নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
চমৎকার একটা কবিতা পড়লাম। কবিতার নামঃ "আট গুন আট"- কবি গৌতম মুখার্জি।
যুদ্ধ যখন শুরু হল সাদা-কালোর চৌকো ঘরে...
হাতি ছিল ঘোড়া ছিল নৌকা ছিল কোনায় বাঁধা,
মধ্যিখানে রাজামশাই আগলে তাদের রাজপেয়াদা;
যুদ্ধ যখন শুরু হল আমরা ছিলাম আটটা বোড়ে।
হঠাৎ করেই খবর এল যুদ্ধ শুরুর নেইতো দেরী...
চৌষট্টির চৌকো মাঠে যুদ্ধ হবে রাজায় রাজায়,
হাতি-ঘোড়া-রাজপেয়াদায় মন্ত্রীমশাই দূর্গ সাজায়,
আমরা কিছু বোঝার আগে উঠলো বেজে যুদ্ধ ভেরী!
ওদের ঘোড়া লাফিয়ে এল পিছন থেকে আড়াই চালে...
মন্ত্রী এলো সামনে সোজা দুই পাশে তার মত্ত হাতি,
এক-পা দু-পা এগিয়ে এলো উল্টো খোপের আট পদাতিক, আমার রাজা বুঝল তখন বাঘ পড়েছে ভেড়ার পালে।
মন্ত্রী আমায় পিছন থেকে দিল দু-ঘর সামনে ঠেলে....
ভয়ে তখন জড়োসড়ো আমার হাতি আমার ঘোড়া,
"রাজার জন্য যুদ্ধ করে প্রথম শহীদ হ'বি তোরাই..."
ঠেলে আমায় মন্ত্রী দিল মত্ত হাতির সামনে ফেলে।
পিষছে আমায় মত্ত হাতি কাটছে ঘোড়া আড়াই চালে...
ঠেলছে আমায় মন্ত্রীমশাই সামনে যতই আসুক বাধা,
পিছিয়ে আসার হুকুম তো নেই আটটা বোড়ে রাজপেয়াদার,
চৌষট্টির যুদ্ধশেষে আমরা সবাই লাশের দলে।
এমনি করেই শেষ হয়ে যাই দিন-প্রতিদিন সন্ধ্যা-ভোরে....
উলুখাগড়ার গল্প শুনি পায়রা ওড়া জ্যোৎস্না রাতে,
দিন বদলের না-লেখা-গান থমকে আজও অন্তরাতে,
চৌষট্টির খোপে আজও মরছে পিষে আটটা বোড়ে...
২৮ শে জুন, ২০২২ সকাল ১১:৫৪
জুল ভার্ন বলেছেন: বুদ্ধ কবিতা লিখতে না পারলেও তাঁকে নিয়ে অজস্র কবিতা লিখে অনেক কবি ধন্য হয়েছেন। আমরা পাঠকরাও বুদ্ধতে মুগ্ধ।
২| ২৮ শে জুন, ২০২২ সকাল ১১:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতাটি একেবারে বাস্তব।
২৮ শে জুন, ২০২২ সকাল ১১:৫৫
জুল ভার্ন বলেছেন: সেই জন্যই শেয়ার করলাম।
৩| ২৮ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই তো দারুন লেখনী!
২৮ শে জুন, ২০২২ দুপুর ১:০৩
জুল ভার্ন বলেছেন: এই কবিতায় কী অসাধারণ বাস্তবতা তুলে ধরেছেন কবি!
৪| ২৮ শে জুন, ২০২২ দুপুর ১:০৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন । শুভ কামনা রইলো
২৮ শে জুন, ২০২২ দুপুর ১:৩৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ২৮ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৮ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ২৮ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: এই কবিতাটি আগে কখনো পড়ি নাই।
চমৎকার কবিতা।
২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ২৯ শে জুন, ২০২২ রাত ১২:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলেই চমৎকার কবিতা।ধন্যবাদ শেয়ারের জন্য।
২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২২ সকাল ১১:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
গৌতম বুদ্ধ কবিতা লিখতে জানতো না, লিখলে ভালো হতো।