নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
গোপন কথা.....
আমাদের বিয়ের বয়স পয়ত্রিশ পেরিয়ে ছত্রিশ বছরে পরলো। আমি বিয়ের দিন তারিখ ভুলে যাই। গত পয়ত্রিশ বছরে আমি দুই একবারের বিয়ার বার্ষিকীকে স্ত্রীকে আগে উইশ করতে পারিনি.....
কিন্তু আমার স্ত্রীর সব মনে আছে। মাঝেমধ্যে মনে হয় তার মাথার ভিতর একটা টেপ রেকর্ডার আছে- যাতে সবকিছু রেকর্ড করে রাখে! ঝগড়ার সময় সে দিন তারিখসহ আমার নানান অপরাধের এমন সব প্রমান দিতে থাকে, মনে হয় যেন এইচ এম ভি'র লং-প্লে অন করে দিয়েছে। যেভাবে দাড়ি কমা সেমিকোলন সহ বর্ননা করে তাতে ঘটনাটি সত্যি না মিথ্যা ভাবতে ভাবতে আমি ঝগড়ার খেই হারিয়ে ফেলি! পরাজিত হই।
আমার এসব মনে থাকেনা। কাল হঠাত মনে হল, আসলে কী মনে থাকেনা? নাকি মনে করতে গিয়ে আবার কোন গেরোয় পড়ি, চিন্তা করতে করতে ভুলে যাই। যেমন আজকের ব্যপারটা। ৩৬ বছর আগে এই দিন আমাদের বিয়ে হয়েছিল। সহজ ভাবে হয়নি..... দুই অর্থেই অনেক পথ পাড়ি দিতে হয়েছিল। কোন পক্ষ বিয়েতে রাজি ছিলোনা.....
শুরুতে বলেছি আমার স্ত্রীর অনেক কথা মনে থাকে, তবে আমাদের রিলেশন চলাকালীন তার এক প্রবাসী কাজীন দেশে এসে তার ইচ্ছার বিরুদ্ধে পারিবারিক পরিবেশে এনগেজমেন্ট রিং পরিয়ে দিয়েছিলো! সেই রিং বিক্রি করে আমি মাস্টার্স পরিক্ষার মধ্যে এক বেকার ছাত্র হয়েও তাকে কাজীর অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে 'নাবালিকা অপহরণ করে জোর করে বিয়ে করার অভিযোগে' তার বাবা-ভাইদের করা মিথ্যা মামলা খেয়েছিলাম সে বিষয়টি তার স্মৃতিতে আছে কিনা বোঝা যায়না।
১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ তাসনিম।
২| ১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১০
গেঁয়ো ভূত বলেছেন:
গোপন কথা আর গোপন রইলোনা ! আপনাদেরকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। ভালো থাকবেন।
১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ গেঁইয়ো ভূত সাহেব।
৩| ১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভেচ্ছা। অভিনন্দন।
ভালো থাকবেন।
১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪| ১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা!
তো! ইয়ে হ্যা কাহানি হা হা হা
বহুত খুব বহুত খুব।
ত্যান্দর কুট্টিকাল থিকাই
অভিনন্দন
টাক-ঝাল মিস্টি কাপল লাইফের সুদীর্ঘ সময় পারি দেয়ায়
এ সময় আরো অনেক অনেক বেশি দীর্ঘ হোক ভালবাসায়।
১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইজান।
৫| ১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩০
প্রতিদিন বাংলা বলেছেন: অভিনন্দন শুভেচ্ছা সহো সফলতা কামনায়
১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ এবং দোয়া প্রত্যাশা।
৬| ১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
লিংকন১১৫ বলেছেন: ভাই বেশীরভাগ মেয়েরাই এমন
কিভাবে যে সব কিছু এতো সুক্ষ ভাবে মনে রাখে পিসি হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় মাগার এদের টা কোন কালে হয়না
আর যখন দরকার পুরা ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়,
গুগল কেলেন্ডার ব্যাবহার করবেন, ও আপনাকে সব মনে করিয়ে দিবে, যদিও আমি প্রায় গুগল কেলেন্ডারের রিমাইন্ডার ও মিস করি
১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৮
জুল ভার্ন বলেছেন: ভাইরে, আমি সেকেলে আদমী। প্রযুক্তির ব্যবহার অত্যন্ত সীমিত। ফেসবুক/ব্লগ আর ইমেইলেই সীমাবদ্ধ আমার আইটি জ্ঞান!
৭| ১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন ,
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় জিএস ভাই।
৮| ১৫ ই মে, ২০২২ রাত ৮:০৮
মিরোরডডল বলেছেন:
ছত্রিশ বছর দীর্ঘ সময় । জুল ভার্ন ঠিক আছেতো ?
এ অবস্থা হয়নিতো !
কংগ্রেচুলেশন্স ম্যান !
অসীম ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ ।
১৬ ই মে, ২০২২ সকাল ১০:০২
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ বহাল তবিয়তেই আছি
দোয়া করবেন।
আপনার জন্য শুভ কামনা।
৯| ১৫ ই মে, ২০২২ রাত ৮:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এভাবেই ঘরের কথা পরে
জেনে যায়! তার পরেও
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
১৬ ই মে, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: ‘ঘরের শত্রু বিভীষণ’
১০| ১৫ ই মে, ২০২২ রাত ৮:৪৪
শেরজা তপন বলেছেন: বিয়ের সেইদিনগুলো( দৌড়ের উপ্রে থাকা) নিয়ে দারুন কিছু লেখার প্রতিক্ষায় রইলাম্...
৩৬তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা!
১৬ ই মে, ২০২২ সকাল ১০:০৯
জুল ভার্ন বলেছেন: এই বয়সে সেইসব আর প্রকাশ করা যাবেনা। এযুগের পোলাপান হাসবে
অনেক অনেক ধন্যবাদ।
১১| ১৫ ই মে, ২০২২ রাত ৯:৩২
বিজন রয় বলেছেন: আপনার নিজস্ব গোপন কথায় আমাদের সম্পৃক্ত করলেন!
আমরা আপনার আরো আপন হলাম।
আপনাদের জীবন অনেক সুখী হোক।
শুভকামনা রইল।
১৬ ই মে, ২০২২ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: "গোপন কথা গোপন থাকেনা"- এটাই নিয়ম।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
১২| ১৫ ই মে, ২০২২ রাত ১০:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
শুভেচ্ছা।
এতবছর একসাথে থাকতে পারার সিক্রেট কি?
১৬ ই মে, ২০২২ সকাল ১০:১৭
জুল ভার্ন বলেছেন: "সিক্রেট" একটাই পারস্পরিক বিশ্বাস এবং আস্থা।
ধন্যবাদ।
১৩| ১৫ ই মে, ২০২২ রাত ১০:৪৭
শাহ আজিজ বলেছেন: বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়জন ।
১৬ ই মে, ২০২২ সকাল ১০:১৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই।
১৪| ১৫ ই মে, ২০২২ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: অভিনন্দন। তা গিফট কি দিলেন?
১৬ ই মে, ২০২২ সকাল ১০:২১
জুল ভার্ন বলেছেন: এখন আর গিফট তেমন দেওয়া হয়না- পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া হয়। তবে আমার লোনের কিস্তি পরিশোধ করতে তিনিই আমাকে চার লাখ টাকা দিয়েছেন।
অনেক ধন্যবাদ রাজীব।
১৫| ১৫ ই মে, ২০২২ রাত ১১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্টের অংশ, আই মিন, রিং বিক্রি করে কাজীর অফিসে গিয়ে বিয়ে করে মামলা খাওয়া তো দেখি অতি-ঐতিহাসিক, ট্যাবু-রোমান্টিক সিনেমার চাইতেও অধিক রোমাঞ্চকর হইয়া গেছে এটা নিশ্চয়ই ভাবীর মনে আছে। সবকিছু দাড়ি-কমাসহ মনে থাকবে, আর এই অন্তরক্ষয়ী ঘটনার কথা মনে থাকবে না, তা কি হয়?
যাই হোক, এখন থেকে আমরা আপনাকে মনে করিয়ে দিব ভাবীকে উইশ করার ব্যাপারটা
আর প্রথম কথাটা বলে নিই - হ্যাপি থার্টি সিক্সথ ম্যারিজ অ্যানিভারসারি
১৬ ই মে, ২০২২ সকাল ১০:৩৬
জুল ভার্ন বলেছেন: সোনা ভাই, ৩৬ বছর আগে সেই আংটি বিক্রি করে ৭০০ টাকা পেয়েছিলাম। কাজীর অফিসে ৪৫০ টাকা খরচ দিয়ে বাকী টাকা চায়না গার্ডেন চায়নীজ রেস্টুরেন্টে দুজনে খেয়ে যে যার বাসায় চলে যাই। সিদ্ধান্ত হয়েছিলো- আমার একটা জব না হওয়া পর্যন্ত বিয়ের ব্যাপারটা গোপণ রাখা হবে।
কিছু দিন পরেই সেই আংটি পরানো কাজীনের পরিবার বিয়ের তারিখ ঠিক করার জন্য প্রচন্ড চাপ দেয়... দুই পরিবারের প্রেশার সহ্য করতে নাপেরে আমাদের রেজিস্ট্রি বিয়ের কথা ফাঁস করে দেয়। সাথে সাথেই কনের আমলা বাবা-ভাই আমার বিরুদ্ধে "নাবালিকা অপহরণ করে ফুসলিয়ে বিয়ে"র অভিযোগে মামলা করে দেয়! তারপর বুড়িগংগা-কীর্তনখোলা নদীর পানি অনেক দূর গড়িয়েছে কিন্তু দুই পরিবারের ইগো সমস্যার সমাধান হয়নি। আমরাও সুযোগ বুঝে ঘর সংসার করে দেই!
অনেক অনেক ধন্যবাদ ছাই ভাই!
১৬| ১৬ ই মে, ২০২২ রাত ১২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি তারিখ একেবারেই মনে রাখতে পারি না। তবে খুব সহজ কিছু কারণে আমার কিছু কিছু তারিখ মনে আছে।
বেশির ভাগ সময় আমার রোল নং ছিলো ১৯। আমাদের বিয়ের তারিখ সেপ্টেম্বরের ১ তারিখ, মানে ১/৯/২০০৬ আমার আমার বিবিসাহেবার জন্ম তারিখ ৩১শে আগষ্ট। মানে জন্মের পরের তারিখেই বিয়ে।
আমার জন্ম ২০ জানুয়ারি, বড় কন্যার জন্ম ৬ দিন আগে ১৪ জানুয়ারি, ছোট কন্যার জন্ম ২১শে আগষ্ট (গ্রেনেড হামলা)।
বাবা মারা গেছেন ১৪ই এপ্রিল (পহেলা বৈশাখ), মা মারা গেছেন ১৬ই ডিসেম্বরের পরের রাতে ১৭ই ডিসেম্বর।
১৬ ই মে, ২০২২ সকাল ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: কাকতালীয় ভাবে আপনার অনেকগুলো তারিখ স্মরণীয়।
শুভ কামনা।
১৭| ১৬ ই মে, ২০২২ রাত ১২:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শুভ বিবাহ বার্ষিকী! ভালো থাকুন নিরন্তর।
১৬ ই মে, ২০২২ সকাল ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৮| ১৬ ই মে, ২০২২ ভোর ৫:০১
ফারজুল আরেফিন বলেছেন: শুভ বিবাহ বার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা।।
১৬ ই মে, ২০২২ সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
১৯| ১৬ ই মে, ২০২২ সকাল ৭:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মূল কাহিনি শুরুর আগেই শেষ করে দিলেন? খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছিল।
১৬ ই মে, ২০২২ সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
এসব বিষয় যত সংক্ষিপ্ত লেখা যায় ততই ভাই।
ধন্যবাদ সাধু।
২০| ১৬ ই মে, ২০২২ সকাল ১১:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাহ! জুল ভার্নের মতই্ এডভেঞ্জার ছিল আপনার জীবনে। তাও ৩৫ বছর আগে যখন মোবাইল, ফেসবুক ছিল না! ঠিক জুল ভার্নের মতই সময়ের আগেই সময়ের গল্প...
১৬ ই মে, ২০২২ সকাল ১১:৪৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২১| ১৬ ই মে, ২০২২ দুপুর ২:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি নাবালিকা অপহরণ করা মানুষ; মানে খারাপ মানুষ, আপনার সংগে আর কথা নেই। তবে ৩৬তম বিবাহবার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন।
১৬ ই মে, ২০২২ দুপুর ২:৪৩
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
আমার স্ত্রী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী!
অনেক ধন্যবাদ।
২২| ১৬ ই মে, ২০২২ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: স্ত্রীদের কাছ থেকে নাকি টাকা লোন নেওয়া ঠিক না।
১৭ ই মে, ২০২২ সকাল ৯:১২
জুল ভার্ন বলেছেন: আমি প্রায়ই নেই। কোনো সমস্যা হয়না।
২৩| ১৭ ই মে, ২০২২ রাত ১০:৪৬
গরল বলেছেন: বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, দেরিতে চোখে পড়ল তাই দেরি হয়ে গেল শুভেচ্ছা জানাতে। দয়া করে কিছু মনে করবেন না। আমি আমার বিশেষ দিনগুলো মোবাইল ক্যালেন্ডারে রিমাইন্ডার সহ সেভ করে রাখি যাতে ভুলে না যাই।
১৮ ই মে, ২০২২ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মনে রাখার জন্য আমি কোনো প্রযুক্তিই ব্যবহার করিনা। এমনকি আমার লেখাগুলোও সেভ করিনা। আমার বর্তমান ব্লগ আইডির আগের আইডিতে ২৫০ টার বেশী ভাল পোস্ট লিখেছিলাম- যা যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছিলো। হঠাত করেই একটা অনাকাংখিত ঘটনার জন্য আমার আইডি টা ব্যান করে দেয়! আমি আমার একটা লেখাও সেভ করে রাখার সুযোগ পাইনি। ২০১৮ সনে যখন আমার ফেসবুক আইডি বেহাত হয়ে গেলো তখন আমার ৪৬ হাজার প্লাস ফলোয়ার্স ছিলেন। পোস্ট ছিলো হাজার তিনেক- কিছুই ফিরে পাইনি!
আমি ছদ্মনামে একটা ফেসবুক আইডি করে দ্যা আনটোল্ড স্টোরি' নামে ২৮০ পৃষ্ঠার একটা বইয়ের পান্ডু লিপি লিখেছিলাম- সেই আইডিও ব্যান করে দেয়- আমি কিছুই সংরক্ষণ করতে পারিনি!
অনেক অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ৩৬ তম বিবাহবার্ষিকী উপলক্ষে আপনাকে অভিনন্দন।