার টাকা নাই। তাই আমরা প্রতিহিংসার আগুনে জ্বলছি।

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: যাদের বিবেক বন্দী, যার চোখ থাকতেও অন্ধ, তাদের জন্য স্রেফ করুণা।
এইদেশে লটারীতে কয়জন লোক মিলিয়নার/বিলিওনার হয়েছে! লটারী জিতে কেউ কানাডা-মালেশিয়ায় বেগমপড়ায় বাড়ি করেনা। বৈধ আয় করে কেউ সুইস ব্যাংকে টাকা রাখেনা। যারা লুটপাটের টাকার অংশীদার তাদের চোখেই এসব বলা- প্রতিহিংসা মনে হয়। আমি প্রতিহিংসার আগুনে জ্বলছি না, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে নাগরিক ভাবনা শেয়ার করেছি।

ধন্যবাদ।

৩| ১২ ই মার্চ, ২০২২ রাত ১১:১৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: উন্নয়নের রোল মডেলের কারিগররা এখন জোর করে দেশে যুদ্ধের প্রভাব ফেলতে ব্যস্ত । কোটিপতি হতে গেলে সুনিদ্দিষ্ট একটি দলের ঠিকাদার , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেকোনো অফিসে যেকোনো চাকুরী , একজন ইকমার্স উদ্যোক্তা হইলেই চলে ।
তাছাড়া আপনি দেশের পুরানো কোনো ক্লাবে ক্যাসিনো চালু করতে পারেন , এমনকি ব্যাঙ্কের থেকে টাকা নিয়ে পরিশোধ না করেও কোটিপতি হতে পারেন।
অথচ সোবুজ ভাইয়ের হৃদয় আবুঝ হয়েই পরে থাকে !

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৭

জুল ভার্ন বলেছেন: বাস্তবতা।

৪| ১২ ই মার্চ, ২০২২ রাত ১১:৪২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনেও নেমে পড়েন, বিলিয়ন ডলার জমায় ফেলেন!

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৮

জুল ভার্ন বলেছেন: কুজোঁর আবার চীত হয়ে শোয়ার শখ!

৫| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: সিক্স মিলিয়ন ডলার সম্ভবত আশির দশকের।

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১০:১২

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছো, বাংলাদেশে দ্যা সিক্স মিলিয়ন ডলার ম্যান প্রচার হতো ৮১ সন থেকে। তবে ইউরোপে প্রচার শুরু হয়েছিলো ১৯৭২ থেকে।

৬| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১:১৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উন্নয়ন আসা এবং যাওয়ার।

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর! রোল মডেল।

৭| ১৩ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৯

শেরজা তপন বলেছেন: বাংলার প্রবাদ; ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার সপ্ন- বড় হাস্যকর ঠেকে!!
হাজার কোটি টাকার সপ্নটাও মামুলী হয়ে গেছে।

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৭

জুল ভার্ন বলেছেন: উন্নয়নের রাজনীতিতে নেতা কর্মেদের এখন হাজার কোটির নিচে কোনো কথা নাই!

৮| ১৩ ই মার্চ, ২০২২ সকাল ১১:২০

রানার ব্লগ বলেছেন: এখন ক্ষমতা যার অর্থ কামানোর সময় তার !!!!

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৭

জুল ভার্ন বলেছেন: সেই নীতিতেই উন্নয়ন চলছে।

৯| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:২২

ছদকার ছাগল বলেছেন: বেগম পাড়ায় নাকি প্রতিদিন পার্টি হয়?

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৮

জুল ভার্ন বলেছেন: আমার মতো অধম সেইসব খবর রাখেনা।

১০| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গরিবকে আরো মারো ধনীকে আরো ধনী করে - এভাবেই চলছে দিন।

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:০০

জুল ভার্ন বলেছেন: আগে ছিলো "গরীব মেরে ধনী হওয়া", এখন যোগ হয়েছে-রাস্ট্রের(জনগনের) সম্পত্তি মেরে ধনবান হওয়া।

১১| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছো, বাংলাদেশে দ্যা সিক্স মিলিয়ন ডলার ম্যান প্রচার হতো ৮১ সন থেকে। তবে ইউরোপে প্রচার শুরু হয়েছিলো ১৯৭২ থেকে।

৮১ সনে না। বাংলাদেশে প্রচার হয়েছিলো ৮৫/৮৬ সালের দিকে।

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১২

জুল ভার্ন বলেছেন: আমার যতদুর মনে পরে- বাংলাদেশে কালার টিভি চালু হবার সময় থেকেই দ্যা সিক্স মিলিয়ন ডলার ম্যান প্রচার শুরু হয়েছিল।

১২| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: উন্নয়নের জোয়ারে :(( আর সি খান আরামে (চোখ বুজে)।

কারন, খোললেই (চোখ কিংবা মুখ যাই হোক) বিপদ।

১৪ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫১

জুল ভার্ন বলেছেন: এই বিপদের জলজ্যান্ত ভুক্তভুগী আমি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.