নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জার্মান ধর্মযাজকদের হাতে ৫৭০০ শিশু যৌন নিপীড়নের শিকার....
জার্মানির মানস্টার অঞ্চলে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মযাজকদের হাতে শিশু যৌন হয়রানির ভয়াবহ চিত্র উঠে এসেছে। ওই অঞ্চলে গির্জাসহ খ্রিষ্টানদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অন্তত ৬০০টি যৌন নিপীড়নের ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে ১০ গুণের বেশি হতে পারে। সোমবার (১৩ জুন) জার্মানির মানস্টার বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে করা আগের গবেষণার চেয়ে এ সংখ্যা এক-তৃতীয়াংশ বেশি।
প্রতিবেদনের তথ্যমতে, মানস্টার অঞ্চলে ৬১০ জনের যৌন হয়রানির ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত রয়েছে। তবে এ অঞ্চলে আসলে ১৯৬ ধর্মযাজকের হাতে পৃথকভাবে অন্তত ৫৭০০টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। ৫ শতাংশ ধর্মযাজকের বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। তাঁদের হাতে ১০ জনের বেশি শিশু নিপীড়নের শিকার হয়। তবে অভিযুক্ত ধর্মযাজকদের মধ্যে ১০ শতাংশের কম আইনের মুখোমুখি হয়েছেন।
গত শতকের ষাট ও সত্তরের দশকে জার্মানির ওই অঞ্চলে সবচেয়ে বেশি যৌন নিপীড়ন হয়েছে। ওই সময়ে মানস্টার অঞ্চলে প্রতি সপ্তাহে গড়ে দুটি করে এমন ঘটনা ঘটেছে। হয়রানির শিকার চারজনের মধ্যে তিনজনই বালক। তাদের বেশির ভাগের বয়স ১০ থেকে ১৪ বছর। এই বালকেরা পরে মানসিক নানা সমস্যায় ভুগেছে। অনেকের মধ্যে বিষণ্নতা দেখা দিয়েছে। এমনকি আত্মহত্যার ভাবনাও এসেছে অনেকের মাথায়। যৌন হয়রানির কারণে ২৭ জন আত্মহত্যারও চেষ্টা করেন।
মানস্টার বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে অভিযোগের আঙুল তোলা হয়েছে ফেলিক্স জেনের দিকে। তিনি ২০০৯ সাল থেকে মানস্টার অঞ্চলের বিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন। বলা হচ্ছে, যৌন হয়রানির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রতিবেদনটি প্রকাশের পর ফেলিক্স জেন বলেন, যৌন হয়রানি সামাল দিতে তিনি যেসব ভুল করেছেন, সেগুলোর দায় নেবেন। এ নিয়ে আগামী শুক্রবার বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি।
এর আগে ২০১৮ সালে জার্মান বিশপ কনফারেন্সে যৌন হয়রানি-সংক্রান্ত প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মানিতে ৩ হাজার ৬৭৭ জন অপ্রাপ্তবয়স্ককে কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছে। এতে জড়িত ১ হাজার ৬৭০ জন ধর্মযাজক। মিউনিখ ও ফ্রেইসিং অঞ্চলেও ধর্মযাজকদের হাতে শিশুদের যৌন নিপীড়নের তথ্য উঠে আসে অন্য একটি প্রতিবেদনে। গত জানুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট যখন মিউনিখের বিশপ ছিলেন, তখন গির্জায় শিশুদের যৌন নিপীড়ন ঠেকাতে ব্যর্থ হন।
লক্ষ্যনীয়; আমাদের দেশের কিছু মাদরাসা শিক্ষকদের মধ্যেও এমন কুচরিত্রের আলামত পাওয়া যায়, যার খবর আমরা প্রায়শই দেখে প্রতিবাদমূখর হই। মানব বন্ধন করি। অপরাধীকে বাদ দিয়ে দাড়ি টুপি এবং ইসলাম ধর্মীয় শিক্ষার সমালোচনা করি। কিন্তু খৃষ্টান সহ অন্যান্য ধর্মীয় যাজকদের এহেন অপরাধের জন্য সেইসব ধর্ম যাজকদের ধর্মের সমালোচনা করি না।
সংবাদ সূত্রঃ আজকের বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশন নিউজ।
১৫ ই জুন, ২০২২ দুপুর ১:১৮
জুল ভার্ন বলেছেন: সেই জন্যই নিউজটা শেয়ার করেছি। খিয়াল কইচ্চেন্নি- চারিদিকে কি সুনসান নীরবতা! কানধরা - টিপ পরা জোকারগুলা এখন কোথায়!
২| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:০০
বিটপি বলেছেন: সব ধর্মের যাজকেরাই যৌন নির্যাতনের জন্য কেবল শিশুদেরকে কেন বেছে নেয়? শিশু বলে কি ধর্ষনের অপরাধ কম হবে? এ ব্যাপারে ধর্মের বিধি নিষেধ কি আছে?
১৫ ই জুন, ২০২২ দুপুর ১:২০
জুল ভার্ন বলেছেন: শিশুরা শারীরিক ভাবে দুর্বল এবং ভয়ে, লজ্জায় কাউকে বলবেনা- ধর্ষকামীরা সেই সুযোগ নেয়।
৩| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:০১
খাঁজা বাবা বলেছেন: ধর্মীয়গুরুরা সমাজের অনুকরনীয় আদর্শ। এদের এহেন কাজ সমাজ ও সামাজিক মূল্যবোধে নেতিবাচক প্রভাব ফেলে।
১৫ ই জুন, ২০২২ দুপুর ১:২১
জুল ভার্ন বলেছেন: নিঃসন্দেহে।
৪| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: মানবতা ত এখানে হারমানায়
ধর্ম এখানেই চক্ষু অন্ধ ভাবধারায়
তবু লালসা মরে না------দাদা
১৫ ই জুন, ২০২২ দুপুর ১:২১
জুল ভার্ন বলেছেন: একমত।
৫| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:১৫
রানার ব্লগ বলেছেন: পৃথিবীর সকল ধর্ম যাজক/উপাসক মৌলোভীদের কাজই হলো শিশুর সাথে যৌনক্রীড়ায় অংশ নেয়া । এদের মনে হয় আর কোন কাজ নাই কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ আর কি খ্রিষ্টান!! সব একই বৃন্তে ফোঁটা ফুল !!! এদের কঠিন সাজা হওয়া উচিৎ । কঠিন বলতে আমি সর্বচ্চ সাজা বুঝিয়েছি !!!
১৫ ই জুন, ২০২২ দুপুর ১:২৬
জুল ভার্ন বলেছেন: সহমত। তবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকরাও হরদম এই নোংরামি করে চলছে- যা প্রায়শই নিউজ হচ্ছে। মাদরাসার ধর্ষক শিক্ষকদের গ্রেফতার করে ছবি সংবাদ প্রকাশ করা হয় কিন্তু ইউনিভার্সিটির ধর্ষক যৌন নিপীড়নকারী শিক্ষকদের নামও প্রকাশ করা হয় না। উদাহরণ সরুপ, আজকের প্রথম আলো পত্রিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা নিউজ পড়ে দেখতে পারেন।
৬| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
ধর্ম এই উচু পদের ধর্মীয়দের শিশু লালসা থেকে মুক্ত করতে পারছে না কেন?
১৫ ই জুন, ২০২২ দুপুর ১:২৭
জুল ভার্ন বলেছেন: এই প্রশ্ন আমারও।
৭| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব শিশু যৌন নিপীড়নই নিন্দনীয় কিন্তু একটা শ্রেণির হাউকাউ দেখছিনা যে?
১৫ ই জুন, ২০২২ দুপুর ১:২৮
জুল ভার্ন বলেছেন: ওই ভণ্ড বাহিনী এখন কব্বরবাসী। সময় সুযোগ করে নাক জাগাবে......
৮| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:৫২
আহলান বলেছেন: যৌন নির্যাতন নাই কোথায়? পরিবার থেকে শুরু করে সর্বত্রই আছে ... ইবলিশের বড় হাতিয়ার এই নির্যাতন। যারা বোঝে না যৌন নির্যাতন কি , তাদের কথা আলাদা ... ! যারা মনে করে স্বল্প পোশাকে থাকাই আমার অধিকার, তার কাছে লজ্জা শরম এর সঙ্গা শেখানোর মানে হয় না ... !
১৫ ই জুন, ২০২২ দুপুর ১:২৮
জুল ভার্ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১:৩৫
রানার ব্লগ বলেছেন: আহলান @ উনি পোস্ট টা কি দিলো আপনি ত্যাড়ামি করে কি উত্তর দিলেন !!! সোজাসুজি বলেন যে শিশুরা স্বল্প পোষাকে ছিলো যাজক তার মৌলিক দন্ড ধরে না রাখতে পেরে কাজে লাগিয়ে ফেলেছে।
পোষাক নিয়ে চুলকানী আপনাদের গেলো না । বুঝলাম তুরুনীদের পোষাকে আপনাদের দন্ড স্থিতিশীল থাকে না কিন্তু বুড়ি শিশু এদের বেলায় কি হয় ? কেমনে হয় ??
ভালো হন । ওটা একদম ফ্রী !!! বোরখাওয়ালী মেদের যখন মৌ-লোভি সাব ধরে ধরে ধর্ষন করে তখন আপনার পোষাক জাতীয় বচন কই থাকে ?
১৫ ই জুন, ২০২২ দুপুর ২:৩৮
জুল ভার্ন বলেছেন: তর্ক নয়, সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে এড়িয়ে চলুন।
১০| ১৫ ই জুন, ২০২২ দুপুর ২:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সব শিশু ধর্ষকদের এবং এদের কে যারা আশ্রয় প্রশ্রয় দেয়, এদের স্থান জাহান্নামের সর্ব নিকৃষ্ট স্থানে।
১৫ ই জুন, ২০২২ দুপুর ২:৪১
জুল ভার্ন বলেছেন: জাহান্নামে যাওয়ার আগে খোজা করে গণপিটুনি দিয়ে হাড্ডি-গুড্ডি ভেংগে চুরমার করে দিতে হবে।
১১| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শিশুরা সহজলভ্য।
১৫ ই জুন, ২০২২ রাত ৯:৩২
জুল ভার্ন বলেছেন: এবং দুর্বল।
১২| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: ধর্মযাজক এবং মাদ্রসার হুজুররা একই পথের পথিক।
১৫ ই জুন, ২০২২ রাত ৯:৩৫
জুল ভার্ন বলেছেন: সবাই নয়, কেউ কেউ....স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অসভ্যতায় পিছিয়ে নাই। জয়দেব, পরিমল কোন মাদরাসার হুজুর ছিলেন? আজকের প্রথম আলো পত্রিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন লম্পট শিক্ষকের কাহিনী পড়ে দেখো।
১৩| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:০০
পদাতিক চৌধুরি বলেছেন: দুর্ভাগ্যজনক। ধর্মক্ষেত্রগলোতে এমন পৈশাচিকতা বরবরতার নামান্তর, তাই সে যে ধর্মেরই হয়ে থাক।
১৬ ই জুন, ২০২২ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: সেটাই, ধর্ম যাজক, ধর্মীয় শিক্ষকদের কাছেই সাধারণ মানুষ বেশী নৈতিকতা আশা করে - নিজেদের পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
১৪| ১৫ ই জুন, ২০২২ রাত ১১:৪২
নূর আলম হিরণ বলেছেন: আপনি বলেছেন খ্রিস্টান ধর্মযাজকদের বেলায় আমরা চুপ থাকি কেনো? বাংলাদেশে ধর্মযাজকের সংখ্যা কেমন? তাদের বিরুদ্ধে অভিযোগের পরিমান কেমন? আর মাদ্রাসার বেলায় প্রতিবাদমুখর হই এটাও পুরোপুরি সঠিক নয়। মাদ্রাসার বলাৎকার যে পরিণাম হয় সে হিসেবে প্রতিবাদ হয় না বললেই চলে! আজ পর্যন্ত দুই চারজন মোল্লা, মাদ্রাসার হুজুরকে দেখলাম না একটা প্রতিবাদ করতে এই বলাৎকার নিয়ে! আপনি দেখেছেন?
১৬ ই জুন, ২০২২ সকাল ১০:২১
জুল ভার্ন বলেছেন: খৃষ্টান ধর্মযাজকদের কোনো পরিসংখ্যান আমার জানা নাই। তবে কোনো একটা এলাকাতেই ৫৭০০ জন শিশুকে যৌন নির্যাতনের ইতিহাস গোটা বাংলাদেশেও নাই। এহেন অপকর্মের জন্য কোনো সম্প্রদায়ের ধর্মযাজকদেরই প্রতিবাদের নজির নেই।
১৫| ১৬ ই জুন, ২০২২ রাত ১:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সবাই নয়, কেউ কেউ....স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অসভ্যতায় পিছিয়ে নাই। জয়দেব, পরিমল কোন মাদরাসার হুজুর ছিলেন? আজকের প্রথম আলো পত্রিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন লম্পট শিক্ষকের কাহিনী পড়ে দেখো।
সহমত।
১৬ ই জুন, ২০২২ সকাল ১০:২৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৬| ১৬ ই জুন, ২০২২ সকাল ৭:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশে খ্রিষ্ট ধর্মাবলম্বী কম। মুসলিম বা হিন্দুদের সংখ্যা বেশি। সুতরাং এদের ধর্মগুরুরা এসব অনৈতিক কর্মকাণ্ড করলে হৈচৈ বেশি হবে; এটাই স্বাভাবিক। স্কুল-কলেজের সাথে ধর্মীয় প্রতিষ্ঠানের তুলনা চলে? স্কুল-কলেজ দুনিয়াবি প্রতিষ্ঠান। কিন্তু উপাসনালয়ের সাথে পরকাল জড়িত এবং এখানে যারা কাজ করেন তাদের সাথে অন্যদের মেলানো যথোচিত নয়।
১৬ ই জুন, ২০২২ সকাল ১০:২৮
জুল ভার্ন বলেছেন: সহমত। ধন্যবাদ।
১৭| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৩৯
অরণি বলেছেন: এসব বন্ধ হওয়া উচিত।
১৬ ই জুন, ২০২২ রাত ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: "স্বভাব যায়না মরলে, ইল্লত যায়না ধুইলে"!
১৮| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৫৯
নতুন বলেছেন: লক্ষ্যনীয়; আমাদের দেশের কিছু মাদরাসা শিক্ষকদের মধ্যেও এমন কুচরিত্রের আলামত পাওয়া যায়, যার খবর আমরা প্রায়শই দেখে প্রতিবাদমূখর হই। মানব বন্ধন করি। অপরাধীকে বাদ দিয়ে দাড়ি টুপি এবং ইসলাম ধর্মীয় শিক্ষার সমালোচনা করি। কিন্তু খৃষ্টান সহ অন্যান্য ধর্মীয় যাজকদের এহেন অপরাধের জন্য সেইসব ধর্ম যাজকদের ধর্মের সমালোচনা করি না।
জার্মান ধর্মযাজকদের হাতে ৫৭০০ শিশু যৌন নিপীড়নের শিকার....
আপনার কি মনে হয় বাংলাদেশ, পাকিস্তানের মতন দেখে কখনো এমন কোন রিপোট বের হবে? আমাদের দেশের জনগন এতোটাই ভন্ড যে তারা এইমন কোন রিপোট বানাতে পারবেনা।
আর আমাদের দেশে খৃস্টিয়ান যাজক নেই, মা্দ্রাসাতেই যেহেতু এমন কাজগুলি হচ্ছে তাই সেটা নিয়েই আমাদের দেশে আলোচনা হবে।
১৬ ই জুন, ২০২২ রাত ৯:৪৭
জুল ভার্ন বলেছেন: "আমাদের দেশে খৃস্টিয়ান যাজক নেই"- এটা আপনার অজ্ঞতা।
১৯| ১৬ ই জুন, ২০২২ রাত ১০:১১
নতুন বলেছেন: "আমাদের দেশে খৃস্টিয়ান যাজক নেই"- এটা আপনার অজ্ঞতা।
আমার ভুল হয়েছে, বেশি নেই হবে।
আমার স্কুলের এক বন্ধু খৃস্টান বড় দিনে তাদের বাড়ী দাওয়াত খেয়েছি, ১ দিন চার্চের ভেতরে বসেছিলাম দেখার জন্য ওরা কি প্রথনা করে ।
১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:০০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২২ সকাল ১১:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ ঘটনা নিয়ে নাস্তিকরা মুখে কুলুপ আটকে থাকবেন।
অথচ মুসলমানদের মাঝে এমন দু একটি বিচ্ছিন্ন ঘটনা
ঘটলে দূনিয়া মাথায় করে তুলবে! তবে এ কাজ সব'ক্ষেত্রেই
নিন্দনীয়, ঘৃনার কাজ।