নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আমার চেহারা নিয়ে আমার কিছুই করার নাই.......

১৪ ই মে, ২০২২ দুপুর ২:১৭

আমার চেহারা নিয়ে আমার কিছুই করার নাই.......

সাধারনত, আমি নিজের ছবি ক্যামেরা বন্দী করতে অনিহা প্রকাশ করি- আমার চেহারা সুন্দর নয় বলে। কোনো গেটটুগেদারে গেলেও ছবি তোলায় নিজেকে এড়িয়ে রাখি। স্যোশাল মিডিয়ায় আমি সক্রিয় থাকলেও নিজের ছবি প্রকাশে শতভাগ অনিহা। সমমনা বন্ধুদের অনুরোধে গতকাল একটা ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। একজন ফেসবুক বন্ধু ইনবক্সে মেসেজ করেছেন- "গতকালের অনুষ্ঠানে আপনার তেমন কোনো ছবি দেখলাম না। যাও দুই একটা ছবি দেখলাম তাও ভালো ওঠেনি----"- সাথে যোগ করে দিয়েছে আমার একটা ছবি- গ্রুপে একজন তরুণ বন্ধু দেখিয়ে মজা করছে!

আমি উত্তরে লিখেছি- 'ছবি ভাল না হলে প্রথম দোষ ক্যামেরা/ মোবাইলের, দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডের, তৃতীয় আলোর, চতুর্থ এংগেলের এবং পঞ্চম যিনি ছবি তুলেছেন তার'।
(নিজের চেহারার ব্যাপারে আমার যেহেতু কোনো হাত নাই তাই মেনে নিয়েছি, প্রতিবাদ করে নিজের দীনতা প্রকাশ করিনি)!

সেই কিশোর বেলা, যখন শতভাগ স্টুডিওর যুগ ছিলো, তখন আমরা কয়েকজন বন্ধু মিলে পিছনে আইফেল টাওয়ার রেখে ছবি তুলেছিলাম। যথারীতি আমার চেহারা আমার মতোই উঠেছে। তবুও নিজেকে শান্তনা দিতে ফটোগ্রাফারকে বললাম- এতো বাজে ছবি উঠেছে!
বয়স্ক ফটোগ্রাফার অনেকটা ধাতানী মেরে বলে- "ছবি খারাপ উঠেছে এসব কথা বলবে না! ছবি আবার ভালো খারাপ কি? যেমন দেখতে তেমনি তো উঠবে!"

আমি আর কথা বাড়াইনি.........


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:২০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হে হে আপনি দেখতে যেমন ছবিও তেমন উঠবে।

১৪ ই মে, ২০২২ দুপুর ২:২৯

জুল ভার্ন বলেছেন: আমিতো সেটাই বলছি।

২| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:২০

জ্যাকেল বলেছেন: এই বডি শেমিং সমস্যা থেকে উতরানো হয়ে ওঠবে না কোনকালেও।

১৪ ই মে, ২০২২ দুপুর ২:২৯

জুল ভার্ন বলেছেন: আল্লাহ যাকে যেমন বানিয়েছেন- আমারতো কিছুই করণীয় নাই।

৩| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
আমার চেহারায় উল্লেখ যোগ্যদিক হচ্ছে নাক আর চোখ। পাহাড়ীদের মতো থেবরা। কি আর করার, এইসবে আমার কোনো হাত নাই, আপনারই মতো করার কিছু নাই।

১৪ ই মে, ২০২২ রাত ৮:৪১

জুল ভার্ন বলেছেন: পাহাড়ি /উপজাতীয়দের বোচা নাক, ছোট চোখের মধ্যেও এক ধ্রুপদী সৌন্দর্য আছে। আল্লাহ রাব্বুল আল আমীন যেভাবে বানিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট।

৪| ১৪ ই মে, ২০২২ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে সবাই সুন্দর।

১৪ ই মে, ২০২২ রাত ৮:৪২

জুল ভার্ন বলেছেন: আলহামদুলিল্লাহ।

৫| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০২

ভুয়া মফিজ বলেছেন: আপনার চেহারার সাথে আমার চেহারার মিল আছে। সেইজন্যেই তো.................................. :P

১৪ ই মে, ২০২২ রাত ৮:৪৩

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.