নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

একজন সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া.....

২৪ শে মে, ২০২২ দুপুর ১:১৭

একজন সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া

* যে রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে, আমি সেই রাষ্ট্র ব্যবস্থা চাই।

* যে রাষ্ট্র খুনি, ধর্ষকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারবে, আমি সেই রাষ্ট্র ব্যবস্থা চাই।

* যে রাষ্ট্র ক্ষমতাশালী ভূমিদস্যু, ধর্ষক প্রেমিক হত্যাকারী ব্যবসায়ী, রাজনৈতিক নেতাদের রক্ষা করবেনা, আমি সেই রাষ্ট্র ব্যবস্থা চাই।

* যে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষার ব্যবস্থা করতে পারবে, আমি সেই রাষ্ট্র ব্যবস্থা চাই।

* যে রাষ্ট্র নারীর ইজ্জতের মুল্য নির্ধারণ করে ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দিবেনা, আমি সেই রাষ্ট্র ব্যবস্থা চাই।

* যে রাষ্ট্র ব্যবস্থায় ঋণে জর্জরিত হয়ে কৃষক আত্মহত্যা করবেনা, যে রাস্ট্রে কৃষকের জমিতে সেচের পানি দেওয়ার নিশ্চয়তা দিতে ব্যর্থতায় কৃষক আত্মহত্যা করবেনা, আমি সেই রাষ্ট্র ব্যবস্থা চাই।

* যে রাষ্ট্র শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে পুঁজিবাদের জয়গান করবেনা, আমি সেই রাষ্ট্র ব্যবস্থা চাই।

* যে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের অধিকার কেড়ে নেবেনা, আমি সেই রাষ্ট্র ব্যবস্থা চাই।

* যে রাস্ট্র ভিন্নমতাবলম্বীদের মিথ্যা মামলায় গ্রেফতার, রিমান্ডের নামে নির্যাতন করে জেলে পুরবেনা, জামিন যোগ্য মামলায় জামিন দেবে, কথা বলার জন্য, নিজের মতামত লেখার জন্য গুম গ্রেফতার হত্যা করবেনা, আমি সেই রাস্ট্র ব্যবস্থা চাই।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: আপনার দুঃস্বপ্ন দেখা ছেড়ে দিন । প্রয়োজনে একজন ডাক্তারের শরনাপন্ন হতে পারেন ।

২৪ শে মে, ২০২২ দুপুর ২:০৮

জুল ভার্ন বলেছেন: একমত।

২| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এই চাওয়াগুলো মনে হয় সবারই চাওয়া।





ব্লগার শাহ আজিজ বলেছেন "আপনার দুঃস্বপ্ন দেখা ছেড়ে দিন । প্রয়োজনে একজন ডাক্তারের শরনাপন্ন হতে পারেন।"

২৪ শে মে, ২০২২ দুপুর ২:০৯

জুল ভার্ন বলেছেন: অথচ এই প্রত্যাশা পুরণ করা অসম্ভব না।

৩| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: হবে হবে, হবে একদিন নিশ্চয়ই। তবে মউতের জালায় আমরা দেখতে পারবো না।

২৪ শে মে, ২০২২ দুপুর ২:৩৫

জুল ভার্ন বলেছেন: তবুও আমাদের সুন্দর প্রত্যাশা থাকবে।

৪| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: আপনার চাওয়া পূরন হবার নয়।

২৪ শে মে, ২০২২ বিকাল ৩:২১

জুল ভার্ন বলেছেন: এটাই আমাদের দূর্ভাগ্য!

৫| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৫৬

প্রতিদিন বাংলা বলেছেন: পাগল নিজেকে পাগল বলে না
(ফর্মুলাটা ভেঙে দিলেন !)
তবে, আসল সত্য হচ্ছে -পাবলিক(আমরা) সরকারের চেয়েও খারাপ

২৫ শে মে, ২০২২ সকাল ৯:৪১

জুল ভার্ন বলেছেন: "যেমন সর্দার তেমন সাগরেদ"!

৬| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: যে রাষ্ট্র লিখিতে পড়িতে ও বলিতে দেয়না তার নামকরণ কি?

২৫ শে মে, ২০২২ সকাল ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: রাস্ট্র একটা প্রতিষ্ঠান। জনগন রাস্ট্রের চালিকা শক্তি। সরকার যখন জনগনের ইচ্ছার বিরুদ্ধে জোরজবরদস্তি শাসনের নামে শোসন করে তখন সেই সরকার হয় স্বৈরাচার/ স্বৈরশাসক।

৭| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৪২

গরল বলেছেন: রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ যতদিন নিশ্চিত না হবে ততদিন এসব দাবি আদায় করা সম্ভব হবে বলে মনে হয় না।

২৫ শে মে, ২০২২ সকাল ৯:৪৫

জুল ভার্ন বলেছেন: এখন সরকার রাস্ট্র পরিচালনা করে জনগনকে বন্ধুকের মুখে জিম্মী করে।

৮| ২৬ শে মে, ২০২২ রাত ২:৪৩

ভবিষ্যত বলেছেন: ইহা একটা আজগুবী গল্প! বাংলার আবাল হিসাবে আমি বলিতে পারি...... এই অলিক স্বপ্নমাত্র।

২৬ শে মে, ২০২২ দুপুর ১:০৯

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
ধন্যবাদ স্বঘোষিত বাংলার আবাল সাহেব :)

৯| ২৬ শে মে, ২০২২ দুপুর ১:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান , চাই !!!!!!! চাই !!!!!!!!!!!!!!!!! চাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমরা সবাই কত কিছুই :(( চাই
সব চাওয়া কি আর পূরণ হয়?
যদিও কিছু মানুষের জীবনে কিছু চাওয়া পূরণ হয় ।

তবে ,

আমার সোনার বাংলায় আপনার ৯ টি চাওয়ার একটিও আপনার-আমার জীবনে যে পূরণ হবেনা এটা নিশ্চিত । হয়ত আমাদের উত্তরসূরীরা এরকম একটি রাষ্ট্র-সমাজ ব্যবস্থা দেখতে পারে, যা চাঁদে বা মংগলগ্রহে যখন মানব বসতি স্থাপিত হবে বাংগালী কর্তৃক।

তার আগ পর্যন্ত অপেক্ষায় -----------------

২৭ শে মে, ২০২২ রাত ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার বক্তব্য শতভাগ সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.