নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

দ্যা আনটোল্ড স্টোরি....২০

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩০

দ্যা আনটোল্ড স্টোরি....২০

বহু বছর আগে একজন হস্তরেখা বিশারদ আমাকে বলেছিলেন, ‘’আপনার জীবনের অনেক ঘটনা হিসেবের বাইরে ঘটবে’’।
সেদিন মনে মনে হেসেছিলাম, ভেবেছিলাম আমার মতো সদা সতর্ক মানুষের জীবন বেহিসেবি হয় কি করে! তখনও জানা ছিল না, ‘’সব অংক চাইলেও মেলানো যায় না’'।

ইদানীং মৃত্যু আমায় তাড়িয়ে বেড়ায়। কিন্তু মৃত্যুকে ভয় হয়না। যদিও জানি ভাগ্যকে বদলানো এতোটা সহজ নয় তবুও। কোন কিছুই কোনদিন কারো জন্য থেমে থাকে না কিন্তু ভাবনার অন্ত নেই যেন।
অন্যের জন্যই তো বেঁচে থাকাতে সুখ আর আনন্দ। একা নিজের জন্য বেঁচে থাকাটা বড় বেশী নিরানন্দ আর অর্থহীন বলে মনে হয়। আজীবন আমি খুব বেশী আবেগী মানুষ হিসেবেই পরিচিত জনদের কাছে। অথচ এখন অনেকেই বলে আমি নাকি আবেগ অনুভূতিহীন যন্ত্রমানব।

একান্তে ভাবি আসলে কি আমি তাই!
কেউ যখন জিজ্ঞেস করে, ‘’অবসরে কি করি’’?
আমি হাতরিয়ে বেড়াই অবসরকে খুঁজে ফিরি। সময় বড্ড দ্রুত গতিতে ছুটে চলে, সময়ের সাথে। এই ছুটে চলায় কখনও যে ক্লান্তি এসে ভর করে না তাতো নয় কিন্তু নিজেকে সামলে চলাই তো জীবনের প্রথম পাঠ - আমি সেই পাঠেও ব্যার্থ!
মাঝে মাঝে ঈর্ষা এসে বাসা বাঁধতে চায় কিন্তু যুক্তিতে মানি খানিকটা ঈর্ষা থাকাটাও জরুরী। সদা ঘূর্ণ্যমান জীবন চক্রের মতো ঈর্ষাও এক সিঁড়ি থেকে অপর সিঁড়িতে ঘুরপাক খেতে থাকে।

অংক আমার পছন্দের বিষয় নাহলেও নিজ জীবনের অংক মিলিয়েই অনেকটা বছর অত্যন্ত সফলভাবে চালিয়ে এসেছিলাম। কিন্তু এখন অংক মিলাতে পারিনা, কেমন যেন তালগোল পাকিয়ে যায়। তৈলাক্ত বাঁশ বেয়ে বানরের উঠা-নামার অংকের মত আমার অংকগুলোও পিছলে পরে, যেভাবে পিছলে পরেছে আমার জীবনের পথচলা।

এখন বুঝি, জীবনের অংক মেলানোর ফর্মুলাটা মহান আল্লাহ রাব্বুল আলামীন লুকিয়ে রেখেছেন, যা শত চেষ্টাতেও জানা সম্ভব নয়।
"অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল- হতে পারেনি।" আমাদের মধ্যে অনেকেই রোদ্দুর হবে,
আমি অমল কান্তিই রয়ে যাবো!

ডিসক্লেইমারঃ দ্যা আনটোল্ড স্টোরি....আমার জীবনের না বলা অনেক কথা...যা 'ডিজিটাল ডায়েরি' বললেও ভুল বলা হবেনা।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫১

শাহ আজিজ বলেছেন: সহমত ।

আমারও প্রায় একই অবস্থা । মানুষজন আমায় ঘিরে থাকলে আনন্দে থাকি ।

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৩

জুল ভার্ন বলেছেন: আমি একাকীত্ব পছন্দ করি।

২| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


এই স্টেজে এসে জীবনের সবচেয়ে বড় আফসোস কি আছে?

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: না পাওয়ার কোনো আপসোস নাই। কিন্তু এই বয়সে এসে অনাকাংখিত যা পেয়েছি তা পাওয়ার মতো কোনো পাপ আমি করিনি-তারপরও পেতে হয়েছে- এটাই আমার আপসোস।

৩| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৬

গেঁয়ো ভূত বলেছেন: অন্যের জন্যই তো বেঁচে থাকাতে সুখ আর আনন্দ। একা নিজের জন্য বেঁচে থাকাটা বড় বেশী নিরানন্দ আর অর্থহীন বলে মনে "হয়। আজীবন আমি খুব বেশী আবেগী মানুষ হিসেবেই পরিচিত জনদের কাছে। অথচ এখন অনেকেই বলে আমি নাকি আবেগ অনুভূতিহীন যন্ত্রমানব।

একান্তে ভাবি আসলে কি আমি তাই!
কেউ যখন জিজ্ঞেস করে, ‘’অবসরে কি করি’’?
আমি হাতরিয়ে বেড়াই অবসরকে খুঁজে ফিরি। সময় বড্ড দ্রুত গতিতে ছুটে চলে, সময়ের সাথে। এই ছুটে চলায় কখনও যে ক্লান্তি এসে ভর করে না তাতো নয় কিন্তু নিজেকে সামলে চলাই তো জীবনের প্রথম পাঠ - আমি সেই পাঠেও ব্যার্থ।"


এই অংশটুকু আমার জীবনেরও সাথে মিলে যায়, আসলে আমাদের বেশিরভাগের জীবনই কি এমন?

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৭

জুল ভার্ন বলেছেন: আসলে আমাদের অবস্থান ভিন্ন ভিন্ন স্থান এবং সময়ের হলেও দুঃখ কষ্টগুলো সমষ্টিক।

৪| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ’আপনার জীবনের অনেক ঘটনা হিসেবের বাইরে ঘটবে’’।
সবার জীবনেই এটা হয়, এটা বলার জন্য কোনো আলাদা মহিমা থাকতে হয় না।
ঐসব ছাড়েন, চাঙ্গা হয়ে উঠেন। যেদিন জীবন শেষ হবে সেইদিন শেষ, তার আগ পর্যন্ত প্রতি মূহুর্তেই জীবন।
আপনার মঙ্গগ হোক।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মঙ্গল হোক।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৫

জুল ভার্ন বলেছেন: ফি আমানিল্লাহ।

৬| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কাটুক জীবন

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৪

জুল ভার্ন বলেছেন: ফি আমানিল্লাহ।

৭| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে জীবনের সুন্দর অসুন্দর সুখ দুঃখ একটা মনের বিষয় মনে করলাম সুখে আছি এটা হলো দুঃখ হইলাম তবে
মিলেমিশে থাকাটাই বড় বিষয় কিন্তু আমরা সেটা বুঝি না কোন কিছু ত্যাগ, মেনে নেওয়াটাই সুখ শান্তি এসে যায়!

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৩

জুল ভার্ন বলেছেন: মনে করার সাথে সুখ দুঃখ এবং বাস্তবতার মিল খুঁজে পেলে দুঃখ কষ্ট কিছুই থাকতোনা।

৮| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: বয়স হলে মানুষের মনে রকম চিন্তা আসে। এটা স্বাভাবিক।
কিন্তু এটা স্বাভাবিক না, যে পছন্দের মাছের নাম বলা যাবে না।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৫

জুল ভার্ন বলেছেন: পছন্দ অপছন্দ বিষয়টা যার যার ব্যাক্তিগত। কেউ প্রকাশ/প্রচার করে আনন্দ পায়, কেউ বিপরীত।

৯| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবসর জীবন অত্যন্ত নিরানন্দ যদি না থাকে অঢেল পয়সা-কড়ি। টাকা পয়সার জন্যই মানুষ বেশি বিষাদের ভোগে। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৭

জুল ভার্ন বলেছেন: টাকা পয়সার সমস্যা যতনা বড় সমস্যা তার চাইতেও বড়ো বেশী সমস্যা করে মনুষ্য সৃষ্ট উটকো কিছু আপদ!

ফি আমানিল্লা। আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের সবাইকে হেফাজত করুন।

১০| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: কত ভাবনা যে মনে আসে বলে শেষ করা যায়না ।

যখন একা থাকি বিশেষ করে রাতে তখন মরণের ভাবনা মাথায় আসে, তবে দিনের আলোতে জীবনের জটিলতায় তা বিলীন হয়ে যায়। যদিও আমাদের সকলেরই জীবনের প্রতিটা মুহূর্তে মরণকে মনে রাখা উচিত।

আর ভাইজান, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত যে আনন্দময় হয় তার জন্য দয়াময়ের নিকট রইলো দোয়া ও সাথে সাথে কামনা করছি আপনার সর্বাঙ্গীন মঙ্গল।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৫

জুল ভার্ন বলেছেন: ফি আমানিল্লাহ।

১১| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৩৯

অধীতি বলেছেন: অমলকান্তি কবিতাটা খুব সুন্দর লাগে। মনে হয় নিজের গল্প পড়তেছি।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৬

জুল ভার্ন বলেছেন: আমার খুব পছন্দের একটা কবিতা।

১২| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৮

সোবুজ বলেছেন: মৃত্যুর কথা যত ভাববেন মৃত্যু আপনার পিছু ছাড়বে না।মৃত্যুর কথা ভুলে যাবেন,মৃত্যুও আপনার কথা ভুলে যাবে।একদিন হঠাৎ আসবে,টেরই পাবো না।বয়সে আপনি আমার বড় হবেন না।আমি কখনই মৃত্যু নিয়ে চিন্তা করি না।যেটা চিন্তা করে কিছুই করতে পারবো না সেটা কোন চিন্তার বিষয় না।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৭

জুল ভার্ন বলেছেন: আসলে আমি খুব বাস্তববাদী মানুষ ছিলাম। কিন্তু জীবনের এই বেলা এসে সবকিছু তছচন হয়ে গিয়েছে। এখন সবকিছুতেই ভয় পাই।

১৩| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩

সোবুজ বলেছেন: আমি আমার কথা বললাম।আপনার কথা হয়তো অন্য রকম।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৮

জুল ভার্ন বলেছেন: আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ।

১৪| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৩

জটিল ভাই বলেছেন:
এইতো জীবন। বেঁচে আছি এই হোক শান্তনা।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৮

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন- এটাই জীবন। এটাই শান্তনা।

১৫| ১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,



প্রায় প্রতিটি সচেতন মানুষের না বলা গল্পকথাগুলোই বলে গেলেন।

জীবনের অংক মেলেনা কখনই। কটি বছর কেটে গেলো জীবনের সেটাই হিসেবের কিছু নয় , শেষতক হিসেবটা হলো বছরগুলোতে কেটে যাওয়া আপনার জীবনটা কেমন ।
অংকটা মেলাতে হলে ভাবতে হবে , যেখানে যেতে চেয়েছি সেখানে হয়তো যেতে পারিনি, কিন্তু যেখানে পৌঁছে গেছি মনে হয় সেখানে যাওয়াই আমার প্রয়োজন ছিলো।

ভাবাবেগের লেখা।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৯

জুল ভার্ন বলেছেন: বাহ কী অসাধারন সুন্দর জীবন দর্শন!

১৬| ১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটা সময় পার করার পর জীবনটা সবার মুটামুটি একই রকম মনে হয়। চলতে থাকুক এই আনটোল্ড স্টোরি সিরিজ.....।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৪

জুল ভার্ন বলেছেন: দুঃখের বিশয় হলো- আনটোল্ড স্টোরি প্রকাশের সময় এখন নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.