নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
নাগরিক যন্ত্রনা-রুচিহীন লিফলেট ......
মহানগরী ঢাকার ট্রাফিক সিগনাল, বাস টার্মিনাল, ব্যস্ত রাস্তায় অথবা মার্কেটের সামনে বোরখা পরিহিত নারী কিম্বা বিদ্ধস্ত যুবকদের দেখা যায়-গাড়ি রিকশা, প্রাইভেট কার কিম্বা বিভিন্ন পরিবহনে থাকা যাত্রীদের জানালার ফাঁক ফোকর দিয়ে লিফলেট ছুঁড়ে দিতে। এসব লিফলেটের অধিকাংশই রাজধানী এবং রাজধানীর আশে পাশে গড়ে ওঠা কথিত বিভিন্ন ইউনানী, হারবাল বা ভেষজ চিকিতসা কেন্দ্রের প্রচারপত্র। এসব লিফলেটের ভাষা যেমন কুরিচুপুর্ণ তেমনি যাত্রীদের পড়তে হয় উটকো ঝামেলা এবং বিব্রতকর অবাস্থায়।
ঢাকা সিটির যেখানেই যাবেন দেখা মিলবে কুরুচিপুর্ণ অশ্লীল লিফলেট বিতরণ করার জন্য ভূয়া ইউনানী, হারবাল বা ভেষজ চিকিতসার কেন্দ্রগুলোর নিয়োগপ্রাপ্ত লোকেরা নগরীর বাসস্টান্ড, রেল স্টেশন, লঞ্চ ঘাট এবং গুরুত্বপুর্ণ স্থাগুলোতে যেখানে লোক সমাগম বেশী হয় সেইসব যায়গায় দাড়িয়ে লিফলেটগুলো বিতরণ করে। এসব লিফলেট চলন্ত বাসের জানালা দিয়ে ছুঁড়ে মারা হয়- যা অনেক সময় যাত্রীদের নাকে-মুখে এসে পড়ে। বর্তমানে এসব লিফলেট বা পোস্টার শুধু যাত্রীদের মধ্যে বিতরণের মাঝেই সীমাবদ্ধ নেই। এগুলো বাসের সামনে কাঁচে সাটানো থাকে। এসব পোস্টারে বিজ্ঞাপনের ভাষা এতই অশ্লীল আর কুরুচিপুর্ণ যা মহিলা যাত্রীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এই পোস্টারগুলো নর্মালী লাগানো হয়- যেখানে মহিলা যাত্রীরা বসেন। বাসে চড়লেই ছুড়েমারা লিফলেটের সাথে যোগ হয়েছে বড় বড় পোস্টারে নারী-পুরুষের গোপন রোগের বিস্তারিত অশ্লীল কথামালা। এই অশ্লীল পোস্টার আর লিফলেটের কারনে বাসে বৌ-বাচ্চা নিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। এমন কি বাচ্চাদের স্কুলে আনা-নেয়ার সময়েও বোরখাওয়ালী মহিলারা রিকশায় লিফলেট ছুঁড়ে মারে।
রাজধানীর ফার্মগেট, মালিবাগ, মগবাজার, সোনারগাঁও হোটেলের সামনে, প্রেসক্লাব, পল্টন মোড়, সদরঘাট, আজিমপুর, যাত্রাবাড়ি গাবতলীতেই এই ছোট ছোট লিফলেট ছুঁড়ে মারার দৃশ্য খুব বেশী। এসব স্থানে এইধরনের লিফলেট বিতরণের জন্য কয়েকশ মহিলা, পুরুষ এবং তরুন আছে। আমি বেশ কয়েকবার কয়েকজন বিতরণকারিকে জিজ্ঞেশ করে জেনেছি তারা কেউ কেউ দৈনিক ভিত্তিতে অথবা মান্থলী চুক্তিতে লিফলেট বিতরনের নিয়োজিত। রিজিয়া নামের এক বোরখাওয়ালী এবং ছালাম নামের এক কিশোরকে জিজ্ঞেশ করে জানতে পারি- তারা লেখাপড়া জানেনা, এইসব লিফলেটে কি লেখা আছে তাও জানেনা। তবে বুঝতে পারে- ঐসব লিফলেটে খারাপ কিছু লেখা আছে বলেই বাসের ড্রাইভার, হেল্পার এবং যাত্রীরা ওদের দেখলেই বেজায় খারাপ ব্যবহার করে। তারপরও এই কাজে নিয়োজিত শুধু রুজী রোজগারের জন্য। যে প্রতিষ্ঠানের লিফলেট বিলি করা হয়-তাদের লোকজন দুড়ে দাঁড়িয়ে দেখে লিফলেট ঠিক মত বিলি করা হচ্ছে কিনা।
এইসব লিফলেট, পোস্টারের বিজ্ঞাপন দেয়া হয় খুব আকর্ষনীয় ভাবে। যেমন- আমেরিকা কানাডা, জার্মান, লন্ডন সহ বিভিন্ন দেশ জয় করে বিশ্ববিখ্যাত হাকীম ডাঃ ------ বর্তমানে শনির আখড়ার---- চিকিতসা কেন্দ্রে রোগী দেখেন। পৃথিবীর যাবতীয় জটিল অসুখের- যেমন সবধরনের যৌন রোগ(বিস্তারিত লিখলামনা), পুরাতন আমাশয়, মহিলাদের বন্ধাত্ব, হাঁপানী, টিউমার, ক্যান্সার, এইডস, HBs(Ag)+Ve ধরা পরেছে- তাহলে আর দেরী নয়-এক্ষুনি চলে আসুন...... ইত্যাদি রোগ মাত্র সাত দিনের চিকিতসায় গ্যারান্টি সহকারে করা হয়। বিফলে মুল্য ফেরত! উল্যেখ্যযে-"সম্পুর্ন কম্পুটারের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়"। "জটিল রোগীদের জন্য রিতিমত মেডিকেল বোর্ড বসাইয়া চিকিতসা করা হয়"।
অশ্লীল, কুরুচিকর, বিরক্তিকর, অমার্জিত অথবা আপত্তিকর শব্ধগুলো ব্যাবহার করে যেকোন বিজ্ঞাপন প্রকাশ করা ঢাকা সিটি কর্পোরেশনের বিজ্ঞাপন নিতীমালায় সম্পুর্ণ নিষিদ্ধ।প্রচলিত আইন যথাযথ ভাবে প্রয়োগ করা হলে এধরনের প্রতারণা এবং অশ্লীলতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব। রুচিহীন এসব লিফলেট, পোস্টার শুধু মনের এবং দৃস্টির দুষণই করেনা সাধারন মানুষকে প্রতারিত করে। সিটি কর্পোরেশন এবং আইন প্রয়োগকারী সংস্থা একটু সচেতন হলে এইধরনের নোংড়ামী বন্ধ করা যেত।
৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৩
জুল ভার্ন বলেছেন: কদিন আগে আমি শ্যামলী ওভার ব্রীজের নিচে উবার কল করে দাঁড়িয়ে ছিলাম। ৫/৭ মিনিটের মধ্যে অন্তত ৩/৪ জনকে দেখলাম মঘা সাশ্রীয় দাওয়াখানা নামের এক আয়ুর্বেদীয় কোম্পানীর লিফলেট বিলি করছে। বলা যায়- এই যন্ত্রণা এখন সকল পাব্লিক প্লেসে!
২| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: এ বার শ্যামলীতে আসলে আমাকে কল জানায়েন দাদা দেখা করবো
৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৭
জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।
৩| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৩
প্রতিদিন বাংলা বলেছেন: লিফলেট প্রচারে পুলিশের পারমিশন প্রয়োজন ,কি দেখে পারমিশন দেয় ,অথবা পামিশন নেই!
৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৬
জুল ভার্ন বলেছেন: পুলিশ তথা আইনশৃংখলা বাহিনী শুধু বিএনপি ঠ্যাংগাতেই ব্যস্ত!
৪| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৪
প্রতিদিন বাংলা বলেছেন: আইন যে আছে সেটা হয়তো জানেই না পুলিশ
৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫১
জুল ভার্ন বলেছেন: ক্ষমতাই আইন!
৫| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: এতো মেলা পুরানা জিনিস! ইদানিং মনে হয় কিছুটা কমেছে।
৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫২
জুল ভার্ন বলেছেন: কোথায় কমেছে!
৬| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: একদম রাইট কথা বলেছেন।
একবার আমি আর আব্বা রিকশা করে যাচ্ছিলাম। এক বোরকা পরা মহিলা আমাদের দিকে ছুড়ে লিফলেট দিলো। লিফলেটে লেখা যৌন সমস্যার সমাধান। তাবিজ কবচ। মনে রমিল, পরকীয়া আরো হাবিজাবি অনেক কথা লেখা।
সিটি কর্পোরেশন করে কি? তাপস সাহেব মেয়র হওয়ার পর শহরের জন্য কি কি করেছেন? সেই তালিকা কি আপনার কাছে আছে?
৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫৩
জুল ভার্ন বলেছেন: আমি আমজনতা, মেয়র ফেয়রের খবর জানিনা!
৭| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতি বোধকরি জাতীয় যৌন রোগাক্রান্ত!
নইলে ওদের এত পসার বাড়ে কিভাবে?
এই যে বেতন দিয়ে লোক পোষে, সেই টাকাটা নিশ্চয়ই আয় হয়।তেমনি গোপনে যাওয়া লোকজনদের কাছ থেকেই!
যৌন বিষয়টাকে ভয়ানক ট্যাবু করে রাখায় সাধারন সমস্যাতেও তাদের হাতে পড়ে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে।
আরেকটা বিষয় লোকমূখে শুনেছি- তারা ঐসব হালুয়া, বা ঔষধে ইয়াবা/ভায়াগ্রা গ্রুপের ঔষধ মিশিয়ে দেয়।
ফলে মানুষ তাৎক্ষনিক উপকার মনে করে ধীরে ধীরে তাদের নিয়মিত কাস্টমারে পরিণত হয়।
এই বিষয় স্বাস্থ্য অধিদপ্তর, ভোক্তা অধিকারের উচিত অনুসন্ধানী ব্যবস্থা গ্রহণ করা।
তাদের ঔষধের স্যাম্পল নিয়ে ল্যাবে টেষ্ট করা। এবং সেই অনুপাতে আইনানুগ ব্যবস্থা নেয়া।
... দুঃখ এটাই
গরুটা গোয়ালে বাধার লোকটাই যে নাই!!
০২ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৯
জুল ভার্ন বলেছেন: ভাই, আমাদের দেশে আইন আছে, আইনের প্র্যোগ নাই। ভাবতে পারেন- রাস্তায়/ফুটপাথে মজমা বসায়ে কতগুলো মূর্খ, গাঁজাখোর, বাবা খোর ক্যানভাচার ঔষধ বিক্রি করে!
৮| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৪
গরল বলেছেন: স্কুলের পাঠ্যসূচিতে যৌন সচেতনতা ও যৌন হয়রানি বিষয়ক জ্ঞান দেওয়া প্রয়োজন, তাতে হয়ত মানুষের যৌন রোগ ও যৌন বিষয়ক ধ্যান ধারণায় পরিবর্তন আসবে। আমার মেয়ে এখন গ্রেড ফোর এ, ওদেরকেও দেখলাম Sexual Education ও Sexual Harassment এর বিষয়ে কিঞ্চিৎ জ্ঞান দান করা হয়েছে। উপরের গ্রেডে আরও বিস্তারিত জানাবে।
০২ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৯| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:৩৭
ধূসর সন্ধ্যা বলেছেন: খুবই বিরক্তিকর এই সব লিফলেট । এগুলো বন্ধ করা দরকার ।
০২ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৩০
জুল ভার্ন বলেছেন: একমত।
১০| ৩১ শে মার্চ, ২০২২ রাত ২:০৬
জটিল ভাই বলেছেন:
এগুলো নিত্যনৈমিত্তিক ঘটনা হলেও বাসের জানালা বা রিক্সায় যখন বোরকা পরা মহিলারা এসব দেয় তখন জানিনা কেমন যেনো একটা বিরক্তিমাখা দয়ালু ভাব আসে যে আজ তারা শুধু পেটের দায়ে........
০২ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৩১
জুল ভার্ন বলেছেন: গুটিকতক মানুষের পেটের দায় মেটাতে হাজার হাজার মানুষের জীবন ধ্বংশ করে দিচ্ছে!
১১| ৩১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০২
গফুর মিয়া১৯১ বলেছেন: ঢাকা শহরের রোগাক্রান্ত বিষয়ে লিফলেট যেটা বেশি ছাপে সেই রোগ হলো অর্শ বা পাইলস। বিদেশ থেকে আসার পর যে কোন ভদ্রলোক আসা মাত্রই বিচলিত হয়ে পরবে মনে করতে থাকবে ঢাকা শহরের সবাই গুহ্যদার প্রদাহ জনিত সম্যসায় জর্জরিত।
০২ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৭
জুল ভার্ন বলেছেন: আপনার অবজার্ভেশন সঠিক। "অর্শ-পাইলস-ভগন্ধর" বিজ্ঞাপন নাই এমন কোনো অলিগলি ঢাকা শহরে নাই। মফস্বল শহর-গঞ্জে আরও বেশী।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল এক বিষয়ে পোষ্ট করেছেন দাদা আজকাল প্রায় শ্যামলীতেও দেখা যায় আমাকে হাতে ধরেদিতে চায় আমি নেয় না