নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

কাজ এবং বয়স......

২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:২২

কাজ এবং বয়স......

মানুষ কোনও কিছু না করলে তাকে অচল বলা যায়, আর অচলের আরেক অর্থ বৃদ্ধ হওয়া। এখানে কিছু করার অর্থ কোনও আয় করা নয় বরং কোনও কাজে লেগে থাকা। কারও বয়স যদি হয় ২০ আর সে কোনও কাজ না করে তাহলে তার মূল বয়স হবে ৬০। কারণ সাধারনত ৬০ বছর বয়স হলেই মানুষের বিশ্রাম নেওয়ার একটা প্রবণতা থাকে।

আবার কারও বয়স যদি হয় ৮০ কিন্তু সারাদিন কোনও না কোনও কাজে নিজেকে ব্যাস্ত রাখে তবে তার বয়স দাঁড়ায় ৩০ বছরে। কারণ সাধারনত ৩০ বছরের যুবকেরা সারাদিন কাজে ব্যাস্ত থাকে। সুতরাং এখানে যারা আমার বক্তব্য/ লেখা পড়বেন তাদের সবাইকে আমি বন্ধু হিসেবে অনুরোধ করবো কেউ আপনারা অযথা সময় নষ্ট করবেন না।

বয়সের ভারে বৃদ্ধ না হয়ে বরং কাজের ভারে যুবক থাকার চেষ্টা করবেন। জীবনে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এখানে কল্পনাকে প্রশ্রয় দেবেন না, মনের মাঝে নানা রঙের স্বপ্ন না এঁকে বাস্তবতার ফানুস উড়াবেন।

যারা কাজ না করে শুধু স্বপ্ন নিয়ে পড়ে থাকে, তারাই বাস্তবতার মোকাবেলা করতে পারে না। কিন্তূ যারা বাস্তবতাই বিশ্বাসী তারাই এ জগত সংসারে টিকে থাকে। আশা করি সবাই ভেবে দেখবেন।

সকলের প্রতি রইলো শুভ কামনা।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৪০

ঢাবিয়ান বলেছেন: বিদেশে ৮০ উর্ধ বৃদ্ধ বৃদ্ধাদের দেখা যায় ট্যক্সি চালাতে , কে এফসি , ম্যকডনাল্ডে কাজ করতে। বৃ্দধ বৃ্দ্ধারা কাজ করে মুলত শরীর ফিট রাখতে এবং সময় কাটাতে। এখানে বৃদ্ধদের কাজ করতে দেখলে কেউ মন্তব্য করে না যে '' ছেলেমেয়েগুলো অমানুষ অয়ে গেছে। বৃদ্ধ মা বাবাকে দেখাশনা করে না ''।

২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২১

জুল ভার্ন বলেছেন: কর্মক্ষম থাকলে জীবনভর কাজ করা উচিৎ।

২| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর উপদেশ এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ♥️

২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৩

জুল ভার্ন বলেছেন: উপদেশ মনে করবেন না, বাস্তবতার নিরিখে দেখুন।
ধন্যবাদ ভাই।

৩| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৫:১১

মিরোরডডল বলেছেন:




কাজ ছাড়া জীবন চিন্তাই করতে পারিনা ।
কাজের মাঝেই আনন্দ ।


২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৫

জুল ভার্ন বলেছেন: একই চেতনা আমারও। অক্ষম অথর্ব হয়ে বাঁচতে চাইনা। আমৃত্যু কাজ করতে চাই।

৪| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৫:১৬

অধীতি বলেছেন: কাজ করলেই অভিজ্ঞতা বাড়ে। বাস্তবতাকে কাজের মাধ্যমেই বোঝা যায়।

২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৫:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

অলসতা মূলত শুরু হয় কত বছর বয়স থেকে?

২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

জুল ভার্ন বলেছেন: আমার ধারণা, অলসতা, কর্মস্পৃহা বয়সের উপর নির্ভর করেনা।

৬| ২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৬

লেখার খাতা বলেছেন: আপনার প্রতি রইল শুভ কামনা।

২৪ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৭| ২৪ শে জুন, ২০২২ রাত ৮:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: শুধু শুয়ে বসে সময় কাটাতে চাই না। কোন না কোন কাজে যেন জড়িত থাকতে পারি এই কামনা আল্লাহর কাছে।

২৫ শে জুন, ২০২২ সকাল ৯:২৭

জুল ভার্ন বলেছেন: আমার প্রত্যাশাও তাই। কখনো যেনো কারোর উপর বোঝা হতে নাহয়।

৮| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
যারা কাজ না করে শুধু স্বপ্ন নিয়ে পড়ে থাকে, তারাই বাস্তবতার মোকাবেলা করতে পারে না।
আমি অনেকটাই এই দলের লোক।

২৫ শে জুন, ২০২২ সকাল ৯:২৭

জুল ভার্ন বলেছেন: কী যে বলেন! আমার ধারণা, আপনি কর্মচঞ্চল মানুষ।

৯| ২৫ শে জুন, ২০২২ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: অলস মানুষ সমাজের বোঝা।

২৫ শে জুন, ২০২২ সকাল ৯:২৮

জুল ভার্ন বলেছেন: একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.