নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মা এবং মা-দিবস নিয়ে আমার কোনো আদিখ্যেতা নাই ......

১০ ই মে, ২০২২ সকাল ৯:২৮

"জল-বনের কাব্য" নামক একটা উপন্যাসে শেষ পৃষ্ঠায় "Life is more than petty calculations..." লিখে আমার মা তাঁর নাম, তারিখ লিখে রেখেছেন আমার জন্মের দুই বছর আগে।

আমার মায়ের জীবন নিয়ে কোন ভাবনা চিন্তা ছিলনা, আর তাই কোন মাথাব্যথাও ছিলনা বলেইতো আমাকে জন্ম দিয়ে হারিয়ে গিয়েছে না ফেরার দেশে! তাই মা এবং মা-দিবস নিয়ে আমার কোনো আদিখ্যেতা নাই। আলাদা করে কোন গুরুত্ব আমি মাকে দেইনা!

সেই ছেলে বেলায় যখন একা একা ঘুমাতাম এবং ঘুম ভাংতো তখন ছাড়া আমার মাকে মনে পরতোনা। স্কুলের অন্য বন্ধুরা ওদের মায়ের হাত ধরে স্কুলে আসতো আবার স্কুল থেকে বেড়িয়ে যেতো, ওদের মায়েরা টিফিন খাইয়ে দিতেন- তখনই শুধু মাকে মনে করতাম। যখন পরিক্ষায় প্রথম স্থান অধিকার করে রেজাল্ট শীট নিয়ে বাসায় ফিরতাম তখন মাকে মনে করতাম। যখন দেখতাম আমার সহপাঠী বন্ধুরা স্পোর্টসে আমার কাছে হেরে কেউ সেকেন্ড, থার্ড হয়ে ওদের মায়ের কোলে ঝাপিয়ে পরে আদর নিচ্ছে। আর আমি স্পোর্টসের অনেক গুলো ইভেন্টে প্রথম স্থান অধিকার করে অনেক গুলো প্রাইজ হাতে নিয়ে একাকী নির্বাক দাঁড়িয়ে, তখন মাকে খুব মনে করতাম। বুবু ছাড়া কেউ আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলতোনা- "আমার হিমু ভাইয়া, আমার হিমু দ্যা গ্রেট ভাইয়া"!
ছড়া কবিতা আবৃত্তিতে, কোন খেলায় পুরস্কার জিতে কিম্বা হেরে না যাওয়া অবধি মায়ের কথা মনেই পড়তনা আমার। এখনো পাঁচ ওয়াক্ত নামাজ, অন্যান্য ইবাদতের সময়, বিগত দিনে একটুখানি সুখের সময় কিম্বা সকল কষ্টের সময় ছাড়া মা'কে আমার মনে পরেনা।

আমার কোন জন্মদিন ছিলনা শুধু একটা মৃত্যুদিন, আমার মায়ের মৃত্যু দিন আছে, যেদিন আমার জন্ম হয়েছিল।
তাই আমার কাছে প্রতিদিন কিম্বা কোনদিনই মা দিবস নয় - শুধু মায়ের মৃত্যু দিনটাই আমার কাছে মায়ের স্মৃতি হয়ে আছে।
আর 'মা' নামের এক কল্পিত ঘ্রাণ প্রিয় সুগন্ধি বুকের গভীরে বসবাস!
তবু অপেক্ষায় আছি -
যদি কোনদিন মা এসে বলে-'বড়ো ভুল হয়ে গেছে খোকা,
চল ঘরে ফিরে যাই'।

"রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা"।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ সকাল ৯:৩৫

প্রতিদিন বাংলা বলেছেন: রাব্বি হামহুমা কামা রাব্বি ইয়ানি সগিরা
All the day for the day

১০ ই মে, ২০২২ সকাল ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: আমীন। ছুম্মা আমীন।

২| ১০ ই মে, ২০২২ সকাল ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
কি যাতনায় মাখামাখি ক্ষন, জীবন-যাপন স্মরণ!

শৈশবে ইয়াতিমের দু:খ তেমন আরেকজন ছাড়া কেউ বুঝি বুঝবার নয়
অনুভবের নয়, প্রকাশের তো নয়ই

আপনার জন্যে অন্তহীন শুভকামনা
মায়ের জন্য অফুরান প্রার্থনা

১০ ই মে, ২০২২ সকাল ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন আপনার দোয়া কবুল করুন। আমীন।
অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান।

৩| ১০ ই মে, ২০২২ সকাল ৯:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: মা শব্দটা খুবি কঠিন একটা বিষয়
যার অনুধাপন করতে গেলে ঝর্ণা হয়ে যায়
আপনার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও
জান্নাত বাসি কামনা করছি-----আমিন

১০ ই মে, ২০২২ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: আমীন।

৪| ১০ ই মে, ২০২২ সকাল ১০:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার এই অনভূতি অনেক পাঠকের চোখে জল আনার মত।

মা না থাকলে বুঝা যায় মায়ের অভাব।

ওপারে ভালো থাকুন আপনার মা, আপনিও ভাল থাকুন।

১০ ই মে, ২০২২ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১০ ই মে, ২০২২ সকাল ১০:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক কষ্টের। :( আপনার মা'র জন্য আমার দোয়া রইলো। রব্বির হামহুমা কামা রব্বা ইয়া'নি সগিরা। আল্লাহ আম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

১০ ই মে, ২০২২ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন আপনার দোয়া কবুল করুন। আমীন।

৬| ১০ ই মে, ২০২২ সকাল ১১:২৫

মাস্টারদা বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বি ইয়ানিস্ সাগীরা।

মা-দিবস তাদের পালন করা উচিৎ যাদের মা-বাপ বৃদ্ধাশ্রমে। যারা হা-ঘরে, এক-ঘরে। মায়ে তাড়ানো, বাপে খেদানো। যারা সারা বছর মা-বাপের স্নেহের থাকে, মা-বাপের খেয়াল রাখে তাদের তো মা-দিবস, বাবা-দিবস সব সময়।

মায়ের সুগন্ধি আপনার নসিবে মিলে যাক!

১০ ই মে, ২০২২ সকাল ১১:৩৫

জুল ভার্ন বলেছেন: বাস্তবতার নিরিখেই মা দিবদ নিয়ে আপনার উপলব্ধিকে সম্মান জানাই। অনেক ধন্যবাদ।

৭| ১০ ই মে, ২০২২ সকাল ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা

আমারও নেই

১৪ ই মে, ২০২২ সকাল ১০:১২

জুল ভার্ন বলেছেন: আমীন।

৮| ১০ ই মে, ২০২২ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: প্রচণ্ড হৃদয়বিদারক।

১৪ ই মে, ২০২২ সকাল ১০:১২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ১০ ই মে, ২০২২ দুপুর ২:৩২

ভুয়া মফিজ বলেছেন: মা এমনই। এক্সট্রিম দুঃখ বা সুখেই শুধু এই প্রজাতিকে সন্তানদের মনে পড়ে। এক সময়ে সুখ কিংবা দুঃখ, দু'টাই ফিকে হয়ে যায়। আমরা ফিরে যাই আমাদের দৈনন্দিন কাজে। তারপরে, আবার কোন একটা সুখ-দুঃখের ঘটনায় মনে হয় মা থাকলে এখন কতোই না ভালো হতো!!

মা'কে হারানোর দুঃখ কোনদিনই মুছবার নয়। শুধু সংসার আর পার্থিব চাপে তাপে কিছু সময়ের জন্য আমরা ভুলে যাই। একাকী, একান্ত নিজস্ব সময়ে মা আবার ফিরে আসে আমাদের হৃদয় জুড়ে। স্নেহের দৃষ্টিতে তাকায় আর আমরা ফিরে যাই আমাদের হারানো শিশুকালে, শৈশবকালে আর কৈশোরকালে।

মা-হীন জীবন কেমন, এটা যাদের মা নাই শুধুমাত্র তারাই অনুভব করতে পারবে। আপনার মা'সহ পৃথিবীর সকল মা ওইপাড়ে অথবা এইপাড়ে শান্তিতে থাকুক। মহান সৃষ্টিকর্তা তার এই শ্রেষ্ঠ সৃষ্টির প্রতি সকল সময়ে সদয় দৃষ্টি দিন। আমীন।

১৪ ই মে, ২০২২ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: আপনার বক্তব্য আমার পোস্টের সমার্থক। ধন্যবাদ।

১০| ১০ ই মে, ২০২২ বিকাল ৪:২৪

গেঁয়ো ভূত বলেছেন:




ফেবুতে একটা কমেন্ট অথবা পোস্ট দেখে অনুমান করেছিলাম আপনার কষ্টের জায়গাটা, ক্লিয়ারলি জিজ্ঞেস করতে মন সায় দেয়নি, এখন পুরোটা জানলাম। প্রিয় ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।

দোআ করি আল্লাহ্পাক আমাদের যাদের মা না ফেরার দেশে চলে গিয়েছেন সেই সব মা জননীদের জান্নাতবাসি করুন। আমিন।

শুভকামনা। ভালো থাকবেন।

১৪ ই মে, ২০২২ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.