নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কৌতুকঃ বিশ্বের সেরা ব্লগার...
যিনি বিশ্বের সেরা ব্লগারের নাম কাগজে লিখেছিলেন তিনি নিজেই নামটি পড়ে হাসতে হাসতে মারা যান!
মৃত ব্যাক্তির মা ভাবলেন, বিশ্বের সেরা ব্লগারটি বোধহয়- আত্মহত্যা প্রেরণাদায়ী কেউ। ছেলের মৃত্যুর জন্য দায়ী সেরা ব্লগারের নাম লেখা কাগজটি খুলে নামটি পড়েই মা হাসতে হাসতে মারা যান!
ছেলে এবং মায়ের মৃত্যুর তদন্ত করতে এসে কাগজে সেরা ব্লগারের নাম পড়ে পুলিশ অফিসার হাসতে হাসতে মারা যান!
তিনটি লাশের ময়নাতদন্তকারী ডাক্তার কাগজে লেখা সেরা ব্লগারের নাম পড়ে ডাক্তার সাহেবও হাসতে হাসতে মারা যান!
এতোগুলো মানুষের অকাল মৃত্যুর খবর শুনে নিকট আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা শোক প্রকাশ করতে এসে কাগজে লেখা সেরা ব্লগারের নামটি পড়ে সবাই হাসতে হাসতে মারা যান!
এতোগুলো মৃত্যুর বিচারের জন্য বিচারক স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মামলা করেন। বিচারক এজলাসে বসে কাগজে লেখা সেরা ব্লগারের নাম পড়ে হাসতে হাসতে মারা যান!
প্রিয় ব্লগার বন্ধুরা; ওই কাগজে যে সেরা ব্লগারের নাম লেখা ছিল সেই নামটি আমিও পড়ে আপনাদের শোনালে আমিতো মারা যাবই, আপনারাও মারা যাবেন! সবাই মারা গেলে সামু ব্লগে ব্লগিং করবে কারা?
কাজেই অভিশপ্ত সেই বিশ্বসেরা ব্লগারের নামটা উচ্চারণ না করি!!!
(এই কৌতূকটা আমি ভিন্নভাবে শুনেছিলাম। আমি এভাবেই সময়োপযোগি করে রুপান্তর করেছি।)
২২ শে মে, ২০২২ সকাল ১১:৪১
জুল ভার্ন বলেছেন: আমরা সাধারন কিম্বা অতি সাধারন ব্লগার হয়েই লিখতে চাই, ভি ভি আই পি ব্লগারদের করুণায় বাঁচতে চাই।
২| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: Michael Arrington বিশ্ব সেরা ব্লগার। এতে হাসির কি আছে?
২২ শে মে, ২০২২ সকাল ১১:৫৩
জুল ভার্ন বলেছেন: আপনার- আমার কাছে যা সেরা সবার কাছে তা সকলের কাছে সেরা নাও হতে পারে। আর এটা স্রেফ কৌতূক। আপনার হাসি নাপেলে কেউ হাসতে বাধ্য করবেনা।
৩| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:০১
জ্যাকেল বলেছেন: হা: হা: হা:
নাহ, মরতে মরতে বেচে গেছি।
২২ শে মে, ২০২২ দুপুর ১২:২৪
জুল ভার্ন বলেছেন: মারিতে এবং মরিতে চাহিনা আমি এ সুন্দর ভূবনে
৪| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:০৮
গেঁয়ো ভূত বলেছেন:
ভাই মরলে মরুম ! আগে নাম কন।
২২ শে মে, ২০২২ দুপুর ১২:২৫
জুল ভার্ন বলেছেন: আপনার মতো বীর পুং মারতে চাইনা, আপনাকে সামুতে দরকার আছে!
৫| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:১৯
ভুয়া মফিজ বলেছেন: ভাগ্যিস শিরোনামে ''সামু ব্লগের সেরা ব্লগার'' লিখেন নাই!! তাইলে নাম পড়ার আগে শিরোনাম পড়েই হাসতে হাসতে মরে যেতাম!!!
২২ শে মে, ২০২২ দুপুর ১২:২৭
জুল ভার্ন বলেছেন: শব্দ ও ভাষা চয়নে একটু টেকনিক্যাল হতে হয়- যাতে সাপ মরবে, লাঠি ভাংবেনা
৬| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: কানের নিচ দিয়ে গুলি গেলো, একটুর জন্য জান বাঁচলো। এর পরে আর এমন টেনশনে ফালায়েন না গুরু।
২২ শে মে, ২০২২ দুপুর ১২:৩৩
জুল ভার্ন বলেছেন: ভাইরে, আমিও আপনার মতো আমজনতা ব্লগার, আমাদের জন্য কমেন্ট বক্সে তেল মারতে লাইন ধরে ভি আই পি ব্লগারগণ কমেন্টস কর্বেনা। আমাদের জন্য সিন্ডিকেট কাজ কর্বেনা। আমাদের টিকে থাকতে হবে, বাঁচতে হবে নিজ নিজ যোগ্যতায়।
৭| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:৫৯
আরইউ বলেছেন:
হা হা হা! সাপ মরেছে, লাঠি এখনো ঠিক আছে!
২২ শে মে, ২০২২ দুপুর ২:০১
জুল ভার্ন বলেছেন: সেই যে বিজ্ঞাপনের সংলাপ- "শশুর আব্বা, একটু বুদ্ধিমান না হইলে কি চলা যায়"!
৮| ২২ শে মে, ২০২২ দুপুর ১:১৪
সাহাদাত উদরাজী বলেছেন:
২২ শে মে, ২০২২ দুপুর ২:০১
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
৯| ২২ শে মে, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: আজকাল কৌতুক পড়ে হাসি পায় না। ছাগলের ছাগলামি দেখলে হাসি পায়।
২২ শে মে, ২০২২ দুপুর ২:০২
জুল ভার্ন বলেছেন: িষয়টা মনোস্তাত্বিক, যার মানষিকতা যেমন।
১০| ২২ শে মে, ২০২২ দুপুর ২:১৭
প্রতিদিন বাংলা বলেছেন: হাসি, মনকে সতেজ করে !
২২ শে মে, ২০২২ দুপুর ২:৩০
জুল ভার্ন বলেছেন: হাসি শরীরের জন্য ভালো।
১১| ২২ শে মে, ২০২২ দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই নাম মুখে এনে কাম নেই। ++++
২২ শে মে, ২০২২ দুপুর ২:৩০
জুল ভার্ন বলেছেন: জান বাঁচানো ফরজ!
১২| ২২ শে মে, ২০২২ দুপুর ২:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: নিজেকে সেরা ভাবার যেমন কোন অবকাশ নেই মরা ভাবারও। কতো সেরা ফেরাউন এর ভাগ্য বরণ করেছে অহংকারে আর কতো মরা হযরত বিলাল রঃ এর মতো সেরা হয়ে গিয়েছ বিনয়ে।
নোটঃ সুত্র মুত্র নেই। একটি কোটকে নিজের মতো লেখা হয়েছে।
২২ শে মে, ২০২২ বিকাল ৩:২০
জুল ভার্ন বলেছেন: তারপরও আমরা "সুন্দর বনের বান্দর রাজা" ভেবে কতই না আস্ফালন করছি!
১৩| ২২ শে মে, ২০২২ বিকাল ৩:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা।
আমি সামু ব্লগের সর্বকালের সেরা ব্লগারের নামই আশা করেছিলুম।
ইমন জুবায়ের, ফিফা, এরকম মাত্র কয়েকজনই আছেন এই ব্লগের এখনো পর্যন্ত সেরা ব্লগার।
তবে, কেউ যেন সর্বকালের নিকৃষ্ট, ধিকৃত ও বিতর্কিত ব্লগারের তালিকায় না ওঠেন, ব্লগও যেন অমন গণধিকৃত ব্লগারের ধারণকারী না হয়, সবার সেই চেষ্টা থাকা উচিত। দিন শেষে বা বয়সের কোন পর্যায়ে পৌঁছান্যর পর মানুষের গালি গালাজ অনেক অন্তর্দাহ সৃষ্টি করবে।
খুবই সাসপেন্সে ছিলাম বিশ্বের সেরা ব্লগারের নাম জানার জন্য। না বলে ভালো করেছেন, আমি এতক্ষণ হাসতে হাসতে মারা যাইতাম, আপনি কাঁদতেন এবং দায়্যীও থাকতেন আমার মৃত্যুর জন্য
২৩ শে মে, ২০২২ সকাল ৮:৩৬
জুল ভার্ন বলেছেন: ছাই ভাই, অসাধারণ সুন্দর একটা মন্তব্য করেছেন। আপনার মন্তব্যের মধ্যে সেই একযুগ আগের সামু ব্লগের ফ্লেভার পেলাম। শুভ কামনা।
১৪| ২২ শে মে, ২০২২ বিকাল ৪:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওইদিন আমিও কোর্টে ছিলাম। বিচারক হাসতে হাসতে মারা যাওয়ার সময় কাগজটা ছিটকে আমার কোলে এসে পড়ে। ভাগ্যিস চশমা ছিলনা, তাই বেচে গেছি
২৩ শে মে, ২০২২ সকাল ৮:৩৯
জুল ভার্ন বলেছেন: "শুধু একটা চশমা ছিলো না বলেই বিশিষ্ট ব্লগার গিয়াসউদ্দিন লিটন বেঁচে গেলেন"- এমন একটা হেড লাইনে জাতীয় পত্রিকা গুলো নিউজ করতে পারতো।
১৫| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:৫৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সবাই সেরা।
২৩ শে মে, ২০২২ সকাল ৮:৪০
জুল ভার্ন বলেছেন: আমাদের এই সামু রাজত্বে
১৬| ২২ শে মে, ২০২২ রাত ১০:৩২
শায়মা বলেছেন: ৫. ২২ শে মে, ২০২২ দুপুর ১২:১৯২
ভুয়া মফিজ বলেছেন: ভাগ্যিস শিরোনামে ''সামু ব্লগের সেরা ব্লগার'' লিখেন নাই!! তাইলে নাম পড়ার আগে শিরোনাম পড়েই হাসতে হাসতে মরে যেতাম!!!
হা হা হা এটা শুনে তো হাসতে হাসতে মরেই গেলাম!!!
ইন্নিনিল্লাহহহহহহহহ
২৩ শে মে, ২০২২ সকাল ৮:৪১
জুল ভার্ন বলেছেন: ইন্না লিল্লাহি.....
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অপয়া ব্লগানের নাম পড়তি চাই না