নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ব্লগ, ব্লগিং এবং ফাত্রামি .........
ব্লগিঙের সাথে আমাদের (বিশেষ করে আমার) প্রাক পরিচয় ২০০০ সনের দিকে। তখন ইংরেজি ভাষার ইয়াহু ব্লগে রেজিস্ট্রেশন করি। ২০০০ সনে চট্টগ্রামের কতিপয় প্রবাসী 'সমুদ্র গ্রুপ' নামে লেখালেখির একটা ডিজিটাল সোস্যাল নেটওয়ার্ক/ প্লাটফর্ম তৈরী করে ইংরেজিতে ব্লগিং করে। আমি সেই গ্রুপের মেম্বার হই ২০০২ সনে।
আসুন এবার জেনে নেই ব্লগ কি?
ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন জার্নাল। ইংরেজি Blog শব্দের অর্থে Oxford Dictionary তে বলা হয়েছে- Blog is a personal record that somebody puts on their website giving an account of their activities and opinions and discussing places on the Internet they have visited. যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলার হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। অনেক ব্লগ আছে যা, একটি নির্দিষ্ট বিষয়ের উপর গঠিত হয়ে থাকে। সেখানে শুধুমাত্র সেই একটি বিষয়ের উপরই আলোচনা, মন্তব্য করা হয়ে থাকে। তবে সব ব্লগই মূলত লেখায় আকীর্ণ, কিছু কিছু আবার জোর দেয় শিল্প (Art blog), ছবি (Photo blog), ভিডিও (Video blog), সঙ্গীত (Mp3 blog) আর অডিওর (Podcasting), আরও আছে মজার মজার খাবার নিয়ে ফুড ব্লগ। আরেকটি হলো Microblogging, যা কেবল ছোট-খাট পোস্ট বা লেখা নিয়ে তৈরি।
Bruce Ableson নামক এক ব্যক্তি ১৯৯৮ সালের অক্টোবরে 'ওপেন ডায়েরি' নামক একটি ব্লগ খোলেন এবং রাতারাতি তার ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। হাজার হাজার ব্লগার তার ব্লগের সাথে যুক্ত হন এবং এটিই সর্বপ্রথম ব্লগ কমিউনিটি যেখানে, অন্যান্য ব্লগারদের লেখায় মন্তব্য করার সুযোগ দেয়া হয়।
২০০৫ সালে আবির্ভাব হয় সামহোয়্যারইন ব্লগের। বাংলা ভাষায় প্রথম ব্লগ সাইট। শুরুতেই দেশ বিদেশে ব্যাপকভাবে সারা ফেলে সব শ্রেণীর শিক্ষিত মানুষের মধ্যে। তখনও আমি বাংলা টাইপ করতে পারতাম না। তবুও একটা আইডি রেজিস্ট্রেশন করে প্রথম দিকে ইংরেজিতে লিখতাম। কিন্তু ইংরেজিতে লেখায় ব্যপক টিজিং এবং ট্রলের শিকার হয়ে বাংলিশ অর্থাৎ ইংরেজি হরফে বাংলা শব্দে ব্লগ লিখতে শুরু করি। কিছু দিনের মধ্যেই সামু ব্লগের বিখ্যাত ব্লগার মানবী এবং সামু ব্লগের প্রতিষ্ঠাতা জানা আপুর প্রেরণা ও সহায়তায় আমিও বাংলা টাইপে দক্ষতা অর্জন করে বাংলা ভাষায় ব্লগিং শুরু করি যা অনেক বাধাবিপত্তির পরেও চলছে.....
সামু ব্লগের সাফল্যে কয়েক বছরের মধ্যে শুধু বাংলা ভাষায়ই কয়েকশ ব্লগিং সাইট বিশ্বব্যাপী দেখা যায়। যদিও সর্বচ্চ জনপ্রিয় হয় সামহোয়ার ইন ব্লগ। তারপর সচলায়তন, আমার বর্ণমালা, আমার ব্লগসহ আরও কয়েকটি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এখনো টিকে আছে সামহোয়্যারইন ব্লগ। আমরা ভালোবেসে সামহোয়্যারইন ব্লগকে সামু নামে ডাকি।
ব্লগিং কারা করেন- প্রশ্নের সহজ উত্তর অবশ্যই শিক্ষিত লোকেরা। যেহেতু সোস্যাল মিডিয়া তথা ব্লগ, ফেসবুকে লেখালেখির কারণেই অনেকগুলো ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ফেঁসেছি তাই আমার নিকট আত্মীয় স্বজনরা ব্লগ ঘাটাঘাটি করে দেখতে পান- বেশীরভাগ ব্লগারদের বিদ্বঘুটে অশ্লীল অরুচিকর নামের আইডি!
কিছু ব্লগারদের আইডি/নিক'র উদাহরণঃ পাজি পোলা, মৈথুনানন্দ, পন্ডিত চোদনা শংকর, খাইছি তোরে, ধর ঘেডি দে মাডি, খালি ব্যান খাই, পিরীতির নাম কাডালের আঠা, পুলার নাম লিপিস্টিক খান, ছেড়ে দে শয়তান, আজীব পোলা, দুলাভাই, আমার শালী লণ্ডনে, ডিজিটাল পোংটা, ডিজিটাল হাসি, ভেজা বিলাই, জাকারবার্গের চেলা, স্টিভ জবস আমার শালা, ভাদাইম্যা, বদনা দে নয়তো উষ্টাদিমু, বিজলী এখন ঢাকায়, ধর সাইকেল কমাইয়া আসি, বদমাশ, অধমের নাম বলদা ছেলে- এসব নাম কারোর কাছে হাস্যরসের হলেও একজন শিক্ষিত রুচিশীল মানুষের কাছে দৈন্যতা বৈ অন্যকিছু নয়। সব শেষে সামু ব্লগে আবির্ভুত হয়েছে- ওয়াজ বাবা, সোনাওয়ালা গাজী এবং 'বীর শ্রেষ্ঠ গাজীউর রহমান'! ভাবা যায়, দেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধে আত্মদানকারী শ্রেষ্ঠ যোদ্ধাদের উপাধী "বীর শ্রেষ্ঠ" নিয়েই কি নির্মম রসিকতা! কী ভয়ংকর ইতরামী! আমি নিশ্চিত বীর শ্রেষ্ঠদের অসম্মান করতেই কোনো রাজাকার/রাজাকার সন্তানের এহেন অসভ্যতামী! মুক্তিযুদ্ধে একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে আমি অবাক হই, যখন দেখি- মুক্তিযুদ্ধের চেতনা উজ্জিবীত সামহোয়্যারইন ব্লগ মডারেটর এমন নামের একটা আইডিকে এক্সেস দেয়! তবে সোনাওয়ালা গাজী আইডি ব্যন করা হয়েছে - সেজন্য ব্লগ মডারেশন প্যানেলকে ধন্যবাদ।
তবে স্বীকার করতে দ্বিধা নাই যে, অনেক ব্লগারই তাদের ছদ্ম নামের ব্লগ আইডি অত্যন্ত রুচিশীল, কাব্যিক অর্থবহ - যা দেখলেই মনটা ভাল হয়ে যায়।
এবার ব্লগীয় নতুন পরিভাষা হিসেবে কিছু শব্দের উদাহরণঃ গদাম (পশ্চাৎ দেশে লাথি ঝাড়া), পাকি (পাকিস্তান সমর্থক), বিম্পি (বিএনপি), আম্লিগ/হাম্বা (আওয়ামিলীগ), ভাদা (ভারতীয় দালাল), পাদা (পাকি দালাল) ভাকুর (ভারতীয় কুকুর), ছাগু/জাশি (জামাত শিবির), টেকি (প্রযুক্তি বিশেষজ্ঞদের নাম), খিকচ (চাপা হাসির বহিঃপ্রকাশ), ধইন্যা (ধন্যবাদ), ল্যাঞ্জা বাইর হওয়া (বিতর্কে হেরে যাওয়া), কুত্তালীগ (ছাত্রলীগ), লুলামী করা (মেয়েঘেষা কর্মকাণ্ডে জড়িত হওয়া), ছাইয়া (ছেলে হয়ে মেয়ের ভান করা), তেনা পেঁচানো (অযথা তর্ক করা), পিছলানো (পাশ কাটিয়ে চলা) ইত্যাদি। যা বাংলা ভাষাশৈলীর বিকৃতি ছাড়া আর কিছুই না।
কিন্তু আমরা যারা ব্লগার আমাদের কাছে এগুলোকে নিছক হাসির খোরাক বলেই মনে হয় এবং আমাদের মাতৃভাষার আংশিক রূপান্তর এর মাধ্যমে কিছু শব্দ যেমনঃ শিরাম/সেরাম (সেরকম), চ্রম (চরম), মুঞ্চায় (মন চায়), ভাল্লাগ্লো(ভালো লাগলো), পিছলানো (কৌশলে এড়িয়ে যাওয়া), তেব্র (তীব্র), পিচলামি (ইসলামি), মালানি (হিন্দুয়ানী), জসিলা (জটিল)- ইত্যাদি।
ব্লগের ক্ষেত্রে সবথেকে মজার বিশয় হচ্ছে- বিদেশি শব্দকে নিজের মতো করে ব্যবহার করা। এতে অনেক বেশি মজাও পাওয়া যায় পাশাপাশি একটু গুরুগম্ভীর ভাবটাও কাটানো যায়। যেমন বিদেশি শব্দ প্লাচাইলাম (ইতিবাচক রেটিং বা ভোট দেয়া), ব্যান (নিষিদ্ধ), ব্লগান (ব্লগিং করা), পোস্টান/পুস্টানো (লেখা দেয়া), ইউজান (ব্যবহার), হেল্পান (সহযোগিতা করেন), স্লিপান (ঘুমানো), ইটাচ্ছি (খাচ্ছি), কম্পু (কম্পিউটার), ল্যাপু (ল্যাপটপ) ইত্যাদির ব্যবহার নিতান্ত বেরসিককেও হাসাতে পারে বলে আমার বিশ্বাস।
এর পাশাপাশি যোগ হয়েছে বাংলা বাক্য ও শব্দের নতুন রূপ। হাহাপগে (হাসতে হাসতে পড়ে গেলাম), হাহালুখুগে (হাসতে হাসতে লুঙ্গি খুলে গেল), চ্রম (চরম), খ্রাপ(খারাপ), পুত্তম(প্রথম), তেব্র(তীব্র), বেয়াপক/বেফুক(ব্যপক), মজাক লইলাম (খুশি হলাম), পালাদিমুচা (পাছায় লাথি দিতে মন চায়), আবুআ (আয় বুকে আয়)- এসব নিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
লেখার কলেবর আর বৃদ্ধি না করে ব্লগ মডারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- নতুন করে অরুচিকর নামের আইডি'র রেজিস্ট্রেশন না দেওয়া এবং ইতিপূর্বে ঐ ধরনের নামের আইডি গুলোর নাম পরিবর্তনের সুযোগ দিয়ে কিছু করার থাকলে করবেন।
(কিছু তথ্য গুগল থেকে নেওয়া)
২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৭
জুল ভার্ন বলেছেন: ব্লগে আগের মতো রমরমা অবস্থা নাই-এটা সত্য কথা। এর প্রধান কারন, ব্লগ ছাড়াও সোস্যাল মিডিয়ায় অনেক অনেক ভালো লেখা পড়ার সুযোগ আছ। যেমন ধরুন, রোয়ার বাংলা, কোরা সহ অনেকগুলো সাইটে অনেক ভালো লেখা প্রকাশিত হয়-সেইসব সাইটে হিট হয় হাজার হাজার। ভালো লেখা, গঠনমূলক ভালো মন্তব্য হলেই অনেকেই ভালো লেখা লিখতে উতসাহী হবেন। এখন যারা ব্লগে মোটামুটি ভালো লিখনে-তাদের অনেকেরই অন্যের পোস্ট পড়ে মন্তব্য করার আগ্রহ নাই। আবার অনেকেই আছেন-যারা অনেকের মন্তব্যের জবাব দেওয়ার সৌজন্যতাটুকুও দেখান না(ব্যক্তিগত ভাবে আমি তেমন ব্লগারদের লেখা পড়িনা)। আর হ্যা, আপনি অন্যের পোস্টে মন্তব্য না করলে -আপনার পোস্টেও তারা মন্তব্য করতে উতসাহী হবেনা-সেটাই স্বাভাবিক।
জেনারেল/সেইফ বিশয়গুলো নির্ভর করছে- ব্লগারদের আচরণের উপর, যা নিতান্তই সাময়িক।
আপনাকে ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৯
প্রতিদিন বাংলা বলেছেন: ভালো পোস্ট
ইয়াহু এনসার বন্ধ করে দিয়েছে (উপকারী ছিল )
২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৮
জুল ভার্ন বলেছেন: খুব ভালো একটা সাইট ছিলো!
৩| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর পোস্ট । এসব বেনাম কুনাম ফেসবুকে ছড়াছড়ি। ঘেন্না লাগে দেখলে। মানুষের রুচি এত নিচে যায় ভাষায় প্রকাশ করার মত না। এখানে আমার আরেকটা আইডি আছে এই মেঘ এই রোদ্দুর ছদ্ম নামে
২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪১
জুল ভার্ন বলেছেন: কুরুচির নাম দেখেই বোঝা যায়-ওরা কোথা থেকে এসেছে! এই মেঘ এই রোদ্দুর নামটা ভালো হয়েছে। মরুভূমির জলদস্যু, সাড়ে চুয়াত্তর সহ আরও কিছু কাব্যিক নাম আছে যারা লিখেনও ভালো।
৪| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা........নতুন পরিভাষা গুলো ভালো লেগেছে।
২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৭
জুল ভার্ন বলেছেন: এগুলো ব্লগের শুরুতে বছর পাঁচেক খুব চলতো-এখন তেমন একটা চলে না। ধন্যবাদ।
৫| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫১
অপু তানভীর বলেছেন: নতুন নিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মডারেশন যদি আরও একটু সতর্ক হয় তাহলে এই ফতরামি বন্ধ করা সম্ভব !
আমার ব্লগ সম্পর্কে ধারণা প্রথম জন্মেছিলো ২০১০ সালের দিকে । তখন ঢাকায় এসে সাইবার ক্যাফে বসে নেট ব্রাউজ করতাম । ঘন্টা প্রতি ২৫ টাকা ! নোকিয়া মোবাইল কিনে নেট চালাতাম । তারপর নিজের কম্পিটার কেনার পর ব্লগে লেখালেখি শুরু !
২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৪
জুল ভার্ন বলেছেন: নতুন নিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মডারেশন যদি আরও একটু সতর্ক হয় তাহলে এই ফতরামি বন্ধ করা সম্ভব ![/sb একমত।
আমি শুরু থেকেই পিসি/ল্যাপটপে ব্লগিং করছি। মোবাইল ফোনে গত বছর থেকে শুরু-তবে সেটা বেশীরভাগ ক্ষেত্রেই শুধু পড়ার জন্য।
ধন্যবাদ।
৬| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক শব্দ, ভাষা, পরিভাষা জানা হলো। আপনার জন্য শুশু(শুভেচ্ছা ও শুভকামনা)।
২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৫
জুল ভার্ন বলেছেন: শু শু'র জন্য ধঃ
৭| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: মুডারেটরগনের আরো বেশী সময় দেওয়া দরকার ব্লগে।
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪
জুল ভার্ন বলেছেন: এখানে যারা ব্লগিং করেন তারা প্রায় সবাই শিক্ষিত(শিক্ষিত নামের কুলাংগারদের কথা বাদ), আমরা সচেতণ হলে অর্থাৎ আমরাই পারি-সেলফ মডারেশনের কাজ করতে। মডারেশনের দরকার হয় সেই তথাকথিত শিক্ষিতের নামে কুলাংগারদের জন্য।
৮| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এগুলো ব্যক্তি আক্রমনে ব্যবহার হতো।
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২৩
জুল ভার্ন বলেছেন: হ্যা।
৯| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৭
বংগল কক বলেছেন: একটা নির্ধারিত সীমার মধ্যে ক্যাঁচাল পোষ্টের সুযোগ রাখা উচিত। এইটা ছাড়া সামু ব্লগের আকর্যন থাকবে না। ফর একজাম্পল শাহ পাজিজ এর কারণে আমার কয়েকটা ক্রমেন্ট (ক্রিটিক্যাল কমেন্ট) মুছে দেওয়া ঠিক হয় নাই।
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৩
জুল ভার্ন বলেছেন: সুস্থ্য বিনোদণের জন্য ভালো লেখাই যথেষ্ট।
১০| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ ভালো লিখেছেন।
আমার নিকটা যে আপনার তালিকায় উঠে যায় নাই তাতেই আমি খুশী।
২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:০৪
জুল ভার্ন বলেছেন: আমিতো আপনার নিক অত্যন্ত পছন্দ করি, যা উপরেই একটা মন্তব্যে লিখেছি।
১১| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, দরকারী লেখা।
আর আপনার লেখা পড়ে জানলাম অনেক সংক্ষিপ্ত আধুনিক বাংলা শব্দের বিশদ বিবরণ।
আর এগুলি জানার পরে আমি ব্যাফোক
২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:০৬
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
ধন্যবাদ।
১২| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১১:১৪
জ্যাকেল বলেছেন: সামু উদ্ভাবনী কিছু করার উদোগ দেখা যাইতেছে না। এই কারণে সামু সীমিত হইতেছে। যাক, ব্যাপার না ভাইসাহেব, আমরা তো আছি। চলতেছে চলুক। আর ফাটাকেস্ট মার্কা ব্লগার উনাকে নিয়মিত খোয়াড়ে রাখলে আশা করা যায় উনি লাইনে আসবেন অন্যথায় বিরক্ত হইয়া ব্লগ থেকে উধাও হইয়া পড়বেন।
২৫ শে মার্চ, ২০২২ সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: সামু উদ্ভাবনী কিছু করার উদোগ দেখা যাইতেছে না। - আপনার এই বক্তব্য শতভাগ সঠিক।
আর আপনি যাকে ফাটাকেস্ট বলছেন আমি তাকে বলি- কাকতাড়ুয়া। জন্মই যার আজন্মের পাপ -সে কোনো দিন ভালো হবেনা।
১৩| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৭
ইসিয়াক বলেছেন:
ভাল্লাগ্লো!
২৫ শে মার্চ, ২০২২ সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এখানে যারা ব্লগিং করেন তারা প্রায় সবাই শিক্ষিত(শিক্ষিত নামের কুলাংগারদের কথা বাদ), আমরা সচেতণ হলে অর্থাৎ আমরাই পারি-সেলফ মডারেশনের কাজ করতে। মডারেশনের দরকার হয় সেই তথাকথিত শিক্ষিতের নামে কুলাংগারদের জন্য।
ভালো বলেছেন। আপনার আত্মবিশ্বাস চমৎকার।
২৫ শে মার্চ, ২০২২ সকাল ১১:১১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৫| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আয়্নাবাজি নিয়ে কিছু বললেনা না।
লেখাটার জন্য আপনাকে ধন্যবাদ।
২৫ শে মার্চ, ২০২২ সকাল ১১:১১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ তামীম।
১৬| ২৫ শে মার্চ, ২০২২ ভোর ৪:৩১
গরল বলেছেন: সমাজের প্রতিফলন ব্লগেও থাকবে, এটাই স্বাভাবিক। সমাজে যেহেতু ফাত্রামি বেড়ে গেছে ফাসবুক আর টিকটকের কল্যানে যার প্রমাণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও চলছে ফাত্রামি। তারপরেও সামু এখনও অনেক সুস্থ আছে সেটা হয়ত আপনাদের কল্যানে যারা নিয়মিত ব্লগিং করেন। মডারেশনের খুব বেশি সমর এর পেছনে নষ্ট করার আছে বলে আমার মনে হয় না তবে ব্যাপারটা স্বয়ংক্রিয় করা যেতে পারে। যেমন ১০-১৫ টা রিপোর্ট হলে স্বয়ংক্রিয় ভাবেই ব্যান হয়ে যাবে। সর্বপোরি ভালো পোষ্ট।
২৫ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৭
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত। তবে আপনি বলেছেন -"১০-১৫ টা রিপোর্ট হলে স্বয়ংক্রিয় ভাবেই ব্যান হয়ে যাবে"- এর সাথে দ্বিমত পোষণ করছি। কারণ, লক্ষ্য করে দেখবেন, বর্তমানে সামু ব্লগের আলোচিত সমালোচিত বখাটে ব্লগারের চ্যালাচামুণ্ডারা দলীয়ভাবে অনেক বড়ো। অর্থাৎ ভন্ডদের দল ভারী। তাই ওরা সংঘবদ্ধ হয়ে ভালো, নিরিহ ব্লগারদের পোস্টে রিপোর্ট করে ব্যান করিয়ে দেবে।
ধন্যবাদ।
১৭| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৩
নেওয়াজ আলি বলেছেন: কী বিচ্ছিরি নাম কী বিচ্ছিরি শব্দ
২৫ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৮
জুল ভার্ন বলেছেন: ওরা সোনার বাপদাদা।
১৮| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৬
নূর আলম হিরণ বলেছেন: বাঙ্গালীরা ব্লগের মান নীচে নামিয়ে দিচ্ছে। ভালো জিনিসের সঠিক ব্যবহার বাংগালী কখনো করতে পারে না। অপব্যবহারে পটু। ব্লগারদের সেল্প মডারেশনের ব্যাপারটা ভালো বলেছেন।
২৫ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
১৯| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: আমি ব্লগিং কেমন করি?
২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৪২
জুল ভার্ন বলেছেন: ভালো। তবে তোমার গুরুধরা ঠিক হয়নি।
২০| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৩
জটিল ভাই বলেছেন:
জসিলা!!! আমি ইহাকে ব্যক্তি আক্রমণ বলিয়া রিপুট করলাম
তবে বিষয়টা ফাত্রামি না হয়ে মনে হয় ইত্রামির পর্যায়ভুক্ত হবে। কারণ, ফাত্রারাও একটা স্ট্যান্ডার্ড মেন্টেইন করে
২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৮
জুল ভার্ন বলেছেন: আমার জানাছিল না যে ফাত্রামির চাইতে ইত্রামি নিচের ডিগ্রী
২১| ০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫০
জানা বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটা পোস্টের জন্যে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্গতা জানবেন ভাইয়া।
অনেকদিন ধরেই আমি নানান বিপদে থাকায় এখানে মাঝেসাঝে চোখ বুলিয়ে গেলেও কখনও দুলাইন লেখার শক্তি পাইনি! বলতে গেলে দীর্ঘদিন ধরে কঠিন অসুস্থতায় কাটছে আমার। আমার এই কষ্ট পরিবারের সদস্যদেরতো বটেই, আমার প্রিয় ব্লগারদেরও সাংঘাতিকভাবে প্রভাবিত করে চলেছে। অনেকেই হয়তো ভাবছেন, জানা হারিয়ে গেছে! আল্লাহর রহমতে তা ঘটেনি। সন্তান, স্বামী, পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সাধারণ দায়িত্বটুকু পালন করার শক্তি বা সামর্থ আল্লাহ্ অন্তত বহাল রেখেছেন। সাথে সৃষ্টিকর্তার কৃপায় এবং পরিবারের প্রিয়জনদের ভালবাসা এবং যত্নে পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে বলে বিশ্বাস করি।
বিগত প্রায় ছ'টা বছরে জীবনের ওপর দিয়ে যেন 'টর্ণেডো' বয়ে গেল! প্রথম তিনটে বছরের কষ্টের ভার কোনমতে সয়ে যাওয়ার চেষ্টা করেছি। মনের জোরে, স্বামী ও পরিবারের বিপুল ভালবাসায় এবং ব্যক্তিগতভাবে শক্তিশালী চারিত্রিক বৈশিষ্ট্যের( আল্লাহ্র কাছে কৃতজ্গতা অশেষ) কল্যাণে সোজা হয়ে দাঁড়াতে না দাঁড়াতেই অপ্রত্যাশিত এবং অসহনীয় কিছু বিষয় ঘটে যায় পরিবারে, যা আমাকে অন্য মানুষে পরিণত করেছে। আমি পরিবারের খুব কাছের কিছু মানুষের সাথে নিতান্তই প্রয়োজন ছাড়া প্রায় কারোর সাথেই যোগাযোগ করতে পারিনি/পারছি না বিগত তিনটে বছর!
২০১৯ এর ডিসেম্বরে আমি ১৭ বছর বয়সী ফুটফুটে সুদর্শন, উজ্জ্বল-উচ্ছ্ল, বুদ্ধিদীপ্ত, সঙ্গীত-নাট্যকলা সহ হাজারও গুনে গুনান্বিত নিজের সন্তানসম ভাগ্নেকে (আমার বোনের বাচ্চা) হারাই! আমার মেয়ের জন্মের প্রায় দেড় বছর আগে ওর জন্ম এবং সেই হিসেবে আমি প্রথমে ওরই 'মা' হই। আমাদের সম্পর্কটাও একেবারেই মা-ছেলের মতই! হারিয়ে গেল চীরদিনের জন্যে!! অন্ধকারে ছেয়ে গেলো ওর মা-বাবা এবং একমাত্র ছোট্ট বোনটার জীবন!! আর আমি....!
২০২০-২১ শে করোনাসহ নানান অসুস্থতায় পরিবারের তিন তিনটে খুব আপন মানুষ অনেক কম বয়সে চলে গেলেন পরপর!
২০২১ এর সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর পুরো তিনটে মাস ডাক্তার, হাসপাতাল ছুটোছুটি করে নভেম্বরের শেষে 'মা' আমাদের চলে গেলেন! মা ছাড়া পৃথিবী এত.....!
২০২২ এর ফেব্রুয়ারীতে চলে গেলেন প্রিয় শ্বাশুড়ী মা! এতদিনের বৈবাহিক জীবনে একদম নিজের 'মায়ের' মত করেই আদরে আহ্লাদে, মিষ্টি সম্পর্কে আগলে রাখা মানুষটাও চলে গেলেন টুপ করে! আমার সবকিছু কেমন যেন ওলোট-পালোট হয়ে গেল!
এতকিছুর পরেও পরিবারের সহযোগিতা আর ভালবাসায় একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। নিজেকে মানষিকভাবে যথেষ্ট শক্তিশালী করে তোলার চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ্ পারবো।
ন্যায়-অন্যায়, ভুল-ভ্রান্তি, সুন্দর-অসুন্দর সবকিছু নিয়েই বা সয়েই মাতৃভাষায় প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটা (সামহোয়্যার ইন ব্লগ) এখনও আছে। সুস্থ ও সুরুচীপূর্ণ চিন্তার প্রকাশ, মাতৃভাষা এবং নিজের কৃষ্টি ও সংস্কৃতি ও ইতিহাসের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ নিয়ে বাঙালী মাত্রই এই প্ল্যাটফর্মে বিচরণ করার পূর্ণ অধিকার রাখেন। একইভাবে যে কোন বিষয়ে সুস্থ আলোচনা-সামালোচনা, মানবিক বাক-বিতর্ক, হাস্য-রসিকতা, খুনসুটি ইত্যাদি সবকিছু নিয়ে এখানে পূর্ণ আনন্দে মাতৃভাষা চর্চার অধিকার এবং সুযোগ আমাদের সবারই সমান।
বিনীতভাবে সবার জন্যেই সমানভাবে বলতে চাই, যে কোন ধরণের 'অশ্লীলতা' বা অশোভন আচরণ মানুষকে কেবল ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করে তোলে এবং ব্যক্তির সাথে সাথে তার নির্দোষ-নিষ্কলুষ মা-বাবা এবং পরিবারের পরিচয়টিও মর্মান্তিকভাবে কলুষিত ও চুড়ান্ত অপদস্ত করে বৈ আর কোন ইতিবাচক কিছু ঘটেনা। এটা যে শুধু আমি বলছি বা এই পোস্টের লেখক বলেছেন তা তো নয়। বিষয়টি সবাই জানেন, সবাই বোঝেন।
মা-বাবা, মাতৃভাষা আর স্বদেশকে অপমান করে কোন মানুষ কখনও স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা, পারবেনা নিশ্চিত। খুব মর্মান্তিক প্রশ্ন হচ্ছে, এই প্রকৃতির ভুল 'মানুষ'গুলো কিভাবে স্বাভাবিক পরিবার/সন্তান তৈরী করবেন এবং কিভাবে সন্তানদের কাছে একজন সম্মানীয় মা-বাবা বা অভিভাবক হয়ে উঠবেন?? তবে, কিভাবে একটা সভ্য ও সুস্থ্য মনুষ্যসমাজ আমরা পাবো??
কথাগুলো দয়া করে বিবেচনায় রাখুন। আসুন, আমরা সম্মিলিতভাবে সঠিক পথেই হাঁটি, সুস্থ-সুন্দর এবং যোগ্য পরিবার ও সমাজ তৈরীতে অংশ গর্বিত অংশীদার হই।
সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং শান্তি কামান করছি।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৬
জুল ভার্ন বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই দীর্ঘ ছয় বছর পর ব্লগ প্রতিষ্ঠাতা আমাদের সকলের ভালোবাসা, স্নেহ এবং সম্মানের জানা বুবুকে আমার পোস্টে মন্তব্য করার জন্য। আল্লাহ রাব্বুল আল আমীন আপনার সকল সমস্যা থেকে হেফাজত করুন। জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ আলীম।
সেই বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে মানুষ ভালোকে ভালো বলে গ্রহণ করেছেন। মন্দকে ঘৃণা করেছেন। মন্দ কখনও ভালোকে ছাপিয়ে যেতে পারেনি। ফলে সমাজে ভালো দিকটা উচ্চকিত হয়েছে। এতে সহায়ক ভূমিকা পালন করেছে মানবিক মূল্যবোধ। অথচ একবিংশ শতাব্দীতে এসেও আমরা, আমরা যারা নিজেদের শিক্ষিত বলে বড়াই করি, সেই আমাদের কেন এমন অবক্ষয়?
মূল্যবোধ মানুষকে ভালো হতে শেখায়। মন্দকে চিনতে শেখায়, মন্দ থেকে দূরে থাকতে সাহায্য করে। মূল্যবোধ সততা ও সৎ হতে উৎসারিত একটি স্বর্গীয় প্রত্যয়- যা ব্যক্তিকে মানবিকবোধে উজ্জীবিত করে। মানুষকে ন্যায়পথে পরিচালিত করে।
বর্তমানে আমরা প্রায়শ মূল্যবোধের অবক্ষয়ের কথা শুনি। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি ও রাজনীতির অবক্ষয়ের কারণ হিসাবে মূল্যবোধের অভাবের কথা বলতে শুনি। রেডিও, টিভির আলোচনা, সভা-সেমিনারে বক্তৃতা-বিবৃতি সর্বত্র মূল্যবোধের অবক্ষয় জাতিকে অধঃপতনের দিকে ধাবিত করছে- একথা বুদ্ধিজীবী ও দেশের বোদ্ধা নাগরিকদের বলতে শুনি। দেশে দুর্নীতির প্রসার ও বিচারহীনতার কথা শুনি। অত্যাচার, অনাচার, মারামরি এবং অন্যায়ভাবে দ্রুত বড়লোক হওয়ার প্রতিযোগিতার কথা শুনি। আমরা দেখি, সমাজ নৈরাজ্যের দিকে যাচ্ছে। সমাজে ও রাষ্ট্রে ন্যায়কে দাবিয়ে অন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে। ভালোকে সরিয়ে মন্দ জায়গা করে নিচ্ছে। সততাকে কাঁদতে দেখি। অসৎ ব্যক্তিকে সমাজে বুক ফুলিয়ে হাসতে দেখি। রাজাকারকে ‘শহিদ’ বলতে শুনি। মুক্তিযোদ্ধাকে সমাজে নিগৃহীত হতে দেখি। অপমান লুকাতে মুক্তিযোদ্ধাকে আত্মহত্যার পথ বেছে নিতে দেখি। এসব আমাদের সার্বিক মূল্যবোধের অবক্ষয়ের ফসল। আমরা যারা ভালো, তারা সবাই এর প্রতিকার চাই- সত্যকে প্রতিষ্ঠিত দেখতে চাই। কিন্তু প্রতিকার পাই কি? পাই না। কারণ, আজকের দিনে মূল্যবোধ ও মানবিকতার অভাব খুব বেশি।
মূল্যবোধ মানুষকে ভালো হতে শেখায়। মন্দকে চিনতে শেখায়, মন্দ থেকে দূরে থাকতে সাহায্য করে। মূল্যবোধ সততা ও সৎ হতে উৎসারিত একটি স্বর্গীয় প্রত্যয়- যা ব্যক্তিকে মানবিকবোধে উজ্জীবিত করে। মানুষকে ন্যায়পথে পরিচালিত করে। বিশেষ করে, মানুষকে সৎবুদ্ধি ও মানবতার সেবায় উদ্বুদ্ধ করে। সমাজ এ গুণগুলোকে, ভালো আচরণগুলোকে শাশ্বত হিসাবে লালন করে। এ মূল্যবোধ সর্বসমাজে সর্বজনস্বীকৃত।
আপনার এবং আরিল ভাইয়ের অর্থ আর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলা ব্লগিং এর পথিকৃৎ সামহোয়্যারইন ব্লগ শুরু হয়েছিল আমাদের শিক্ষা, সৃজনশীলতা, মননশীল চর্চার স্বপ্ন নিয়ে। কিন্তু আমরা আমাদের অসুস্থ মানষিকতার বিকৃত প্রকাশে আপনাদের স্বপ্ন, আমাদের আশার অকাল সমাধি রচনা করতে চলেছি.....
সামুতে স্বাভাবিক নিয়মেই অনেক মেধাবী প্রতিভাবান নতুন লেখক, পাঠক ব্লগার এসেছেন। অনেকেই ভালো লিখেন, ভালো মন্তব্য করেন। সেই সাথে কতিপয় ব্লগাররা আত্ম অহংবোধ প্রকাশে দুর্বিনীত। তাদের অহংকারে আমরা সাধারণ মানের ব্লগাররা কুন্ঠিত এবং ভীত বিব্রত। তাদের অনাকাঙ্ক্ষিত, অপ্রাসঙ্গিক মন্তব্য মেনে নেওয়া যায় না। আপনার নিশ্চয়ই মনে আছে, একজন জিশান ইকরাম ও তার সিন্ডিকেটের নোংরামিতে সামুতে কি নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল.... সামু মডারেশনের সময়োচিত এ্যাকশনে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছিলো। বর্তমানেও একজন ব্লগার ও তার সিন্ডিকেটের নোংরামিতে সামুর পরিবেশ অস্বাভাবিক রকম অস্থির হয়ে গিয়েছে..... আশা করি, সামু মডারেশনের সঠিক সিদ্ধান্ত সামুর পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
সামুর প্রতি আমাদের যেমন অফুরন্ত ভালোবাসা আছে, তেমনি কিছু ক্ষোভ অভিমানও আছে সত্য। কিন্তু সামুর বিকল্প কিছুই ভাবতে পারিনা। ব্লগে যারা নোংরামি করে, তাদের জানা উচিৎ সামহোয়্যারইন ব্লগ কোনো ব্যাবসা প্রতিষ্ঠান নয় যে- আমাদের নোংরামি প্রশ্রয় দিয়ে বিরাট কিছু অর্জন করছে.... যার জন্য সামু ব্লগ চালিয়ে কতৃপক্ষ আর্থিক ভাবে লাভবান হবে। অতএব, সকল বাধাবিপত্তি পেরিয়ে সামুকে এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে নেওয়ার জন্য সব চাইতে বেশী দায়িত্ব আমরা যারা সামুর লেখক পাঠক ও শুভাকাঙ্ক্ষী। তবে মডারেশন প্যানেলের ভূমিকা হতে হবে নিরপেক্ষ আম্পায়ার এর মতো।
সবার জন্য শুভ কামনা।
২২| ০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
জানা বলেছেন:
কামান< কামনা
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২৩| ০৮ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:২৪
নীল আকাশ বলেছেন: জানা আপাকে ধন্যবাদ শেষের কিছু লাইনের জন্য।
একজন মানুষের আসল পরিচয় প্রকাশ পায় তার আচরণ এবং লেখার বহিঃপ্রকাশে।
অনেকেই আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল করে অশালীন এবং কর্দয মন্তব্য করেন।
আপনি ব্যক্তিজীবনে কী ধরণের ভাষা ব্যবহার করেন বা তাতে অভ্যস্ত সেটা আপনার সামগ্রিক বিষয়।
কিন্তু সোশাল মিডিয়া বা ব্লগের মতো প্ল্যাটফর্মে এসে নোংরা ভাষা ব্যবহার করতে পারেন না। এটা মারাত্মক অন্যায়।
আমাদের দেশের বেশিরভাগ মানুষ সোশাল মিডিয়ার যথাযথ ব্যবহার বিধি জানেন না এবং মানেন না।
না মানাটা এরা ক্রেডিট মনে করেন। মনে করেন আমি কী হনু রে!
মডারেশনের মাধ্যমে এদের সংযত করা ছাড়া আর কোনো উপায় নেই।
যেহেতু এদের বারংবার বলা সত্ত্বেও এদের আচরণ এবং ভাষায় কোনো পরিবর্তন আসেনি।
সবাইকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা।
ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৮
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত পোষণ করছি।
২৪| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩২
ঢাবিয়ান বলেছেন: জানা আপু, অনেক অনেক শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।
অনেক অনেক ধন্যবাদ এই পোস্টের লেখককে এমন সুন্দর একটি পোস্ট লেখার জন্য এবং জানা আপাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কোনটা ব্লগিং এবং কোনটা ফাত্রামি তা অনেকেরই সম্ভবত জানা নাই। আমি যে দেশে বসবাস করি তার সনখ্যাগরিষ্ঠ জনগন ফ্রি থিকার । কাজেই কোনটা মুক্ত চিন্তা এবং কোনটা বিদ্বেশ প্রসুত চিন্তাধারা তা খুব সহজেই ফারাক করতে পারি। ধর্মকে আক্রমন করতে যেয়ে এই ব্লগের কিছু ব্লগার যে সব শব্দ চয়ন করেন তা যে শুধু ধর্মকেই অবমাননা করছে তা নয়, তারা মাতৃভাষাকেও অপমান করছেন। ব্লগ এডমিনের কিছু দ্বায়িত্ব আছে এই অশ্লীলতা প্রতিরোধে। ব্যক্তিগত চেনা পরিচিত হলেই যদি কারো অশ্লীল পোস্ট বা কমেন্ট সমর্থন করতে হয় তাহলে সেটাব্লগারদের ভিন্ন বারতা দেয়।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাবিয়ান।
২৫| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানা আপুকে আন্তরিক ধন্যবাদ
তার জীবনের দুঃখ জনক
ঘটনা ও সামুর প্রতি তার দরদ
মাখা ভালোবাসা প্রকাশের জন্য।
তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে
আসুন আমরা সবাই সামুতে
সকল প্রকার নোংরামি পরিহার
করে সবার প্রতি সহনশীল আচরন
করি। জানা আপুসহ সামু টিমের
সবাইকে পবিত্র ঈদের আন্তরিক
শুভেচ্ছা।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২০
জুল ভার্ন বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ আলীম।
২৬| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৩
সোহানী বলেছেন: অনেকদিন পর জানা আপাকে দেখে ভালো লাগছে। ভালো থাকুন সুস্থ্য থাকুন সবসময়ই।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
আপনি আশা করছি আমার সাথে একমত হবেন যে ব্লগে আগের মতো হিট নেই। প্রথম পাতার অনেক পোস্ট ১০/২০ বার পঠিত ০ টি মন্তব্য আমরা প্রাই প্রতিদিনই দেখি। যার কারণে আগের তুলনায় বর্তমানে ব্লগের পোস্ট হিট করেনা। নতুন ব্লগার এর পোস্ট যদি কেউ না পড়ে কেউ মন্তব্য না করে তারা তো লেখার বা ব্লগিং করার ইন্টারেস্ট হারাবে। তাছাড়া ব্লগে একটা বিশ্রী ব্যাপার হলো অনেকের মধ্যে দেখা যায় আপনি আমার পোস্টে মন্তব্য করলে আমি আপনার পোস্টে মন্তব্য করব। যেটার নাম দেয়া হয়েছে ব্লগিয় ইন্টারেকশন!! একজন নতুন ব্লগার ভালো লিখেও ব্লগিয় ইন্টারেকশন না থাকার কারণে পোস্টে পাঠক মন্তব্য পাবেনা!!
এখন আমার জিজ্ঞাসা হলো ব্লগে যারা বিভিন্ন পোস্টে মন্তব্য করেন তাদের জেনালেল করে রাখা বা অন্যের পোস্টে মন্তব্য করার ক্ষেত্রে রেস্ট্রিকশান দিয়ে রাখা কতটুকু যথাযথ সিদ্ধান্ত?