নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
স্বপ্নগুলো....
অদ্ভুত আমার জীবন!
আমি স্বপ্ন ছাড়া চলতে পারি না। স্বপ্ন আবিষ্টমন আমার। স্বপ্ন আমাকে বিব্রত করে, নেশাগ্রস্থ করে রাখে।
কত অসংখ্য, অগনিত স্বপ্ন! সবই সুন্দর, আনন্দের। এ এক ধরনের পাগলামো। বাস্তব তা চায়না, সময়ও তা চায় না। তবুও সবকিছুর চেয়ে আমার স্বপ্ন অনেক সুন্দর, অনেক বড়। কতকিছুই আমায় ছেড়ে চলে গেছে কিন্তু আমার স্বপ্ন রয়ে গেল মনের ভিতর। আমার অনেক বেশী কষ্ট হবে কিন্তু আমার স্বপ্ন ভাংবে না, আমি স্বপ্নে বিভোর হয়ে থাকবো।
আমি স্বপ্ন বিলাসী, স্বপ্ন ওড়াই স্বপ্নে ভাসি।
আমার স্বপ্নগুলোর কোন লাগাম নেই, ঠিকানা বিহীন;
পেরিয়ে যায় আলোকবর্ষের সীমানা ছাড়িয়ে,
আমি স্বপ্নের দ্বার খুলে দিয়ে তার কথা ভাবি
স্বপ্নে জোছনায় তার হাত ধরে হাঁটি।
স্বপ্ন আমার প্রেম, আমার সকল সুখের দিনরাত্রি
জীবনের সব লেনদেন সেরে স্মৃতিরা সব স্বপ্নে ফেরে,
স্বপ্ন গুলো বুকে সোনালী খাঁচায় আগলে রাখি,
শত কাজের মাঝেও আমি আবার একটা দিনের শেষ প্রহরের দিকে আনমনে চেয়ে থাকি।
গ্রীষ্ম হয়ে শরীরে উত্তাপ ছড়ায়, বৃষ্টি হয়ে হৃদয় ছুঁয়ে যায়,
শরতের কাশফুল হয়ে শুভ্রতা ছড়ায়,
হেমন্তে শিষ দিয়ে দোলা দিয়ে যায়
শীতের উষ্ম পরশে ভালোবাসার চাদর হয়ে শরীরে জড়ায়।
ভোর হলে স্বপ্ন বাতাসের ঢেউয়ের মতো মিলিয়ে যায়,
যাবার আগে বলে যাও তুমি
স্বপ্নই আমার অবাধ্য প্রেমের একমাত্র প্রেমিকা জাফরানী মৌচাক………
স্বপ্ন নিয়ে নড়াচড়া করতে করতে আমি কখন স্বপ্নের হয়ে গেছি। আমার অনেক কিছু নেই, কিন্তু আমার মনে বিপুল স্বপ্ন আছে। স্বপ্ন গড়তে ভাঙতে আমার সময় কেটে যায়। কতোশত বিপর্জয়ের পরেও আমি আজও যতটুকু সতেজ আছি শুধু ঐ স্বপ্নের জন্য। যেদিন স্বপ্নগুলো হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, সেদিন সবাই কাছে থাকলেও আমি আর থাকব না।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে জুন, ২০২২ সকাল ১০:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ অসাধারণ
অনেক অনুপ্রেরণা পেলাম দাদা
ভাল থাকবেন-----------
২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৪১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
স্বপ্ন দেখা বাংলার মানুষ ভুলে যেতে বাধ্য হবে।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৪২
জুল ভার্ন বলেছেন: স্বপ্ন এখন নির্দেশিত এবং নিয়ন্ত্রিত।
৪| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: এক কথায় বলা যায়, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৩
জুল ভার্ন বলেছেন: স্বপ্ন ছাড়া জীবন জীবন্ত লাশ।
৫| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার সব স্বপ্ন সত্যি হোক এটাই প্রত্যাশা।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৫
জুল ভার্ন বলেছেন: স্বপ্ন পূরণ হলেই সব শেষ। কাজেই স্বপ্ন অধরাই থাকুক।
৬| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি স্বপ্ন ছাড়া চলতে পারি না। স্বপ্ন আবিষ্টমন আমার। স্বপ্ন আমাকে বিব্রত করে, নেশাগ্রস্থ করে রাখে।
সত্যি বলছি স্বপ্ন আমাকেও নেশাগ্রস্থ করে রাখে।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৫
জুল ভার্ন বলেছেন: স্বপ্ন নিয়েই জীবন।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২২ সকাল ৯:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: স্বপ্নের কবিতা সুন্দর হয়েছে।