নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

এক মদখোর ডাক্তারের প্রেসক্রিপশনঃ-

০৩ রা জুন, ২০২২ সকাল ৯:০৫

এক মদখোর ডাক্তারের প্রেসক্রিপশনঃ-

*** শরীরে কমজোর বোধ করলে মদের সাথে এক চামচ মধু আর দুই চামচ গোলাপজল মিশিয়ে খান।

*** কাশি হলে মদের সাথে এক চামচ মধু , দুই চামচ গোলমরিচ গুঁড়ো এবং এক চামচ হলুদ মিশিয়ে খান।

*** প্রচন্ড সর্দি হলে গরম পানিতে ব্র্যান্ডি মিশিয়ে পান করুন।

*** গ্যাসের সমস্যা হলে মদের সাথে একটু হিং মিশিয়ে নিন। সাথে নিন স্যালাড আর শুকনো ফল। তেলে ভাজা চলবে না।

*** খিদে বাড়ানোর জন্য রাতে খাওয়ার এক ঘন্টা আগে ১০ মিনিটের ব্যবধানে দুটি 60 ml পেগ মদ নিন। এতে খিদে বাড়বে এবং পৌষ্টিক তন্ত্র ভালো থাকবে।

*** বমি ভাব হলে মদে দুই-চার ফোঁটা লেবুর রস মিশিয়ে খান।

*** যদি সম্পূর্ণ সুস্থ থাকেন তবে মদের সাথে দুই টুকরো বরফ, সামান্য সোডা আর পানি মিশিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যায় পান করুন।


(ছেলে বেলায় পড়া সফদার ডাক্তার ছড়া কবিতা অবলম্বন করে বানোয়াট গপ্পো)

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:০৮

ছাকিব নাজমুছ বলেছেন: চমৎকার হয়েছে ।

০৩ রা জুন, ২০২২ সকাল ৯:১৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

উনি প্রতিদিন কত ml পান করেন?

০৩ রা জুন, ২০২২ সকাল ১১:০০

জুল ভার্ন বলেছেন: যত এমএল পান না করলে এমন চিকিৎসা পত্র দিতে পারে.....

৩| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:৩৪

শেরজা তপন বলেছেন: এটা কি খোদ আপনার মস্তিস্কপ্রসূত???
দারুন
:-B

০৩ রা জুন, ২০২২ সকাল ১১:০১

জুল ভার্ন বলেছেন: আইডিয়া সূত্রের সাথে সংমিশ্রণ ঘটিয়েছি.....

৪| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:৪৬

আরইউ বলেছেন:




হা হা হা! আপনার পোস্ট পড়ে এই ব্লগের এক মদখোর ব্লগারের কথা মনে পরে গেল যে সব পোস্টে একই মন্তব্য করে। আর তার চাটুকার খয়ের খাঁ সাগরেদের দল সেই ঔষধ খেয়ে তালি বাজাতে থাকে।

০৩ রা জুন, ২০২২ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: ইশারাই কাফি!
যত্রতত্র মুখ দেওয়া গণকটুলি ধারংগ পট্টিতে জন্ম নেওয়া ধানকাট্টি খোর সেই ছাগলটার জন্যই এই পোস্ট। =p~

৫| ০৩ রা জুন, ২০২২ সকাল ১০:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই মদখোর কি ওষুধকে মদ মনে করতো, নাকি মদকে ওষুধ মনে করতো?

:) :)

০৩ রা জুন, ২০২২ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: সোনাভাই, ধানকাট্টি খোর সব কিছুকেই ওষুধ মনে করে....

৬| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:১৬

জ্যাকেল বলেছেন: সাক্ষাৎ এক মদখোর বন্ধু আমার অফিসে এসে হানা দিল কালকে। আর ব্লগেও আপনি দিলেন মদখোরদের নিয়ে পোস্ট। ব্লগেও কি কোন মদখোর হানা দেয় আমার মনে প্রশ্ন জাগে। হাঃহাঃহাঃ =p~

০৩ রা জুন, ২০২২ সকাল ১১:১৮

জুল ভার্ন বলেছেন: ব্লগেরটা সব সময়ই মাতলামি করে।

৭| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:১৯

শাহ আজিজ বলেছেন: প্রচণ্ড ঠাণ্ডায় সর্দি নিয়ে মোজাম্বিক রাষ্ট্রদুতের অফিসে ঢুকলাম । দেখেই বললেন ও ফ্রেন্ড তোমার অবস্থা কাহিল , এসো তোমার চিকিৎসা করি । পাশেই তার বাসভবন । সেখানে লিভিং এরিয়ায় বসে একজন আফ্রিকান গরম কফিতে ব্রান্ডি মিলিয়ে আমায় পান করতে বললেন । আমরা মিনিট পাচেক বসেছিলাম । পাচ মিনিটে সর্দি উধাও । একটা দুর্দান্ত টনিক ।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:০২

জুল ভার্ন বলেছেন: এমন অভিজ্ঞতা আমারও আছে....

৮| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:৩৮

শেরজা তপন বলেছেন: খাঁটি ভদকায় শুকনো মরিচের গুড়ো ভিজিয়ে রাখুন কয়েক মিনিট। তারপর নাক চেপে এক ঢোকে গিলে ফেলুন!
সর্দি-কাশী জ্বর বাপ বাপ করে পালাবে। ~ রাবা'র(রাশীয়ান আর বাঙ্গালীর) সংমিশ্রন দাওয়াই :)

০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:০৫

জুল ভার্ন বলেছেন: হ্যা আমিও শুনেছি। রাশিয়ায় পিএইচডি করা আমাদের ব্লগার বন্ধু ডক্টর রমিত আজাদ এই বিষয় ব্লগে বহু বছর আগে লিখেছেন।

৯| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রেসক্রিপশন কিছুদিন পর থেকে চালু করা যাবে। সরকার অনুমতি দিয়ে দিছে।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:০৭

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে মদ পানের ডাক্তারের প্রেসক্রিপশন বহু যুগ ধরে প্রচলিত.....

১০| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: বাহ!!!

০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:০৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১১| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১:৪৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমার জীবনের প্রথম চাকরিতে জয়েন করে যখন ট্রেনিং এ যখন তখন একদিন সেখানকার বস বলছিলেন, "বুঝলা, আমার জন্যে মদ হচ্ছে ডক্টর প্রেসক্রাইবড..." অনেক দিন পরে সেই কথাটা মনে পড়ল :-B :-B

০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:০৮

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে মদ পানের ডাক্তারের প্রেসক্রিপশন বহু যুগ ধরে প্রচলিত.....

১২| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:১০

সাদা মনের মানুষ বলেছেন: বেশ তো চমৎকার চিকিৎসা, তবে সমস্যা একটাই, এখনো মদ খাওয়াটা শেখা হয়নি।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:২০

জুল ভার্ন বলেছেন: প্রথম বিড়ি দিয়ে শুরু করেন। তারপর সিগারেট, তারপর < গাঁজা < ফেন্সিডিল< তারপর মদ.... B-))

১৩| ০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

শাহ আজিজ বলেছেন: আমার লাইসেন্স আছে তবে তা এখন অন্যলোক ব্যাবহার করছে ।

০৪ ঠা জুন, ২০২২ সকাল ১০:০২

জুল ভার্ন বলেছেন: সেই আশির দশকে আমরা সাকুরায় এবং ঢাকা কলেজের সামনে গোল্ডেন গেটে আড্ডা দিতাম। মাঝেমধ্যে লিকার এন্ড নারকোটিকস ডিপার্টমেন্টের লোকজন হানা দিত...যদিও আমি কাদাচিত বিয়ার নিতাম। তারপরও ঝামেলা এড়াতে সাকুরার ম্যানেজার আমাকে একটা লাইসেন্স জোগাড় করে দিয়েছিল।

১৪| ০৩ রা জুন, ২০২২ রাত ৮:৫০

রানার ব্লগ বলেছেন: ব্রান্ডি ঠান্ডা জনিত সমস্যার জন্য বেশ কার্যকর।

০৪ ঠা জুন, ২০২২ সকাল ১০:০৩

জুল ভার্ন বলেছেন: রাইট।

১৫| ০৩ রা জুন, ২০২২ রাত ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পিনেআলেকো পিনেকে লিয়ে
কুছ বাহানা চাহিয়ে!

০৪ ঠা জুন, ২০২২ সকাল ১০:০৪

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ ঠিক বলেছেন। =p~

১৬| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এভাবে করোনার কোনো টনিক আবিষ্কার করা যায় কি?

০৪ ঠা জুন, ২০২২ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: সব অসম্ভবের সম্ভব করা দেশ- আমাদের বাংলাদেশ। এখানে অসম্ভব বলে কিছুই নাই। করোনার শুরুতেই আমাদের দেশের অনেক হোমিওপ্যাথ এবং কবিরাজ করোনার ঔষধ ১০০% গ্যারান্টি দিয়ে বিজ্ঞাপন দিয়ে ধরা খেয়েছিলো =p~

১৭| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:১১

খাঁজা বাবা বলেছেন: :P

০৫ ই জুন, ২০২২ দুপুর ১২:১৯

জুল ভার্ন বলেছেন: =p~ :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.