নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আবিষ্কার!
টাক্লা মুরাদের মাথায় সিলিং ফ্যান পড়ে গুরুতর আহত....
নিউজটা পড়ে আমি তাকিয়ে আছি আমার ফ্যানের দিকে...ফ্যান বন্ধ করে তাকিয়ে আছি ডেড শ্লো হয়ে আসা ফ্যানের দিকে....১ মিনিট ৪ সেকেন্ড পর ফ্যান পুরোপুরি থেমে গিয়েছে।
আবারও সিলিং ফ্যান চালিয়ে ১০ মিনিট পর পর ৩ বার বন্ধ করে চিৎ হয়ে ঘড়ি ধরে দেখলাম সুইস বন্ধ করার পর ফ্যান থামতে ১ মিনিট ৪ সেকেন্ড লাগে।
আপসোস, এই আবিষ্কারের পরও আমি একজন বিশিষ্ট বিজ্ঞানী/বৈজ্ঞানিক হিসেবে স্বীকৃতি পাবো না।
উল্লেখ্য যে, ২০২০ সনের লক ডাউনের সময় আবিষ্কার করেছিলাম প্রতিটা লেক্সাস বিস্কুটে ২২ টা ফুটো আছে। তখনও আমার আবিষ্কারের জন্য কোনো রকম আন্তর্জাতিক কিম্বা জাতীয় পুরস্কার দূরের কথা ফেসবুকের কোনো বন্ধুও একটা সাউথ-মাউথ পুরস্কার দিলেন না!
১৪ ই মে, ২০২২ সকাল ৯:৪৪
জুল ভার্ন বলেছেন: ভাইজান, এই ফান পোস্ট এক লাইনের নয়। আমি ফোন থেকে লিখে পোস্ট করেছিলাম। কিন্তু অজ্ঞাত কারনে এক লাইন পোস্ট হয়েছে। এখন ল্যাপটপ থেকেও পুরো পোস্ট লিখে পোস্ট দেওয়ার পরেও অজ্ঞাত কারনে শুধুমাত্র প্রথম লাইনটাই আসে- বাকী লেখা যোগ হচ্ছেনা। তাই আপনার মন্তব্যের ঘরেই পোস্টের বাকী অংশটুকু যোগ করে দিলাম।
আবিষ্কার!
টাক্লা মুরাদের মাথায় সিলিং ফ্যান পড়ে গুরুতর আহত....
২| ১৪ ই মে, ২০২২ সকাল ৯:৪২
শাহ আজিজ বলেছেন: দুই নম্বরি ফ্যান লাগিয়েছিল বোধ হয় ।
১৪ ই মে, ২০২২ সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: দুই নম্বর লোকের কাছে এক নম্বর আশা করা যায়না।
৩| ১৪ ই মে, ২০২২ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: মাথায় নয় একেবারে কপালে ।
সিলিং নয় ওয়াল ফ্যান নিরাপদ ।
১৪ ই মে, ২০২২ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: অসভ্যটার কপাল সব দিক থেকেই পুড়ছে!
৪| ১৪ ই মে, ২০২২ সকাল ১০:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: দুই দিন হলে টিভি বন্ধ খবর জানি না আজকাল ফ্যান ও হছে না------
মানুষ চিনে না
১৪ ই মে, ২০২২ সকাল ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: ফ্যানও চিনেছে .......
৫| ১৪ ই মে, ২০২২ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: এই ঘটনার পর আমি চিন্তিত । বারবার সিলিং ফ্যানের দিকে তাকাই।
১৪ ই মে, ২০২২ দুপুর ২:৩০
জুল ভার্ন বলেছেন: আমিও।
৬| ১৪ ই মে, ২০২২ দুপুর ১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব গুরুতরো আবিষ্কারগুলি সর্বদাই লকোচক্ষুর অন্তরালে থিতিয়ে পড়ে থাকে। এইগুলি সামনে তুলে ধরার জন্য আপনাকে বিশেষ উদ্দমী হতে হবে। শরীরে জরা ঝেড়ে ফেলে চাঙ্গা হয়ে উঠুন।
আমার অর্ধসমাপ্ত একটি গবেষণায় আপনিও দাত লাগাতে পারেন।
একটি মাঝারি আকারে কদম ফুলে মোট কয়টি হলুদ ও সাদা ক্ষুদ্র ক্ষুদ্র ফুল থাকে তার একটি গণনা শুরু করেছি। দুজনের ফলাফল মিলাতে পারলে বিষয়টা পুক্তা হতো।
১৪ ই মে, ২০২২ দুপুর ২:৩১
জুল ভার্ন বলেছেন:
৭| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:১০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: টাকলুর বর্তমান অবস্থা কি?
১৪ ই মে, ২০২২ দুপুর ২:৩২
জুল ভার্ন বলেছেন: তা জানিনা। তবে ওর কপাল ভেংগে হয়ত কিছুটা পাপ মোচন হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২২ সকাল ৯:১৬
বিজন রয় বলেছেন: গতকাল দেখেছি, শুনেছি এই খবর!!
নূরু ভাই কবিতা্র পোস্ট করেছেন এই ঘটনা নিয়ে।
হা হা হা ....
কিন্তু আপনি এক লাইন পোস্ট করে কি আবিস্কারের কথা বলতে চাইলেন.....?